Breaking Bharat: প্রেমের বড় শক্তি হলো বিশ্বাস (falling in love), তাই বিশ্বাসঘাতকের সঙ্গে প্রেম করার আগে সাবধান! সমস্যাটা হল একটা মানুষকে যে আপনি ভালোবাসবেন তিনি ঠিক না ভুল, তিনি সত্যিই আপনাকে ভালবাসেন নাকি ব্যবহার করেন এটা বুঝবেন কীভাবে?
রাহুল দেব বর্মনের বিখ্যাত গান, “শোনো মন বলি তোমায় সব করো প্রেম করো না “- শোনেননি এমন মানুষ বাংলায় খুঁজে পাওয়া যাবে না। কিন্তু তবুও প্রতিটি মানুষ প্রেমে পড়েন (Be careful before falling in love with a traitor)।
সত্যিই আপনাকে ভালবাসেন নাকি ব্যবহার করে?
এই নিয়ে একাধিক গান, গল্প, কবিতা, নাটক, সিনেমা, তামাশা সবটাই হয়। তবুও প্রেমের প্রতি আকর্ষণ কিছুতেই কমেনা। নারী-পুরুষ নির্বিশেষে প্রেমের জালে জড়িয়ে পড়তে ভালোবাসেন। কিন্তু অনেক ক্ষেত্রেই গল্প গুলোর হ্যাপি এন্ডিং হয় না। তাকে আবার মন খারাপের মরশুমরা আকাশ কালো করে জীবনের অনেকটা জায়গা দখল করে নেয়।
সেখান থেকে হতাশা, মানসিক অবসাদ, কারো আবার প্রতিশোধ স্পৃহা বাড়ে। কেউ আবার জীবনের উদ্দেশ্যই হারিয়ে ফেলে। সমস্যাটা হল একটা মানুষকে যে আপনি ভালোবাসবেন তিনি ঠিক না ভুল, তিনি সত্যিই আপনাকে ভালবাসেন নাকি ব্যবহার করেন এটা বুঝবেন কীভাবে?
বিশ্বাসঘাতকতার দাগটা কিছুতেই মুছে ফেলা যায় না:
সংসার যেন এমনটা না হয় যাতে একজনের শ্রমটাই সার হয়ে দাঁড়াবে। দুটো মানুষের সম্পূর্ণরূপে একে অন্যের পাশে থাকার মতো ইচ্ছে শক্তি, সামর্থ্য আর টান থাকলে তবেই couple তৈরি হয়। বিশ্বাস এমন একটা জিনিস যেটা একবার ভেঙে গেলে দ্বিতীয় সুযোগ আর দেওয়া সম্ভব হয় না।
ঠিক যেমন আয়নার কাঁচ ভেঙে গেলে তা আবার কোনদিনই আগের মত হয় না যতক্ষণ না তাকে পাল্টে ফেলা হচ্ছে। নতুন করে নতুন কোনও মানুষকে সুযোগ দেওয়া কিন্তু তখনও পুরনো বিশ্বাসঘাতকতার দাগটা কিছুতেই মুছে ফেলা যায় না।
যে কোন সম্পর্কের ভীত বিশ্বাস, শ্রদ্ধা আর বন্ধুত্ব:
মানুষ চেনা সত্যিই সম্ভব নয় কিন্তু একটু চোখ কান খোলা রাখলে কি একটা মানুষ ভালো না খারাপ তার কোন আইডিয়াই পাওয়া যায় না? এটা বোধহয় ঠিক কথা নয় একজন ভালো মানুষের ব্যবহার আচরণ তার সঠিক পরিচয় দিয়ে দেয়। যেমন ধরুন আপনার প্রিয় সঙ্গী বা সঙ্গিনী সম্পর্কটাকে কতটা শ্রদ্ধা করে সেটা জানা সবার আগে দরকার।
নারী পুরুষের প্রেমের সম্পর্ক বা পরবর্তীতে বিবাহিত জীবন সবটাই অনেকাংশে শরীর সর্বস্ব। কিন্তু মাথায় রাখতে হবে যে কোন সম্পর্কের ভীত বিশ্বাস, শ্রদ্ধা আর বন্ধুত্ব। সম্পর্ককে যদি কেউ সম্মান করতে না পারে তাহলে সেই সম্পর্কে যে বিচ্ছেদ আসবেই সেটা আগে থেকেই জানা উচিত।
আপনার প্রেমিক বা প্রেমিকা সব সত্যি কথা বলছেন তো?
আপনার প্রেমিক বা প্রেমিকা ভালো মানুষ কিনা সেটা আগে বোঝা দরকার পারিপার্শ্বিক জগতের সঙ্গে ব্যবহার দেখে আশা রাখি আপনি বুঝতে পারবেন। আর বাকি রইল আপনার প্রতি তিনি লয়াল কিনা এটার জন্য তো নিজেকেই পরিস্থিতি মত বুঝে নিতে হবে।
যেমন ধরুন আপনার সামনে আপনার প্রেমিক বা প্রেমিকা সব সত্যি কথা বলছেন কিনা বা কিছু লুকিয়ে যাচ্ছেন কিনা এটা দেখা দরকার। যদি দেখেন তেমনটা হচ্ছে তাহলে কি সেটার জন্য বিশেষ কোনো কারণ আছে? নাকি অকারণেই এমনটা বারবার ঘটছে ?
আপনার সম্পর্কটা শুধুমাত্র স্বার্থের হয়ে দাঁড়াচ্ছে নাতো?
আপনার ভালোবাসার মানুষটি আপনার বা আপনার পরিবারের প্রতি কাজের প্রতি কতটা দায়িত্ববান বা শ্রদ্ধাশীল কথাবার্তা বলে সেটাই বুঝে নেওয়ার চেষ্টা করুন। তিনি আপনাকে কতটা সময় দিচ্ছেন সেটা জরুরি নয়, যেটা জানার দরকার সেটা হল সেই সময় তার মধ্যে তিনি কী করছেন এবং বাকি সময় তিনি কী ভাবে নিজেকে ব্যস্ত রাখছেন।
আরো পড়ুন – Shiva Lingas : বিস্ময়ের আরেক নাম সহস্র শিবলিঙ্গ! মহাভারত আর রামায়ণের যোগসূত্র এখানেই জানেন ?
এর জন্য নিজের ভালোবাসার মানুষকে অবিশ্বাস বা সন্দেহ করাটাই প্রাথমিক কাজ নয় সবকিছু বুঝে শুনে তারপর সিদ্ধান্ত নিন। যদি দেখেন আপনার ভালবাসার মানুষের সঙ্গে আপনার সম্পর্কটা শুধুমাত্র স্বার্থের হয়ে দাঁড়াচ্ছে এবং তিনি আপনাকে ব্যবহার করছেন (He is using you) তাহলে অবিলম্বে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসুন আর মানুষটিকে চিনে রাখুন।
দুটো মানুষের সম্পর্কে একে অন্যের প্রতি শ্রদ্ধা:
এরকম মানুষ শুধু আপনার নয় সমাজের জন্য ভাইরাস বলেই ভাবেন মনোরোগ বিশেষজ্ঞরা। ভালোবাসার সম্পর্কের মধ্যে যদি স্বার্থ চলে আসে তাহলে সেই সম্পর্ক যে আগামীতে গিয়ে ভাঙবেই এ কথা চোখ বন্ধ করে বলা যায়।
আরো পড়ুন – lehe ledu wildlife zoo : খাঁচা বন্দি মানুষকে দেখতে যায় প্রাণীরা! অথচ ঘুরে বেড়াচ্ছে হিংস্র বাঘ সিংহ
দুটো মানুষের সম্পর্কে একে অন্যের প্রতি শ্রদ্ধার পাশাপাশি দুটো পরিবারের প্রতি তার কতটা দায়িত্ববোধ, ভালোবাসা, টান ,আকর্ষণ এইসব জড়িয়ে আছে সেটা থেকেও আপনি বুঝবেন আপনার পার্টনারের চরিত্র। একজন মানুষের অনেক বন্ধু থাকতেই পারে কিন্তু আপনি যদি বিশেষ বন্ধু হন তাহলে আপনার প্রতি তার ব্যবহার বাকিদের প্রতি ব্যবহারের মত নিশ্চয়ই হবে না।
আপনার খরচ করানোই পার্টনারের লক্ষ্য নয় তো?
অতএব ফারাকটা করতে শিখুন। জানেন তো? প্রেম করতে গেলে প্রচুর টাকা পয়সা খরচ হয় স্বাভাবিক নিজের মনের মানুষের কাছে পৌঁছতে গেলে কিছু কিছু বাধা তো পেরোতেই হবে। তবে যদি খরচ অতিরিক্ত খরচ হয় তাহলে সাবধান, আপনার খরচ করানোই পার্টনারের লক্ষ্য নয় তো? এমন মানুষকে অবিলম্বে বয়কট এবং বর্জন করুন।
ভালোবাসা আসলে পিটুইটারির খেলা, বোকারা বলে প্রেম -এই কথা বলে গেছেন গায়ক নচিকেতা। জীবন দর্শন থেকে অনুপ্রেরণা পেয়েই নিশ্চয়ই এমন গানের কথা লিখতে পেরেছেন শিল্পী। সবটাই হরমোনাল ফাংশন।
আরো পড়ুন – IIT : আইআইটি মানেই সেরার সেরা তালিকা, মেধাবীদের লিস্ট দেখলে চোখ কপালে উঠবে আপনারও
একটু চেষ্টা করে দেখুন যদি নিজের জীবনযাত্রার সঙ্গে মনের মানুষের জীবনযাত্রার ফারাক টাকে আলাদা করে না দেখে এক সুরে বেঁধে নেওয়া যায়। এটাই হচ্ছে সবথেকে বড় কথা। ধর্ম জাত আর্থিক অবস্থা সব পরে আগে মানুষ, তাই মানুষটিকে চিনুন। আর কোনও কারনে প্রেম ভেঙ্গে গেলে বুঝবেন সেটা ভালোর জন্যই ঘটেছে তাই বলে আপনার ভেঙে পড়ার কিছু নেই।