Breaking Bharat : ATM : মূল্যবৃদ্ধি ক্রমেই যে হারে বেড়ে চলেছে তাতে সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ। পেট্রল, ডিজেল, রান্নার গ্যাস তো আছেই, তার সঙ্গে ডিসেম্বর মাস থেকে বিভিন্ন সেক্টরে একগুচ্ছ নয়া নিয়ম চালু হওয়ায় নাভিশ্বাস উঠছে আমজনতার। ইতিমধ্যেই টেলিকমের ক্ষেত্রে একাধিক সংস্থা ট্যারিফ রেট প্রায় ২০ শতাংশ বাড়িয়ে দিয়েছে।
এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রেও অতিরিক্ত খরচ?
এছাড়া নতুন নিয়মের জেরে ইএমআই-এর ক্ষেত্রে অতিরিক্ত খরচের কথা জানিয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। অন্যদিকে পিএনবি-র সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রেও সুদের হার কমিয়েছে বলে মাথায় হাত গ্রাহকদের। এবার এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রেও অতিরিক্ত খরচ? এমনটাই ঘোষণা করল ব্যাঙ্কিং রেগুলেটর আরবিআই। একমাস বাদেই চালু হবে সেই নিয়ম।
এটিএম থেকে টাকা তোলার খরচ বাড়ার খবর নিয়ে বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছিল। দেশের সমস্ত ব্যাঙ্ক একযোগে খরচ বৃদ্ধির প্রস্তাব দিয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে। চলতি বছরের জুন মাসেই সেই প্রস্তাবে সিলমোহর দিয়েছিল আরবিআই। অবশেষে সেই অনুমোদনের ভিত্তিতে বাড়তে চলেছে এটিএম থেকে টাকা তোলার খরচ।
সূত্রের খবর, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India) যা জানিয়েছে, তাতে আগামী জানুয়ারি মাসের শুরু থেকেই লাগু হবে এই নয়া নিয়ম। এক্ষেত্রে গ্রাহকরা বিনামূল্যে কতবার এটিএম থেকে টাকা তুলতে পারবেন, তা নির্দিষ্ট করা হয়েছে। তার বেশিবার তুলতে গেলে কত টাকা অতিরিক্ত দিতে হবে গ্রাহককে, সেই বিষয়েও বলা হয়েছে।
এটিএম কার্ড ব্যবহার (Use of ATM card) করে বিনা খরচে টাকা তোলার ক্ষেত্রে এর আগেই একরকম নিয়ম চালু ছিল। সেখানে কোন গ্রাহক যদি নিজের ব্যাংকের এটিএম থেকে প্রতিমাসে পাঁচবার টাকা তোলেন, সেক্ষেত্রে কোনওরকম খরচ বহন করতে হতো না। অন্য ব্যাংকের এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রে এই সীমা মেট্রো শহরের ক্ষেত্রে আলাদা ছিল।
যদিও টাকা জমা বা অন্যান্য পরিষেবা সংক্রান্ত লেনদেনও এই আওতায় পড়ছে বলেই সূত্রের খবর। পুরনো নিয়ম অনুযায়ী, লেনদেনের ওই নির্দিষ্ট সীমা অতিক্রম করলেই পরবর্তী ট্রানজাকশন পিছু কুড়ি টাকা দিতে হতো গ্রাহককে। এবার সেই খরচ বেড়ে হতে চলেছে ২১ টাকা। শুধু তা-ই নয়, ওই রাশির সঙ্গে যুক্ত হবে জিএসটি-ও।
আরো পড়ুন- ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখেন? জানেন কি এটা সুস্থতার লক্ষণ নাকি অসুস্থতার?
সূত্রের খবর, নতুন নিয়ম অনুসারে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট হোল্ডাররা (Zero balance account holders) মাসে সর্বোচ্চ চারবার এটিএম এবং ব্যাংক থেকে বিনা খরচে টাকা তুলতে পারবেন। তবে তার বেশি বার লেনদেনের ক্ষেত্রে প্রতিবার ১৫ টাকা করে চার্জ দিতে হবে। তবে স্বস্তির খবর এই যে, নগদ লেনদেনের ক্ষেত্রে কোনওরকম অতিরিক্ত চার্জ দিতে হবে না গ্রাহককে। ১ লা জানুয়ারি, ২০২২ থেকেই এই নিয়ম চালু হচ্ছে।
আরো পড়ুন- Buy Medicines : জিনিসপত্র কিনতে দরদাম, কিন্তু ওষুধ কিনতে দরদাম নয় কেন ?
এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রে খরচ বৃদ্ধির নিয়ম লাগু হতে এখনও একমাস বাকি। তবে ডিসেম্বরের ১ তারিখ থেকে ব্যাঙ্কিং-সহ অন্যান্য ক্ষেত্রে বেড়েছে খরচ। ব্যাঙ্কিং সেক্টরে নতুন নিয়ম (New rules in banking sector) চালুর জেরে কিস্তির ক্ষেত্রে খরচ বৃদ্ধি, সেভিংস অ্যাকাউন্টে সুদের হার হ্রাসের মতো বেশ কিছু নিয়মও রয়েছে।
আরো পড়ুন- Stop Spam call: বারবার স্প্যাম কল আসছে ? কী ব্যবস্থা নিয়েছেন? জানেন কারা করছে এই কাজ?
এমনকী, ইপিএফও গ্রাহকদের জন্যও লক্ষ্য করা গেছে বড়সড় বদল। সব মিলিয়ে ১ ডিসেম্বর থেকে ব্যাংকিং, আর্থিক এবং অন্যান্য খাতে খরচ বৃদ্ধির নিয়ম চালু হয়েছে, তাতেই নয়া সংযোজন হতে চলেছে আগামী জানুয়ারি মাস থেকে।