Facts about Crows: ‘কাক‘ শুভ সংকেত বহন করতে পারে সেটা কি আপনি জানেন? দুই শালিক পাখি দেখা শুভ বটে, কিন্তু কোন ‘কাক’ কখন দেখলে দিনটা ভালো যাবে জানেন কি?
পৃথিবীতে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের কুসংস্কার রয়েছে। সবসময়ই তর্ক করে সেই কুসংস্কার থেকে মুক্তি পাওয়া যায় না। কিন্তু যেটা হয় যুক্তিকে সামনে সাজিয়ে রাখলে অনেক ক্ষেত্রে বাস্তবটা তুলে ধরতে সুবিধা হয়। আজকে আমরা এমন একটা ঘটনার কথা বলব যেটা হয়তো অনেকেরই প্রচলিত বিশ্বাসের মধ্যে পড়ে।
ঝাড়ুদার ‘পাখি হিসেবে কাক‘ সকলেরই চেনা কিন্তু পোষ্য পাখি সে কখনোই নয়। কিন্তু এই ‘কাক’ যার গায়ের রং কালো এবং কার্যত গুরুত্ব দিয়ে দেখাই হয় না সেই কাক যে কতটা শুভ সংকেত বহন করতে পারে সেটা কি আপনি জানেন? চলুন এই বিষয়ে বিস্তারিত বলবো আজকে।
মাঝেমধ্যেই দেখা যায় ‘কাক‘ মাথার উপর ঠোকর দিয়ে চলে গেল। বেশ জোরেই লাগে এটা কিন্তু বলতেই হয়। কিন্তু আপনি কি জানেন এর মধ্যেও শুভ ইঙ্গিত লুকিয়ে আছে? সেটা অবশ্য মাথায় টোকা মারলে নয়। শরীরের কোন অংশ ছুঁয়ে যদি কাক বেরিয়ে যায় তাহলে সেটা শুভ বলে মানা হয়।
কিন্তু কাক যদি আপনার মাথা ছুঁয়ে যায় তাহলে সাবধান, আর্থিক অনটনে একেবারে জর্জরিত হয়ে পড়বেন আপনি, এমন সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। শুধুই কি তাই, এরকম অনেক জায়গা আছে যেখানে কাক বসে থাকলে সেটা অত্যন্ত পরিমাণে অশুভ বলে ধরা হয়।
বিশেষ করে বাড়ির ছাদে যদি কাক চেঁচামেচি করে মানে অনেক কাক কে একসঙ্গে কা কা করতে শোনা যায় তাহলে বুঝতে হবে সেই পরিবারের পারিবারিক কলহ অবশ্যই হবে। রাস্তায় যদি ‘কাক‘ কারোর মাথার উপরে মলত্যাগ করে তাহলে সেক্ষেত্রে সেই ব্যক্তির স্বাস্থ্যহানি হওয়ার আশঙ্কা থাকে। কাকে নানা রকমের কাজের মধ্যে দেখতে দেখতে শুভ সময় আসতে পারে আপনার জীবনে ।
যদি ‘কাক‘কে মুখে করে খাবার নিয়ে যেতে আপনি দেখতে পান তাহলে বুঝবেন আপনার জীবনে শুভ সময় আসছে। দুপুরের দিকে উত্তর বা পূর্ব দিক থেকে কাকের আওয়াজ শোনা দারুন সৌভাগ্যের সূচনার ইঙ্গিত বলে ধরা হয়। এটা অবশ্য অবশ্য শকুন শাস্ত্র মত আমরা এই সবের সত্যতা যাচাই করে দেখিনি।
আরো পড়ুন – আপনি কি নলকূপের জল পান করেন? গ্রীষ্মকালে ঠান্ডা এবং শীতকালে গরম জলের ম্যাজিক জানেন?
ধরুন আপনি রাস্তায় বেরোচ্ছেন আর কাককে জল খেতে দেখলেন তাহলে এটি আপনার জীবনে অর্থ লাভের ইঙ্গিত বহন করে। অনেক সময় মনে করা হয় সকাল ছয়টা থেকে নটার মধ্যে ‘কাক‘ যদি বাড়ির পূর্ব দিকে বসে তাহলে সেটা বাড়ির জন্য শুভ। সে ক্ষেত্রে ‘কাক‘ কে ওইদিকে মুখ করে ডাকতে হবে।
দক্ষিণ দিকে মুখ করে কাক ডাকলে ওই সময়ের মধ্যে , আপনি জীবনে সুখবর পাবেন বলে মনে করা হয়। সকাল ন’টা থেকে বারোটার মধ্যে কাক যদি পশ্চিম দিকে মুখ করে ডাকে তাহলে বুঝতে হবে আপনার শ্রী বৃদ্ধি হবে।
আরো পড়ুন – মহিলাদের স্বাবলম্বী হওয়ার প্রবণতা কি কমছে? পরবর্তী সময় কি আমাদের আরও পিছিয়ে দিল?
আবার দুপুর বারোটা থেকে দুপুর তিনটে পর্যন্ত পূর্ব দিকে কাক ডাকলে তখনই বুঝতে হবে শত্রুরা আপনার সর্বনাশ করার চেষ্টা করছে। কিন্তু এই একই দিকে ‘কাক‘ যদি দুপুর তিনটে থেকে সন্ধ্যা ছটার মধ্যে ডাকে তাহলে আপনার পোয়া বারো।
আরো পড়ুন – মনের কষ্ট ভোলাতে ‘মদ’ শরীরের শুধু নয় মনের জন্য কত ক্ষতিকারক জানেন?
তাহলে এবার থেকে যখনই রাস্তায় বেরোবেন কাক দেখলে নেহাত এড়িয়ে যাবেন না একটু পজিশন বুঝে আপনার ভাগ্যের অবস্থানটাও জেনে নেওয়ার চেষ্টা করুন। এই সবটাই বিভিন্ন মত থেকে পাওয়া ব্যাখ্যা। এর কোন সত্যতা আমরা যাচাই করিনি