Breaking Bhara: রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ (Russia-Ukraine war) পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। একদিকে আগ্রাসী মনোভাবের জন্য রাশিয়াকে কাঠগড়ায় তুলেছে বিশ্বের তাবড় তাবড় দেশ, অন্যদিকে ইউক্রেনের (Ukraine) হাতে হাত মেলাতেও দেখা গেছে বহু দেশকে। সব মিলিয়ে উত্তপ্ত পরিস্থিতি। যুদ্ধের জেরে বন্ধ হয়েছে ইন্টারনেট পরিষেবাও (Internet service)।
ঠিক এই সঙ্কটেই পরিত্রাতার ভূমিকায় দেখা গেল স্টারলিংকের (Starlink) প্রধান ইলন মাস্ককে। ইন্টারনেট বিচ্ছিন্ন ইউক্রেনে ইন্টারনেট পরিষেবা (Internet service in Ukraine) চালুর সিদ্ধান্ত নিলেন ইলন মাস্ক, সংবাদসূত্রে এমনটাই জানা গেছে।
ইউক্রেনকে পর্যুদস্ত করার জন্য উঠে পড়ে লেগেছে রাশিয়া (Russia)। একের পর এক হামলার সাক্ষী গোটা বিশ্ববাসী। সাইবার অ্যাটাকের ঘটনাও ঘটেছে বলে একাধিক সংবাদ সংস্থা দাবি করেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের দৌলতে জানা গেছে, মোবাইল নেটওয়ার্ক (Mobile network) সহ একাধিক সাইবার সংক্রান্ত মাধ্যমে হামলা চালাচ্ছে রাশিয়া। বাদ পড়েনি ইউক্রেনের গুরুত্বপূর্ণ একাধিক ওয়েবসাইটও।
বিভিন্ন সাইবার সিকিউরিটি সংস্থা এই হামলার নেপথ্যে রাশিয়া রয়েছে বলে জানিয়েছে। ইউক্রেনের বিভিন্ন এলাকায় বিচ্ছিন্ন হয়েছে ইন্টারনেট পরিষেবাও। প্রযুক্তিগত দিক থেকে পুরোপুরি ধরাশায়ী করতে চাইছে রাশিয়া। আর তার জেরেই ইউক্রেনের পরিস্থিতি ক্রমেই সঙ্কটজনক হয়ে উঠেছে।
Ukraine-Russia : যুদ্ধ হলে কার লাভ,কার ক্ষতি? কী নিয়ে দুই দেশের মধ্যে লড়াই?
তবে এই পরিস্থিতি মোকাবিলায়, বিশেষত ইন্টারনেট পরিষেবা ফিরিয়ে দিতে এবার মাঠে নামছেন ইলন মাস্ক (Elon Musk)। স্টারলিংক যে এই পরিস্থিতিতে ইন্টারনেট পরিষেবা দিয়ে ইউক্রেনের পাশে রয়েছে, সেই কথা সম্প্রতি টুইট করে জানিয়েছেন খোদ ইলন মাস্ক। শনিবারের সেই টুইটে কিছুটা হলেও স্বস্তিতে ইউক্রেন, এমনটাই মনে করছে বিশেষজ্ঞ মহল।
ইউক্রেনে স্যাটেলাইট পরিষেবা (Satellite service) চালু রাখার জন্য সমস্তরকম চেষ্টা করবে স্টারলিংক, এমনই আশ্বাস পাওয়া গেছে। শুরু হয়েছে সেই অনুসারে যাবতীয় পদক্ষেপ করার কাজও।
আরো পড়ুন- Unemployed life : টো টো করে ঘুরে বেড়ানো! বেকার জীবন, কোনও কাজ নেই, তাহলে লোকে কি বলবে?
শনিবারের সেই টুইটে ইলন মাস্ক লিখেছেন, ‘ইউক্রেনে Starlink পরিষেবা চালু করা হয়েছে। অনেক টার্মিনালস এনরুট করা হচ্ছে।’ যদিও সংবাদসূত্রে জানা গেছে, নিজে থেকে সাহায্যের কথা বলেননি ইলন মাস্ক। ফেব্রুয়ারি মাসের ২৬ তারিখ ইউক্রেন সরকারের তরফে ইলন মাস্ককে ট্যাগ করে সাহায্য চেয়ে একটি টুইট করা হয়েছিল। সেখানে স্পষ্ট বলা হয়েছিল, ইউক্রেনবাসীর আশঙ্কার কথা। আর সেই সঙ্কট থেকে মুক্তির জন্য স্টারলিঙ্ক যাতে স্টেশন তৈরি করে ইন্টারনেট পরিষেবা চালু করে, সেই অনুরোধ জানানো হয়েছিল।
আরো পড়ুন- Museum : জাদুঘর বা মিউজিয়াম সবার প্রিয়, কিন্তু জাদু ঘরে ছবি তুলতে দেয় না কেন?
ইউক্রেনে রাশিয়ার আক্রমণের শুরু থেকেই ইন্টারনেট নিয়ে নানা সমস্যা দেখা দিয়েছিল। সংবাদসূত্রে জানা গেছে, এর ফলে ইউক্রেনের গ্রামীণ এলাকায় বাসিন্দারা একপ্রকার যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন। তাই তাঁদের বিষয়ে কোনও সঠিক তথ্যই পাওয়া যাচ্ছে না।
আরো পড়ুন- Buy Cycle : আমি সাইকেল কিনতে চাই ! কিন্তু সাইকেলের চাকার হাওয়া নিয়ে যত সমস্যা ?
ইউক্রেনের তরফে সেই সাহায্যের ডাকে সাড়া দিয়েই শনিবার ইলন মাস্ক তাঁর সম্মতির কথা জানিয়েছেন। ইউক্রেনের এই সঙ্কটে স্টারলিংকের পাশে থাকাকে সাধুবাদ জানিয়েছেন নেটদুনিয়ার অধিকাংশই।