Ducati Panigale V4 R : দেশের বাজারে নতুন বাইক? দু চাকার দামে বাড়ি, গাড়ি, জমি কিনতে পারবেন? আজকে আমরা এমন এক দুই চাকার কথা বলতে চলেছি আপনাকেই যার দাম শুনলে চোখ কপালে উঠতে বাধ্য।
দেশের বাজারে প্রত্যেকদিন নিত্যনতুন একাধিক ইলেকট্রনিক্স এর জিনিস নতুন চমক নিয়ে চলে আসছে সাধারণ মানুষের কাছে। কিন্তু বাইক মানে দুই চাকার প্রতি ভালোবাসাটা কিন্তু সত্যিই অন্যরকম যাকে আর চার পাঁচটা জিনিসের সঙ্গে কোনো মতেই আপনি তুলনা করতে পারবেন না (ducati bike)।
শখের বসে গাড়ি কেনা কখন যে নিত্য প্রয়োজনীয় হয়ে দাঁড়ায় সেটা বোধহয় ব্যবহার করতে করতে গাড়ির চালক বা মালিক নিজেই ভুলে যান। যারা গাড়ি ভালোবাসেন তারা সবসময় নজর রাখেন নতুন কোন গাড়ি বাজারে এলো সেই সম্পর্কে আপডেট পাওয়া যাবে কবে সেই দিকে।
কারণ এই বাইক কিনতে যা খরচ তাতে সাধারণ মানুষের বাড়ি, গাড়ি, জমি, গয়নাগাটি সবকিছুই হয়ে যেতে পারে। অবাক হয়ে ভাবছেন তো কোন গাড়ির কথা বলছি আমরা? তাহলে আপনাকে জানাই যে দেশে Ducati-র নতুন বাইক লঞ্চ হল। চলুন তাহলে বিস্তারিত একটু জেনে নেওয়া যাক।
দেশের বাজারে Ducati-র নতুন বাইক:
স্পোর্টস বাইক যারা পছন্দ করেন তাদের জন্য সোনায় সোহাগা অফার। মাত্র ৬৯ লক্ষ ৯৯ হাজার টাকা এক্স শোরুম মূল্যে এদেশে লঞ্চ হয়েছে নতুন 2023 Panigale V4 R। সংস্কার তরফ থেকে বলা হয়েছে যে ভারতের বাজারে এটা তাদের সব থেকে শক্তিশালী মডেল এবং সবথেকে দামিও বটে।
কোম্পানি জানিয়েছে বাইকটির দুপাশে থাকা কার্বন উইংস বেশ অ্যাগ্রেসিভ লুক দিয়েছে এই দু চাকা কে। পাশাপাশি অবশ্যই বলতে হয় যে এতে মোটো জিপি থেকে অনুপ্রাণিত ডিজাইন ল্যাঙ্গুয়েজ রয়েছে। একটু লক্ষ্য করে দেখুন বডি প্যানেলের উপর ইংরেজিতে “১” সংখ্যাটি লেখা রয়েছে আর সেটার কারণ নির্মাতারা স্পষ্ট করে দিয়েছেন।
আরো পড়ুন – আপনার শিশু কন্যার নাক-কান ফোটানো নিয়ে চিন্তিত? জানেন কেন এক নাকেই নাকছাবি পরা হয়?
আসলে মোটো জিপি এবং ওয়ার্ল্ড এসবিকে চ্যাম্পিয়নশিপে এই গাড়ি যে সংস্থা শ্রেষ্ঠত্ব প্রমাণ করে সেটা চোখে আঙুল দিয়ে বুঝতে পারবেন ক্রেতারা। যারা যাচ্ছে প্রথমে মোট পাঁচটি মডেল ভারতে আসবে যেগুলো খুব দ্রুত ডেলিভারি করা চালু হবে।
Ducati Panigale V4 R এর স্পেসিফিকেশন:
বাইকের আকর্ষণীয় লুকিয়ে আপনি ইতিমধ্যেই মুগ্ধ হয়ে গেছেন বুঝতে পারছি। এবার তখন আপনাকে জানাই এই মডেলের R ভ্যারিয়েন্টে ৯৯৮ সিসির ফোর সিলিন্ডার ইঞ্জিন রয়েছে। লিকুইড কুল্ড এই ইঞ্জিন ১৫,৫০০ RPM গতিতে সর্বোচ্চ ২১৫ বিএইচপি শক্তি এবং ১২,০০০ RPM গতিতে সর্বাধিক ১১১.৩ NM টর্ক উৎপন্ন করতে পারে।
আরো পড়ুন – চোখে চোখে যায় চেনা! কিন্তু এক সেকেন্ডে কতজন কে চিনতে পারে আপনার চোখ?
বাইকটিতে সিক্স স্পিড গিয়ারবক্স এবং বাই ডাইরেক্টরাল কুইক শিফটার রয়েছে বটে। একটু লক্ষ্য করে দেখবেন সাসপেনশনের দিকে বিশেষ নজর দিয়ে ডুকাটি প্যানিগেল v4R এর সামনের দিকে ৪৩ মিমি চওড়া Ohlins NPX ২৫/৩০ ফর্ক ও পিছনে Ohlins TTX 36 মনোশক অ্যাবজর্ভার ব্যবহার করা হয়েছে।
আরো পড়ুন – বাড়ির ঘড়ি বন্ধ? হাত ঘড়িতেও ১০ টা ১০? ঠিক কী হল বলুন তো?
এছাড়া সামনের চাকায় ৩৩০ মিমি ডিস্কের সঙ্গে চার পিস্টনযুক্ত ব্রেম্বো মনোব্লক স্টেলিমা M4.30 ক্যালিপার থাকায় ব্রেক সিস্টেম নিয়ে কোন প্রশ্ন জাগবে না আপনার। এখানেই শেষ নয়, এই বাইকে চার ধরনের রাইডিং মোড, লঞ্চ কন্ট্রোল, কর্নারিং এবিএস, ট্রাকশন কন্ট্রোল, হুইলি কন্ট্রোল, ইঞ্জিন ব্রেক কন্ট্রোল, স্লাইড কন্ট্রোল, এবং অটো টায়ার ক্যালিবারেশন রয়েছে।