Breaking Bharat : পশ্চিমবঙ্গের নির্বাচনে লাল শিবিরের (CPIM) লজ্জাজনক ফল নিয়ে কর্মী-সমর্থকদের একাংশের মধ্যেই জোটের বিরোধিতা করতে শোনা গেছে। তবে বিধানসভার ফলাফলের পর রণকৌশল ও দলের নেতৃত্বে বদল এনেছে সিপিআইএম। এবার বেনজির সিদ্ধান্তের কথা জানাল সিপিআইএম কেন্দ্রীয় কমিটি। এর আগে চিকিৎসা সংক্রান্ত ক্ষেত্রে এবং ‘শহিদ’ পরিবারের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার রেওয়াজ লাল শিবিরে থাকলেও এবার কর্মীদের কথা ভেবে পেনশন চালুর ঘোষণা করেছে তারা।
রাজনৈতিক কারণে তহবিল গড়ার ক্ষেত্রে আগাগোড়াই ভাল সাড়া পাওয়া যায় দক্ষিণের রাজ্যগুলিতে। কিছুদিন আগেও তার নজির চোখে পড়েছে। ত্রিপুরায় বিজেপি-র আক্রমণে ক্ষতিগ্রস্ত সিপিএমের দফতর ও কর্মীদের সাহায্যের ক্ষেত্রে অনেক বামমনস্ক মানুষই এগিয়ে এসেছিলেন। দলের আর্থিক সংগ্রহের ডাকে বিপুলভাবে সাড়া দিয়েছিলেন তাঁরা।
সূত্রের খবর, শুধুমাত্র কেরলেই এক দিনে ৬ কোটি টাকারও বেশি চাঁদা উঠেছিল! জনগণের এহেন সাড়া পেয়ে এ বার জেলায় জেলায় দলের অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য পেনশনের ব্যবস্থাও করা যাবে বলে আশাবাদী পিনারাই বিজয়ন, এ বিজয়রাঘবনেরা। তবে এই পদক্ষেপ সফল হলে, তা যে কোনও রাজনৈতিক দলের ক্ষেত্রে নিঃসন্দেহে বেনজির হতে চলেছে, তা বলা বাহুল্য।
আরো পড়ুন- Avoid these people: এই ধরনের মানুষদের কখনো পাত্তা দেওয়া উচিত নয়, কেন জানেন ?
তবে পেনশনের রাশি কী হবে, তা নিয়ে এখনও নির্দিষ্ট কিছু জানায়নি কেন্দ্রীয় নেতৃত্ব। এমনকী, রাজ্য বিশেষে তা ভিন্ন হবে বলেই জানিয়েছে তারা। এই বৈষম্যের কারণ হিসেবে তারা জানিয়েছে, যে রাজ্যে দলের আয়ের সংস্থান যেমন, সেই অনুযায়ীই ধার্য করা হবে পেনশনের রাশি। মূলত‘প্রাক্তন’দের পাশে দাঁড়ানোর জন্যই এই বন্দোবস্ত।
আরো পড়ুন- দাম্পত্য জীবনে খুঁটিনাটি বিষয়ে ঝগড়া লেগেই থাকে, তা না হলে কি দাম্পত্য জমে?
আরো পড়ুন- Use of Mirrors: নিজের মুখ আর রূপ দেখার জন্যই কি আয়না? যদি আয়না না থাকতো, তাহলে?
দলের কেন্দ্রীয় কমিটির এক সদস্য বলেছেন, ‘সব রাজ্যের পরিস্থিতি সমান নয়। অবসরপ্রাপ্তদের আর্থিক সহায়তার ভাবনা কেন্দ্রীয় স্তর থেকেই হচ্ছে। তবে বয়স-নীতি মেনে কমিটি থেকে সরে দাঁড়ালেও তাঁদের মধ্যে যাঁরা এখনও সক্ষম, তাঁদের দলের কাজে যুক্ত রাখাটাও সেই সঙ্গে জরুরি। তাতে পুরনো নেতা-কর্মীদের মানসিক ভাবে ভাল থাকতে সুবিধা হবে।’
আরো পড়ুন- Tea shop: বাঙালি মানেই আড্ডা,হুল্লোড়, তবে চায়ের দোকানে আড্ডা স্পেশাল, কেন জানেন?
বাংলার নির্বাচনে ভরাডুবি নিয়ে আলিমুদ্দিনের তরফে নয়া রণকৌশলের কথা শোনা গেছে। ধার্য করা হয় বয়সসীমা। রাজ্য, জেলা ও এরিয়া কমিটির ক্ষেত্রে বয়সের সময়সীমাও নির্দিষ্ট করে দিতে শোনা গেছে। এবার কি তাহলে পেনশন চালুর সিদ্ধান্ত নেবে আলিমুদ্দিন? যদিও এই বিষয়ে এই রাজ্যের সিপিআইএম নেতৃত্ব কিছুই জানায়নি। তবে কেরলের সিপিআইএম নেতৃত্বের পক্ষ থেকে নেওয়া হয়েছে সেই সিদ্ধান্ত। সূত্রের খবর, কেরলের প্রত্যেক জেলা কমিটিকে ইতিমধ্যেই এই খাতে তহবিল গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে।