Breaking Bharat: সবার হাতে প্রচুর টাকা, কেউ আর গরিব নয় (Everyone rich man)! এমন যদি হয়? হঠাৎ করে সবাই বড়লোক হলে কী হবে? স্বপ্নের পৃথিবী বলতে কী বোঝায়? এক পলকে যদি সবাই সমান হয়ে যায়, অভাব ভ্যানিশ হয়ে যায় পৃথিবী থেকে, তবে?
যে প্রশ্ন চিহ্ন ছিল শুরুতেই তার উত্তর খুঁজতে গিয়েও প্রশ্নই করতে হবে, যে এমনটা হবে কবে? বুঝতে পারলেন না তো? আসলে এই পৃথিবীর সবচেয়ে বড় সমস্যা তো টাকা। যদি সেটাই মুছে যায়, তাহলে সময় সোহাগা! এত পরিশ্রম কষ্ট তা তো ওই মোক্ষম কেষ্ট লাভের আশায়। তাই সেটাই যদি ঠিক ঠাক মতো হয়ে যায় তাহলে দু হাত তুলে নাচা যায় কি বলেন?
চারপাশে এত রাশি রাশি টাকা দেখে মন টা খারাপ লাগছে না? মনে হচ্ছে তো এই পরিমান টাকা আছে আমাদের রাজ্যে অথচ, ১টাকা ২টাকার জন্য দুধের শিশু নিয়ে মা কে রাস্তায় বসতে হয়। বাবার চিকিৎসার খরচ জোগাড় করতে মেয়েকে শরীর বেচতে হয়, ছেলে কে বেছে নিতে হয় আত্মহত্যার পথ।
তাই এই সমস্যার যদি সর্বোপরি সমাধান হয়ে যায়, তাহলে আর কোন চিন্তাই থাকবে না পৃথিবীর বুকে। তবে আমরা যা ভাবি সেটা কি সব সময় বাস্তবে ঘটে? যেহেতু অভাব থাকবে না তাই স্বভাবে বিস্তার পরিবর্তন আসবে তাই না? একটা ছবি দেখার চেষ্টা করি চলুন তো যেখানে অভাবহীন পৃথিবীর স্বভাব বৈশিষ্ট্য নিয়ে আন্দাজ মিলবে।
ধরুন এমন এক পৃথিবী যেখানে বড় লোক বা গরীব লোক বলে কেউ নেই। সবাই সমান। তাতে কিন্তু অনেক সমস্যা বাড়বে। কারণ বড়লোক যদি গরীবের ওপর দাপট না দেখাতে পারে তাহলে তারা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়বে। সেক্ষেত্রে আরো এক বড় সমস্যা এই সমাজে ঘনিয়ে আসবে।
জগতে সবকিছুই তো হয় টাকার জন্য। যদি সবার কাছে টাকা থাকে তাহলে কেউ কারোর থেকে কিছু চাইবে না। সবার সবকিছু সমান সমান থাকবে। ফলে কেউ নিজেকে সেরা বলতে পারবে না। প্রতিযোগিতা না থাকলে জীবনটা ম্যার ম্যারে। কাউকে হারাতে না পারলে জেতার আনন্দ বুঝবেন কি করে?
ট্রাফিক জ্যামে রাস্তায় চলা মুশকিল হবে। বাস টাসে কেউ চড়বে না। কেনই বা চড়বে ? সবার দুটো তিনটে করে ইয়াআআআ গাট্টা গাট্টা প্রচুর তেল খেঁকো গাড়ী থাকবে ঐ লিমোজিন টিমোজিন আরকি। এত সব বড়লোকের পাল্লায় পড়ে পৃথিবীর তেল হয়ে যাবে খতম আর সাথে সাথে সারা বিশ্বে নেমে আসবে শান্তি।
নো তেল ..নো যুদ্ধ । আসলে চিরকাল পৃথিবীতে ধনী গরীবকে শোষণ করে এসেছে। এখন সমাজে সবার অবস্থান যদি এক হয় তাহলে তো কেউ কারোর বস হতে পারবেনা। ভেবে দেখুন আপনি এবং আমি যদি একই জায়গায় দাঁড়িয়ে থাকি তাহলে একে অন্যের কথা কি শুনবো?
বলতো সমাজের ভারসাম্য ভেঙে যাবে। সবাই প্রচুর খাবার জল এইসবে নিজেদের ভরিয়ে রাখতে চাইবে। কিন্তু এত প্রাকৃতিক যোগান কই? সবাই মালিক হবে, শ্রমিক থাকবে না কে কাকে দিয়ে কাজ করাবে? আর কে করবে? এই নিয়ে একটা বড় ধোঁয়াশা তৈরি হবে।পৃথিবীতে খালি জায়গা আর থাকবে না।
আরো পড়ুন- Ghost : তাহলে কি সত্যিই অশরীরীরা ঘুরে বেড়াচ্ছে আমাদেরই চারপাশে?
সবাই একটা করে রাজপ্রাসাদ বানিয়ে ফেলবে নয়তো ফ্যাক্টরি, মিল চালু করবে। ইকোনমিক স্ট্যাবিলিটি থাকার জন্য শেয়ার মার্কেট লাফানো ঝাঁপানো কাঁপানো বন্ধ করে দেবে। সবাই যদি ভালো থাকে ভালো খাবার খায় চিন্তা মুক্ত হয় স্বভাবতই আয়ু বাড়বে। তাই মানুষ প্রায় অমরত্বের দিকে এগিয়ে যাবে। কোথাও কোন সমস্যা তৈরি তো দূরের কথা সমস্যা শুরুর আভাসটুকুও মিলবে না জানেন এতে কিছু মজার ঘটনা ঘটতে পারে।
এই পৃথিবীতে যদি অভাব বলে কোন বস্তু না থাকে তাহলে তো সবাই বড়লোক সবার নিজের গাড়ি নিজের গাড়ি। বিরল কিছু দৃশ্য দেখতে পাবেন আপনি আর আম্বানি পাশাপাশি গাড়ি চালিয়ে যাচ্ছেন, কারোর ড্রাইভার নেই কারণ ড্রাইভার রা কোটিপতি হয়ে যাওয়ায় আর ড্রাইভারি করেনা।
আরো পড়ুন- My childhood : ফিরিয়ে দাও আমার সেই ছোটবেলা! ফেলে আসা দিন আর মুহূর্তরা কখনো কি ফের দেবে ধরা?
বেশ কিছু মানবিক গুণের অস্তিত্ব সংকট দেখা দেবে, এই ধরুন, দয়া , মায়া, দান,সহমর্মিতা ইত্যাদি। কাউকে কিছু টাকা দিয়ে সাহায্য করার ইচ্ছা থাকবে, কিন্তু কাকে দেবেন ? রাস্তায় একবার বেরোলে কখন বাড়ি ফিরবেন নিশ্চয়তা নেই, কারণ ট্রাফিক জ্যাম , সবার ই গাড়ি আছে কিনা।
আরো পড়ুন- online Shopping : কেনাকাটার ক্ষেত্রে অনলাইনেই শপিং? কিন্তু রিভিউ ছাড়া জিনিস কিনলে ঘোর বিপদ!
প্রচুর প্রচুর জিনিস পাবেন কিন্তু খরচ করতে পারবেন না ফলে জমা হতে থাকা অর্থের পরিমাণটা বাড়বে, মানে টাকার পাহাড় তৈরি হবে। সম্পত্তির বাহার সম্পদের পাহাড়। খাবার অবশ্য পাহাড় প্রমাণ তৈরি হবে না নষ্ট হয়ে যাবে সেখানেও সমস্যা। আর সবার হাতেই যদি প্রচুর টাকা থাকে তাহলে সেই টাকাগুলো সবাই খরচ করবেন কি করে?
আরো পড়ুন- shampoo: রোজ রোজ শ্যাম্পু করেন? অজান্তেই চুলের ক্ষতি করছেন না তো?
মানে টাকা রোল হওয়ার বিষয়টা তো থাকবে না, সেখানেও সমাধান। টাকা আছে মানেই অসুস্থ শরীরের জন্য দ্রুত সুস্থতার ট্যাবলেট তা সে যত দামি হোক না কেন কিছুই যায় আসে না। তবে রাজনীতি একটু বিপদে পড়বে। সমস্ত সরকারি দরিদ্রকল্যাণমূলক প্রকল্প উঠে যাবে। রাজনীতি থাকবে কিন্তু রাজনৈতিক ইস্যুর অভাব দেখা দেবে।
টাকা আর রাজনীতি কেন জানিনা ইদানিংকালে একেবারে হাত ধরাধরি করে চলছে। আগেও ছিল এখন চোখের সামনে স্পষ্ট। এই আজ রাতে, ঘুমোতে যাওয়ার সময় এই দৃশ্যটা কল্পনা করুন যে পৃথিবীতে অভাব নেই।