Edward Nino Hernandez : ১০ বছরে ১.৮ সেন্টিমিটার বেড়েছে এই মানুষটির! কে সে? মানুষ তার স্বাভাবিক প্রবৃত্তি নিয়েই ছোট থেকে বড় হয়। শুধুমাত্র বয়স বাড়ে তা নয় শরীরের আকৃতিরও পরিবর্তন হয়। তবে সবার ক্ষেত্রে এমনটা ঘটে না।
যাদের বয়স বাড়ার সাথে সাথে দৈর্ঘ্য বাড়ে না তাদেরকে একটি বিশেষ নামে ডাকা হয়। সমাজের চোখে তারাই “বামন” বিশেষ ক্ষমতা সম্পন্ন মানুষ। হিন্দু ধর্ম শাস্ত্র মতে তারা শ্রী বিষ্ণুর এক অবতার।
আজকে আমরা যাকে নিয়ে কথা বলব তিনি বিশ্বের সবথেকে ‘ছোট’ মানুষ, অবশ্য এই ছোট তার দৈর্ঘ্যের জন্য কর্মদক্ষতায় বা মানসিকতাই নয়। সেই ব্যক্তির নাম হলো এডওয়ার্ড নিনো (Edward Nino Hernandez)। ১০ বছরে ১.৮ সেন্টিমিটার বেড়েছে তাঁর উচ্চতা।
কে এই এডওয়ার্ড নিনো ? (Edward Nino Hernandez):
কথায় বলে মানুষ কী ভাবে কোন রূপে জন্ম নেবে সেটা কেউ বলতে পারেনা। আজকের প্রতিবেদন যাকে নিয়ে সেই নিনোর জন্ম ১৯৮৬ সালে। বাগোটায় জন্মেছিলেন তিনি। আসলে আর ৪ – ৫ জনের মতো স্বাভাবিক ভাবে বেড়ে উঠতে পারেন নি (edward niño hernández age)।
আরো পড়ুন – আমার স্ত্রী আমাকে অকারণে সন্দেহ করে! আমি দাম্পত্য সুস্থ রাখার উপায় জানতে চাই?
চার বছর বয়সেই নিনোর মা-বাবা বুঝে যান তাঁদের ছেলে একটু অন্যরকম। ডাক্তার জানিয়ে দেন নিনো হাইপোথাইরয়েডিজম নামক এই বিরল রোগে আক্রান্ত। এতে স্বাভাবিক ভাবে দৈহিক বৃদ্ধি হয় না। মানে সাধারণ মানুষ যাকে বলে বামন, নিনো ঠিক তেমনই।
কিন্তু শারীরিক এই অক্ষমতা থাকা সত্ত্বেও নিজেকে কোনও সময় পিছিয়ে রাখেন নি নিনো। সমাজের নানা প্রতিকূলতাকে জয় করেছেন শুধু ইচ্ছেশক্তির জোরে। ডান্স করতে ভালবাসেন, নিজের ভিডিও তৈরি করে যথেষ্ট জনপ্রিয় হয়েছেন । এখানেই শেষ নয়, মডেল হিসেবে নিজেকে গড়ে তুলেছেন (Edward Nino Hernandez – New World’s Shortest Man)।
আরো পড়ুন – এই পৃথিবীতে বাঁচতে গেলে টাকা লাগে, বড়লোক গরিব লোকের পার্থক্য কি শুধু এখানেই?
তাঁর পরিবার সূত্রে জানা যায় ২০১০-এ তাঁর নাম গিনেস বুক অফ রেকর্ডসে স্থান পায়। তখন নিনোর উচ্চতা ছিল প্রায় ৭০.২১ সেন্টিমিটারের মতো। তিনি সবসময় পরিবারের সঙ্গে থাকতে ভালবাসেন। নানা ধরণের শরীর চর্চা করেন তিনি। এছাড়াও মুরগি, শূকর, খরগোশ, গরু প্রতিপালন করেন , পশু দের সঙ্গে সময় কাটাতে ভালোবাসেন।
আরো পড়ুন – মিষ্টি খেতে বড্ড ভালোবাসে! কিন্তু খাবার আগে মিষ্টি খাবেন না খাবার পরে?
নিনো জানেন তিনি আর ৪- ৫ জনের মতো কোনো দিন হতে পারবেন না কিন্তু তাই বলে নিজের অসহায়তাকে কখনোই সবার সামনে আনতে চান না । তিনি জানেন লড়াইটা একটু বেশি করেই করতে হবে তাঁকে, কোনদিনই সহজ হবে না জীবন।
আরো পড়ুন – Motor bike : মধ্যবিত্ত ছেলের বাইক কেনার স্বপ্ন! যার টাকা নেই তার কি স্বপ্ন দেখা অপরাধ?
তবুও বাঁচার অদম্য ইচ্ছে আর কিছু করে দেখানোর স্বপ্ন রয়েছে তাঁর মধ্যে। এডওয়ার্ড নিনো একা নন, নেপালের খগেন্দ্র থাপাও আছেন এই তালিকায়। ১৯৯২ সালে তিনি যখন জন্মেছিলেন দৈর্ঘ্য বা উচ্চতা ছিল দু ফুট আড়াই ইঞ্চির মতো। বেশি দিন বাঁচেন নি। ২৭ বছর বয়সেই তার মৃত্যু হয়। কিন্তু নিনো লড়াইটা করে চলেছেন। তিনি জানেন হেরে গেলে চলবে না এগিয়ে যেতে হবে আরো অনেকটা পথ।