Dum virus mobile android: স্মার্টফোনে নতুন ভাইরাস! ‘ডাম’ ভাইরাস কতটা ভয়ংকর? সতর্ক না থাকলে যে কোন মুহূর্তে আপনার ফোনের পাসওয়ার্ড বদলে যেতে পারে আপনার অজান্তে। সেক্ষেত্রে এই ভাইরাসের আক্রমণি সর্বস্ব হারাতে পারে না আপনি।
আজকের দিনে সকলেই স্মার্টফোন ব্যবহার করেন উন্নত প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য। ডিজিটাল যুগের দাড়িয়ে এই স্মার্টফোনের গ্রহণযোগ্যতা যেমন বেড়েছে ঠিক তেমনি এর কার্যকারিতা সম্পর্কে মানুষ অত্যন্ত দ্রুত জানতেও পেরেছে।
স্মার্টফোনের নতুন আতঙ্ক ‘ডাম ভাইরাস’:
কিন্তু সমস্যা হল এই স্মার্টফোন নিয়ে আপনি যতই গর্ব বা অহংকার করুন না কেন আপনার অন্যতম বিপদের কান্ডারী কিন্তু এই অ্যান্ড্রয়েড ফোন। একে তো প্রতারণার শিকার না হওয়ার জন্য স্মার্টফোন ব্যবহার সংক্রান্ত একাধিক বিধি নিষেধ জারি করা হয়েছে। তার ওপর রয়েছে ভাইরাসের আক্রমণ যা ইউজারের যাবতীয় ব্যক্তিগত তথ্য নিমেষে নকল করতে পারে।
আর প্রয়োজনীয় মেসেজ কয়েক মুহূর্তের মধ্যে ডিলিট করে দিতে পারে। নিশ্চয়ই বুঝতে পেরেছেন কি সাংঘাতিক এই ভাইরাস। এর নাম ডাম ভাইরাস (Dum virus symptoms)। সতর্ক না থাকলে যে কোন মুহূর্তে আপনার ফোনের পাসওয়ার্ড বদলে যেতে পারে আপনার অজান্তে। সেক্ষেত্রে এই ভাইরাসের আক্রমণি সর্বস্ব হারাতে পারে না আপনি।
কেন নাম দেওয়া হয়েছে ডাম ভাইরাস?
বিজ্ঞান যত উন্নত হচ্ছে আমরা জানতে পারছি এর একাধিক নেগেটিভ দিক মানুষের জীবনকে তছনছ করে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। যারা সারাক্ষণ টেকনোলজির সংক্রান্ত খবরের দিকে তাকিয়ে থাকেন তারা অনেকেই হয়তো জানেন যে সম্প্রতি নতুন একটি ভাইরাস নিয়ে সতর্কবার্তা জারি করেছে কেন্দ্র। এই ম্যালওয়্যার ভাইরাসের নাম দেওয়া হয়েছে ‘ডাম’ ভাইরাস।
আরো পড়ুন – Tecno Camon 20: টেকনো ক্যামন সিরিজ় স্মার্ট ফোন লঞ্চ হল, কত দাম জানেন?
বিশেষ ক্ষমতা সম্পন্ন এই ভাইরাস অ্যান্ড্রয়েড স্মার্টফোন হ্যাক করে যাবতীয় ফোন কলস, ছবি ইত্যাদি তথ্য হাতিয়ে নিতে পারি কয়েক মুহূর্তের মধ্যে। আজকাল যেহেতু সকলেই স্মার্ট ফোন ব্যবহার করে তাই দেশের কয়েক কোটি অ্যান্ড্রয়েড ইউজারদের নিয়ে এই নিয়ে সতর্ক করেছে কেন্দ্রের সাইবার নিরাপত্তা এজেন্সি কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম ।
আরো পড়ুন – BGMI লাভারদের বড় সুযোগ! BGMI ‘প্রিলোড’ করতে চান? এসে গেছে মুশকিল আসান!
আজকালকার দিনে ভাইরাস থেকে নিরাপদ থাকার জন্য যেকোনো সফটওয়্যার অ্যান্টি-ভাইরাস প্রোগ্রাম ইন্সটল করে। কিন্তু কেন্দ্রীয় সাইবার দফতরের বলছে সেই নিরাপত্তা যথেষ্ট নয় কারণ এই স্তর ভেদ করে ফোনে প্রবেশ করতে পারে ডাম ভাইরাস।
কোন কোন ভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন আপনি?
আপনার ফোনে যদি এরকম একটা ভাইরাস থাকে তাহলে আপনার অজান্তেই বড় বিপদ ঘটতে চলেছে। যেমন ধরুন ইউজারের অগোচরে বদলে যেতে ফোনের পাসওয়ার্ড। এখন যেহেতু ফোনেই আর্থিক লেনদেনের বিভিন্ন ডকুমেন্টস থাকে, তাই ব্যাঙ্কিং প্রতারণার সম্ভাবনা বাড়তে পারে বলে মত বিশেষজ্ঞদের।
আরো পড়ুন – ঘড়ি থেকেই কলিং মাত্র 1500 হাজার টাকায়? স্মার্টওয়াচ নিয়ে বড় আপডেট
সাইবার নিরাপত্তা টিম বলছে, বিভিন্ন আন-ভেরিফায়েড সোর্স থেকে ডাউনলোড করা কন্টেন্ট সেটা হতে পারে ভিডিও, ছবি বা ফাইল এবং অ্যাপ থেকে ছড়াচ্ছে এই ডাম ভাইরাস। অজানা লিংকে ক্লিক করবেন না। অজান্তে আপনার ফোনে কিছু ডাউনলোড হয়ে গেছে কিনা সেই দিকে লক্ষ্য রাখুন।
কোনভাবেই অচেনা ওয়েবসাইট ভিজিট করে বিপদ বাড়াবেন না। সুরক্ষিত থাকতে কয়েক মাস অন্তর পাসওয়ার্ড বদলানো দরকার।