Breaking Bharat: মাত্র 7 পয়সায় এক কিলোমিটার দৌড়ে যাবে এই ই-বাইক? এক চার্জে ৪০ কিমি? মানে একবার চার্জ দিলেই ৪০ কিমি অনায়াসে যাওয়া যাবে। EMotorad X2- আজ এই সম্পর্কিত তথ্যই আপনাকে দেব আমাদের প্রতিবেদনে।
পেট্রোল এবং ডিজেলের দাম যত বাড়ছে ততই মানুষের ইলেকট্রিক গাড়ির দিকে আগ্রহ বাড়ছে। পকেট ফ্রেন্ডলি রাইড প্রত্যেকেই খোঁজেন। আজ এই কারণের জন্যই ইলেকট্রিক বাইকের বাজার ক্রমশ বৃহত্তর হচ্ছে। মানে ধরুন চার চাকা নিয়ে ছোটখাটো রাস্তায় যাওয়াটা একটু সমস্যার।
আর ঠিক এই ব্যাপারটা কি মাথায় রেখে সরু গলি থেকে চওড়া রাস্তা যে কোন জায়গায় নিয়ে যাওয়া যায় এমন হালকা ওজনের ই-বাইক লঞ্চ করে চলেছে বিভিন্ন সংস্থা। আজকের প্রতিবেদনে আমরা যার নাম করব তার সামনে টাটাও অনেক মূল্যবান মনে হবে আপনার। মানে সস্তায় আপনার পছন্দের রাইড পাওয়ার এর থেকে ভালো অপশন সত্যিই হয় না।
একবার চার্জ দিলেই ৪০ কিমি অনায়াসে যাওয়া যাবে। EMotorad X2- আজ এই সম্পর্কিত তথ্যই আপনাকে দেব আমাদের প্রতিবেদনে।
মাত্র 7 পয়সায় এক কিলোমিটার EMotorad X2:
ইলেকট্রিক বাইকের যে একটা বড় বাজার তৈরি হয়েছে সেই ক্ষেত্রে অন্যতম নাম হিরো সাইকেল এবং টাটা স্ট্রাইডার। তবে আপনি জানলে হয়তো অবাক হবেন যে এই দুই সংস্থাকেই টক্কর দিচ্ছে EMotorad। মাত্র সাত পয়সায় এক কিলোমিটার যাবে কথাটা শুনলেই কিরকম যেন অবিশ্বাস্য মনে হয়।
এটুকুই নয় রয়েছে আরও বিকল্প। আপনি কি জানেন এই সংস্থার ই-বাইক X2-তে রয়েছে একগুচ্ছ ফিচার্স? সংস্থার দাবি, ট্রাফিক ফাঁকি দিয়ে শহুরে এলাকার মধ্যে যাতায়াতের জন্য যেকোনো বয়সের মানুষ এই দু চাকা বেছে নিতে পারেন। আর এই ই-বাইকের হ্যান্ডলিংও খুব সহজ।
স্কুটার-বাইকের মতোই এতেও রয়েছে পুশ বাটন স্টার্ট। মানে আপনাকে কিক করতে হবে না ক্লিক করলেই হবে। তাহলে চলুন দেরি না করে এক নজরে EMotorad X2 এর ফিচার্স সম্পর্কে জেনে নেওয়া যাক।
EMotorad X2 এর ফিচার্স:
সংস্থার তরফে বলা হয়েছে যে এতে রয়েছে ৭.৬৫AH লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক যা ফুল চার্জে রেঞ্জ দিতে পারে প্রায় ৪০কিলোমিটার। রয়েছে 36V 250W মোটর। ই-বাইকের সর্বোচ্চ গতি ঘন্টায় ২৫ কিমি। সুরক্ষার বিষয়টি মাথায় রেখে দু চাকাতেই রয়েছে ডিস্ক ব্রেক এবং অটো কাট-অফ।
আরো পড়ুন – বর্ষা শুরু হতে না হতেই সর্দি কাশির সমস্যা? ঘরোয়া টোটকা ব্যবহার করে সমাধান পেতে চান?
সিটি রাইডিংয়ের পাশাপাশি অফ-রোড রাইডিং যাতে করা যায় তার জন্য কোম্পানী এই মডেলে ১০০ মিলিমিটার সাসপেনশন রেখেছে। ব্যাটারি চার্জ হতে মাত্র তিন থেকে চার ঘন্টা নেয়। আর সব থেকে বড় ব্যাপার হলো রাইডিং সংক্রান্ত নানা তথ্য দেখার জন্য P9 LCD ডিসপ্লে ফিচারস রাখা হয়েছে।
আরো পড়ুন – ৩৫ বছর বয়স কি দুঃসহ নাকি অভিশপ্ত? কেন এই বয়সে পৌঁছলেই চাকরি চলে যায়?
আর এই ই-বাইকের সঙ্গে মিলবে 2A চার্জার। জানিয়ে রাখা ভালো যে প্যাডেলিক মোড রেঞ্জ ৪০ কিমি থাকলেও থ্রটেল মোডে রেঞ্জ মিলবে ৩০ কিলোমিটার। এছাড়া ফ্রন্ট লাইট এবং হর্ন অপশনাল হিসেবে আছে ফলে গ্রাহকরা চাইলে নিতেও পারে। এই ই-বাইক চালানোর জন্য কোনও লাইসেন্স বা রেজিস্ট্রেশন দরকার পড়বে না।
আরো পড়ুন – কেন চর্চায় ‘রকেট-মানবী’ ঋতু কারিধাল! চন্দ্রযান ৩- এর সফল উৎক্ষেপণ, নেপথ্যে আছে নারী শক্তির হাত?
এবার একটু দামের দিকে চোখ দেওয়া যাক। এতক্ষণ ধরে যাকে নিয়ে আলোচনা হচ্ছে সেই EMotorad X2 এর দাম রাখা হয়েছে মাত্র ২৭ হাজার ৯৯৯ টাকা টাকা। ফিউরিয়াস রেড এবং সি গ্রিন ভার্সনে আপনি পেয়ে যাবেন। তাহলে ভেবে দেখুন অন্য কেউ আছে যে আপনাকে এই দামে এই ফিচারস এর বাইক দিতে পারবে?