Breaking Bharat: সংসার মানে শ্রমটাই কি সার? শরীরের টানেই সংসার? দুটি মন দুটি দেহ মিলে একটি সংসার (Family)। সেখান থেকে আরেকজন ,সেখান থেকে আরেক। এই ভাবে বড় হয়ে মহীরূহ । প্রজন্মের পর প্রজন্ম, যুগের পর যুগ এভাবেই এগিয়ে চলেছে। তাহলে কি শারীরিক চাহিদা পূরণের কারণেই সংসার করার তাগিদ? খুব প্রাসঙ্গিক এক প্রসঙ্গ আজকের প্রতিবেদনে রাখা হল আপনার জন্য (importance of family)।
যতদিন যাচ্ছে ক্রমাগত বিয়ে ব্যাপারটা থেকে বিশ্বাস উঠে যাচ্ছে তরুণ প্রজন্মের। তাদের ব্যস্ত জীবনশৈলী তে কোথায় যেন বিয়ে মানেই বাড়তি বোঝা হয়ে দাঁড়াচ্ছে। আর তখনই পরিবার লোকজন বোঝাচ্ছেন বিয়ের গুরুত্ব। সবার আগে সেখানে উঠে আছে বংশ এগিয়ে নিয়ে যাওয়ার কথা। আসলে এর সঙ্গে এক গভীর মনস্তত্ত্ব জড়িয়ে আছে। সামাজিকতার ঊর্ধ্বে গিয়ে বিয়ে মানে দুটি আত্মার মিলন (Marriage is the union of two souls)।
কিন্তু তা সমাজকে অস্বীকার করে নয়। আসলে সংসার একটা অভ্যেস, যা দুটো অচেনা বা স্বল্প চেনা মানুষের একসাথে থাকতে থাকতে গড়ে ওঠে, একে অপরের সাথে কথা বলতে বলতে, একে অপরকে সহ্য করতে করতে এই অভ্যেস গড়ে ওঠে। অনেকদিনের বন্ধু যখন স্বামী স্ত্রী হয়, তখন এই চরিত্রে নিজেদের নতুন করে আবিষ্কার করতে শুরু করেন তারা। সংসার করা সহজ, কিন্তু একটা সংসারকে প্রতি মুহূর্তে যাপন করা সহজ নয়। তাই না? (modern definition of family)
দুটো মানুষ একে অপরকে আঁকড়ে ধরে ৫০ – ৬০ বছর একসাথে এক ছাদের নিচে কাটাতে পারার নাম সংসার করা। দুজনের মধ্যেকার এক টান যা বাঁধনে বেঁধে রাখবে দুটি হৃদয়কে। আসলে সংসার যে কী আর কেন এর উত্তর সংসার না করলে মেলে না। সংসার মানে হলো একসাথে থাকতে থাকতে একে অপরের গায়ের গন্ধটা আত্মস্থ করে নেওয়া। বা বলা যেতে পারে সংসার মানে হল, বিপরীত লিঙ্গের মানুষটি সামনে এসে দাঁড়ালেই মানুষটার মনের ভেতর কি চলছে, সেটা বুঝে ফেলা (example of family)।
সংসার সন্তান উৎপাদনের শিখণ্ডী নয়। শুধুমাত্র শারীরিক সম্পর্ক তৈরি করার জন্য সংসার করা হয় না। সংসার মানে হলো ছেঁড়া বোতাম সেলাই করতে করতে নিজেদের ভেতর ভুল বোঝাবুঝি গুলো মাঝেমধ্যে সেলাই করে নেওয়া। তবে প্রেমের টানে শরীর আসবেই, তাতে সমস্যার কিছু নেই। আসলে সংসার মানে যে, এডজাস্টমেন্ট, তোমার আর আমারকে এক করে আমাদের হয়ে ওঠা (what is family and types of family)।
আরো পড়ুন- Tiger VS Lion : দুই মুখোমুখি প্রতিদ্বন্দ্বী বাঘ এবং সিংহ। কে বেশি শক্তিধর? কে দেবে উত্তর?
সংসার হল একটা প্রতিজ্ঞা, যার ভেতর মান, অভিমান, রাগ, ক্ষোভ, দুঃখ, ব্যথা সবই থাকবে, কিন্তু দিনের শেষে একে অপরের মুখের সামনে ভাতের থালা তুলে দেওয়ার প্রতিজ্ঞাটা একে অপরকে করতে হবে। কখনও বিরিয়ানী তো কখনও সিদ্ধ ভাত। হিংসা, রাগ, উন্মাদনা, পরিণত ভাবনা, ছেলেমানুষী, পাগলামি এই সব নিয়েই এগিয়ে চলা সংসার ভূমিতে।
আরো পড়ুন- Regret in life : জীবনে অন্তত আফসোস করে বাঁচবেন না! আপনার প্রাপ্য থেকে কেউ আপনাকে বঞ্চিত করবে না
সংসারে কেউ কারোর থেকে ছোট বা বড় হয় না, দুজনেই দুজনের পরিপূরক হয়, তাই সংসার করতে গেলে একে অপরকে সম্মান ও শ্রদ্ধা করা বড্ড জরুরি। বন্ধুত্ব আর সম্মান ছাড়া সম্পর্ক টেকে না, সংসার তো অসম্ভব। তাই চাওয়া পাওয়ার হিসেবের মাঝে আফসোসের যোগফল করাটা বাদ দিলে, সংসার দাম্পত্যের সবচেয়ে সুন্দর আশ্রয়। আর দুটি দেহের মিলন যে স্বর্গীয় এক সুখানুভূতি। এই সব নিয়েই তো এক দুই তিন করে এগিয়ে চলা।