Breaking Bharat : ১৯৯২ সালে সম্পাদকীও টেবিল থেকে ফিরে আসা কবিতা : দানবেরা দাঁত মাজেনা :বিদ্যুৎ ভৌমিক (Poet Bidyut Bhowmick)
আর্য ইতিহাস থেকে পেছন দূরত্বে,নত গর্ভের ভেতর কিছু কিছু সত্য নির্ঘুমে জেগে ছিল ব-হু কাল এ’ভাবেই !
আকাশ পাতা কাজল লতায় সোহাগ শিশির মাখিয়ে গড়াণ বাকোলে চারবাক কিছু দার্শনিক সর্বাঙ্গের জ্বালা মেটাতে সারবদ্ধ বীর্যপাত করছিল নক্ষত্র দেখে ! অতলে অর্থব বেদের কোন এক নকল দেবতা শেষ অমারাতে প্রত্যন্তে আত্ম হননের সংকল্প আঁকছিল রূপসী এক মানবীর যোনীর ভিতর , পৃথিবী তখন ঘুমন্ত ঘুমে একেকার ভাসমান !
জীবন তবু কোন এক বৃষ্টির ভোরে ঈশ্বরের প্রতিকী চিহ্ন মুছে গোল অন্ধকারে ডুবে ছিল বিবেক শূন্যে ! কোথাকার দহনে জ্বলছিল সদ্য জন্মানো ধর্মের বীজ .গুলো ; এভাবেই পুড়ছিল নষ্ট নষ্ট কিছু কিছু দোষ ও আবেগ ৷ তবুও অবৈদিক তক্ষক দর্পণে ব্যথার দাগ গুছিয়ে রাখতে রাখতে সুচারু ব্রহ্ম শব্দে পৃথিবীরশ্রষ্ঠাকে অকথ্য ভাষায় খিস্তি করতে করতে অবশেষে নিদ্রায় বধির হল !
আরো পড়ুন- Poet Bidyut Bhowmick : কবি বিদ্যুৎ ভৌমিক এর কলমে দুটি আন্তর্জাতিক মানের কবিতা
এই পথে ঈশ্বর ও আমার আমিত্ব,পাশাপাশি ছায়া দেখে দেখে হেঁটেছি ,ফুল চন্দন এবং কলঙ্ক ও পাপ সমান সমান চরিত্রে ক্ষীণ ভাসমান ! এই দর্শন যদিও পথ হারানো জ্ঞানে ভয়ে ও ভাবনায় অন্তর গর্ভে এভাবেই অচল ৷ অনেকটা বছরের গ্লানি এভাবেই লেখার বাহাদুরিতে বর্ণিত চিরকাল ৷ অথচ সভ্যতা স্পর্শ করা সময়ে কোন এক বিকলঙ্গ ঋষি সমস্ত প্রাণীর পাপের পৃষ্ঠা পুড়িয়ে দিতে দিতে সূর্যকে নিবেদনে প্রণাম অর্ঘ দিলে ; মিথ্যার প্রহর বিপরীতে ঘুরছিল অবৈদিক সময়ে !
আরো পড়ুন- Bidyut Bhowmick : কবি বিদ্যুৎ ভৌমিক এর নষ্ট প্রেমের কবিতা
কথা মেলা এ জীবন জট ও গোলাকার ; তবুও কৃষ্টির উপমায় নিতে পারে যুগ যুগ মানবিক শ্রদ্ধা ৷
যতটুকু এগিয়ে গেলে সময় অন্ধকারে ভোবে অন্য চেহারায় ! কেউ একজন পৃথিবীবাসি জগত বিখ্যাত হবে বলে ঈশ্বরকে মাঝ রাস্তায় উলঙ্গ করেছিল কৃত কৌশলে !! অলৌকিক আবেগ গুলো যুগে যুগে এভাবেই কথা বলে , মাটিতে চরণ ফেলে ইতিহাস শ্রষ্ঠা আগামীর প্রাণবীজ গুলো যত্নে লালন করে বুকভর্তি সোহাগ – আবেগে ! কবেকার প্রাচীন সত্য এ’সময়ের দর্পণে জীবন ভিক্ষা চায় মানবিক উষ্ণতায়
আরো পড়ুন- Use of Mirrors: নিজের মুখ আর রূপ দেখার জন্যই কি আয়না? যদি আয়না না থাকতো, তাহলে?
আরো পড়ুন- Bidyut Bhowmick : কবি বিদ্যুৎ ভৌমিক এর কাব্যগ্রন্থ ” কথা না রাখার কথা”- র সত্যাসত্য আলোচনা
লেখনীকাল ০৯/০৭/১৯৯২,স্থান : কবির বাসগৃহ-ছায়ানীড়,শ্রীরামপুর , হুগলী