কন্যাসন্তানের ভবিষ্যৎ সুনিশ্চিত করুন, মাত্র এক টাকা করে বিনিয়োগে আপনার কন্যাসন্তান হতে পারে লাখপতি। সন্তানের ভবিষ্যৎ সুনিশ্চিত করতে দুর্দান্ত প্রকল্প চালু করেছে কেন্দ্র সরকার।
Breaking Bharat: সন্তানের ভবিষ্যৎ নিয়ে বাবা মায়ের দুশ্চিন্তার শেষ নেই। এমনিতেই গত দেড় বছর ধরে দেশ জুড়ে ডামাডোল পরিস্থিতি। অর্থনৈতিক নিশ্চয়তার অভাবে ধুঁকছে অধিকাংশ মানুষ। এই পরিস্থিতিতে সন্তানের ভবিষ্যৎ নিয়ে ভাবনা যেন আরও কয়েকগুণ বাড়িয়ে তুলেছে। তবে এই অবস্থা সামাল দেওয়ার সুযোগও রয়েছে দেশবাসীর কাছে। বিশেষত কন্যাসন্তানের ভবিষ্যতের কথা মাথায় রেখে নরেন্দ্র মোদী সরকার এনেছে একটি যোজনা।
‘বেটি বাঁচাও বেটি পড়াও’ প্রকল্পের অন্তর্গত সেই যোজনাটির নাম এসএসওয়াই বা সুকন্যা সমৃদ্ধি যোজনা (Sukanya Samriddhi Yojana)। এই যোজনার সুবিধা নিলে কন্যাসন্তানের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা কিছুটা হলেও কমবে। কারণ দৈনিক একটাকা করে বিনিয়োগ করেও লাখপতি হওয়ার সুযোগ দিচ্ছে কেন্দ্র সরকার। অর্থাৎ কন্যা সন্তানের সুরক্ষিত ভবিষ্যতের জন্য এই স্কিমে টাকা জমা করা যাবে।
আরো পড়ুন- LPG Customers : এলপিজি-র ভর্তুকির টাকা এবার সরাসরি অ্যাকাউন্টে,মোবাইলেই চেক করতে পারবেন গ্রাহকরা
কেন্দ্রের এই যোজনার সুবিধা পেতে গেলে, কী করতে হবে আপনাকে? এক্ষেত্রে বলে রাখা ভাল, বছর পিছু কিছু টাকা করে দিলেই এই যোজনার সুবিধা নেওয়ার প্রাথমিক শর্ত পূরণ হবে। এর ফলে সঞ্চয়ের ভিত্তিতে কমপক্ষে একলক্ষ টাকা তো পাবেনই। যদি জমা করা রাশি কিছুটা বাড়াতে পারেন, তাহলে ১৫ লক্ষেরও বেশি টাকা সঞ্চয় করতে পারবেন আপনার কন্যাসন্তানের নামে। এক্ষেত্রে সুদের হারও বেশ লোভনীয়। তাছাড়া আয়করের ক্ষেত্রেও বেশ কিছু ছাড় পাওয়া যায়, এই যোজনার অন্তর্ভুক্ত হলে।
এই যোজনার সুবিধা নিতে গেলে বছরে মাত্র ২৫০ টাকা জমা করতে হবে আপনাকে। অর্থাৎ দৈনিক হিসেবে একটাকারও কম জমালেই এই সুবিধা আপনি নিতে পারবেন। যেহেতু এক্ষেত্রে ৭.৬ শতাংশ সুদের হার, তা অনান্য অর্থনৈতিক প্রতিষ্ঠানের নিরিখে বেশি। তবে ন্যূনতম ২৫০ টাকা দিয়ে অ্যাকাউন্ট খোলা যাবে বৈকি, তবে গ্রাহক চাইলে বছরে সর্বোচ্চ দেড় লক্ষ টাকা জমা করতে পারবেন গ্রাহকরা।
আরো পড়ুন- ভারত সরকারের দেওয়া ‘দ্রোণাচার্য’ অ্যাওয়ার্ড পেলেন বিখ্যাত সাঁতার প্রশিক্ষক
বছর কিছু দেড় লক্ষ টাকা জমা করার সাধ্য হয়তো অনেকেরই নেই। সেক্ষেত্রে মাসে তিন হাজার বা বছরে ৩৬ হাজার টাকা রাখতে পারলেও ২১ বছর পর ম্যাচুরিটির সময় ১৫ লক্ষের বেশি টাকা পেতে পারেন।তিনিহাজার টাকা করর জমালে ১৪ বছর শেষে চক্রবৃদ্ধি সুদের জেরে ৯,১১,৫৭৪ টাকা এবং একইভাবে ২১ বছরের মেয়াদ গ্রহণ করেন তাহলে সেক্ষেত্রে মেয়াদপূর্তিতে ১৫,২২,২১ লক্ষ টাকা পেতে পারেন আপনার কন্যাসন্তান। তাহলে আর দেরি কেন, অবিলম্বে সুকন্যা সমৃদ্ধি যোজনার আওতায় আনুন আপনার কন্যাসন্তানকে। সুরক্ষিত করুন তাঁর ভবিষ্যৎ।