Breaking Bharat: মোবাইল ‘ফোনে ইমার্জেন্সি মোড’-এর কাজ কী? কীভাবে কাজ করে এই ইমারজেন্সি মোড? মোবাইল ফোনের ফিচার সম্পর্কে জ্ঞান আছে ? তাহলে ইমার্জেন্সি মোড কী জানা আছে?
আজকের যুগে স্মার্ট ফোন না থাকলে আমরা অচল। এক পা এগোতে পারিনা ফোন ছাড়া। কিন্তু যে ফোন আপনার সাথে আছে আপনি কি তার ফিচার সম্পর্কে অবগত? যদি না থাকেন তাহলে ভালো করে নিজের ফোন সম্পর্কে জেনে নিন। কারণ বিপদে-আপদে এই ফোন অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে থাকে।
‘মোবাইল ফোনে ইমার্জেন্সি মোড’-এর কাজ কী?
আজকে আমরা কথা বলছি ‘ইমার্জেন্সি মোড‘ নিয়ে। ইমারজেন্সি একটা টেনশন বা ভয় কাজ করে। জানেন কি প্রতি মোবাইল ফোনে ইমার্জেন্সি মোড বলে (Mobile Phone Emergency mode) বিশেষ ধরনের ফিচার থাকে। এটা কে অন করে রাখা উচিত। এবার আপনি বলবেন ,মোবাইল ফোনে ইমার্জেন্সি মোড-এর কাজ কী (Emergency mode android)?
দেখুন ইমারজেন্সি মোড হচ্ছে আপনার ফোন যদি পাসওয়ার্ড দ্বারা লক করা থাকে তাহলে আপনি যদি কোনও দুর্ঘটনার মুখোমুখি হন, আর আপনি ফোন ব্যবহার করতে পারছেন না, তাহলে সেই সময় অন্য কেউ আপনার ফোন কেউ ব্যবহার করে অন্তত বাড়ির লোককে খবর দিতে পারবেন (Android phone in emergency mode)।
আরো পড়ুন- Blood donation rules: রক্ত দান জীবন দান, মহৎ কাজ করার পর কী করবেন, জানেন?
আরো পড়ুন- Puffed rice benefits: মুড়ি খেতে ভালোবাসেন? মুড়িতে রয়েছে একাধিক উপকারী গুণ, জানেন ?
কীভাবে কাজ করে এই ইমারজেন্সি মোড?
দেখুন লক স্ক্রীন থাকলেও পাওয়ার বটন একটু ধরে থাকলে ‘ইমারজেন্সি মোড (Emergency mode)’ অন হয়ে যাবে। আপনাকে আগে থেকে ইমারজেন্সি মোডে গিয়ে আপনার ব্যক্তিগত তথ্য মানে প্রয়োজনের সময় যা কাজে লাগবে তা দিয়ে রাখবেন। আপনার ঠিকানা, পরিবারের কারোর ফোন নাম্বার এই সব। যাতে আপনার বিপদে অচেনা কেউ আপনার প্রিয়জনকে খবর দিতে পারেন বা পুলিশ এই কাজটা করতে পারেন।
আরো পড়ুন- Cold water is harmful : জলই জীবন , কিন্তু ঠান্ডা জল কি কোনও রোগের কারণ?
এই অপশন কিন্তু খুবই উপকারী এবং বেশ জনপ্রিয়। অনেকেই এটা ব্যবহার করেন,আর অনেকেই করেন না। কখনই চাইব না আপনার কোনও বিপদ হোক কিন্তু ভবিষ্যত তো অজানা তাই এই কিছু কিছু বিষয় যদি ব্যবহারিক জীবনে প্রয়োগ করেন,তাহলে কিছুটা হলেও নিশ্চিন্তে থাকতে পারবেন।