Breaking Bharat: নিজের টাকা ব্যাংকের কাছে গচ্ছিত রাখতে চান? কিন্তু কীভাবে?
সারা মাস পরিশ্রম করা। মাসের শেষে পারিশ্রমিক বা স্যালারি পাওয়া। মাসিক খরচ শেষে,যদি কিছু বাঁচানো যায় তাহলে সেই যৎসামান্য ব্যাংকে রাখতে পারলে ভালো হয়, এমনটা মনে করেন বেশিরভাগ মানুষ। আসলে বছরের পর বছর ধরে ব্যাংক মানেই নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এ ভাবনা মনের মধ্যে বসে গেছে। তবে ব্যাংকে টাকা রাখতে অ্যাকাউন্ট খুলতে হবে । সেক্ষেত্রে যখন তখন টাকা তোলার জন্য সেভিংস অ্যাকাউন্টের দিকেই ঝোঁক বেশি মানুষের। তবে এর সুবিধা অসুবিধা দুটোই আছে। আজ তাই নিয়ে কথা।
ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট খোলার সুবিধা কী?
কয়েনের যেমন দুপিঠ থাকে, তেমনি কোন কাজ করলে তার ভালো-খারাপ সুবিধা-অসুবিধা দুটোই থাকে। এখন প্রথমত ব্যাংকের সেভিংস একাউন্ট খুললে নিরাপদে টাকা রাখতে পারবেন আপনি। একাউন্ট খুলতে খুব বেশী টাকার দরকার হয় না, আবার কিছু, কিছু, ক্ষেত্রে টাকা না দিয়েই একাউন্ট খোলার সুবিধা রয়েছে যেমন জিরো ব্যালেন্স একাউন্ট (facility of opening a savings bank account)।
সেভিংস একাউন্টের সাথে এটিএম কার্ড ইস্যু হয় ফলে ব্যাংকে গিয়ে টাকা তোলার ব্যাপারটা এড়ানো যায়। কাছাকাছি যে কোনো এটিএম থেকে টাকা তোলা যায় সহজেই । আর এখন টাকা জমাও দেওয়া যাবে সেখানেই। যে পরিমাণ টাকা দেবেন অর্থাৎ একাউন্টে রাখা টাকার উপরে সুদ হিসাবে কিছু বাড়তি টাকা পাওয়া যায়। তাই এতো সুবিধার কথা ভেবে টাকা রাখার কথা মাথায় এলে ব্যাংকের সেভিংস একাউন্ট (savings bank account) টি সবার আগে চোখের সামনে ভেসে ওঠে।
আরো পড়ুন- Buy Medicines : জিনিসপত্র কিনতে দরদাম, কিন্তু ওষুধ কিনতে দরদাম নয় কেন ?
ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট খোলার অসুবিধা কী?
এবার বলি অসুবিধার কথা। সেভিংস একাউন্টে ন্যূনতম টাকা রাখা দরকার যেটা না থাকলে আপনার একাউন্ট থেকে উল্টে টাকা কাটবে ব্যাংক। যখন-তখন টাকা তুলতে পারবেন কিন্তু যতবার খুশি নয়। নির্দিষ্ট হিসেবের বাইরে গেলে টাকা কাটবে ব্যাংক।
আরো পড়ুন- ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখেন? জানেন কি এটা সুস্থতার লক্ষণ নাকি অসুস্থতার?
সুদের হার পরিবর্তিত হয়, ফলে, একাউন্ট খোলার সময় যে সুদের হার লক্ষ্য করা গেছে, সেটা কমে ও যেতে পারে। তখন যেটা পাবেন ভেবেছিলেন সেটি মিলবে না। আরে যখন তখন টাকা তুলতে পারবেন এইটা মাথায় থাকলে দেখবেন, মাসের শেষে খরচটা বেড়েই গেছে। এবার ভেবে দেখুন, সিদ্ধান্ত নেওয়াটা অবশ্য আপনার ব্যক্তিগত ব্যাপার।