Dream of buying iPhone: আইফোনের স্বপ্ন সবার কি পূরণ হয়? কেন মধ্যবিত্তের কপালে জোটে না আইফোন? অন্যের আইফোন দেখে কেটে যাওয়া জীবনের কোনো দিন কি সৌভাগ্য হয় নিজের কিছু কেনার ?
অন্যের আইফোন দেখেই কাটছে দিন!
কেউ কাজের গুণে বড়লোক হয়, কেউ আবার জন্ম থেকেই অনেক টাকা পয়সা ওয়ালা বাড়িতে বড় হয়। কার কোথায় কিভাবে জন্ম হবে সেটা আগে থেকে বলে দেওয়া যায় না। কিন্তু তবুও একটা কমপ্লেন জীবনের জন্য থেকেই যায়। কেন আরেকটু টাকা পেলাম না আমি?
কেন আরেকটু স্বাচ্ছন্দে থাকার অধিকার নেই আমার? এই জাতীয় আর কি! অনেকে ছোটবেলা থেকেই দামি দামি মোবাইল হাতে নিয়ে বড় হয়। অনেকে আবার অন্যের মোবাইল দেখে দেখে বড় থেকে বুড়ো হয়ে যায়। যেমন ধরুন প্রযুক্তির সঙ্গে পাল্লা দিয়ে আমরা নিজেদের উন্নত করে তোলার আপ্রাণ চেষ্টা করছি। কারণ আমরা হেরে যেতে ভয় পাই। আর কেনই বা হারব?
আইফোন কেনার স্বপ্ন!
আমরা পিছিয়ে পড়তে চাইনা। তাই সব রকম ভাবে চেষ্টা করি ভাল থাকার। আর আজকের দিনে ভাল থাকতে গেলে আপনাকে একটা মিনিমাম স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে বটে। সেখানে স্মার্ট ফোন শুধু আর ফ্যাশন নয়, কাজের জন্য বড্ড দরকারি। কিন্তু আইফোনের স্বপ্ন কি সবার পূরণ হয়?
একটা ভালো ফোন কিনতে চাওয়া অপরাধ নয়। কিন্তু কোন কিছু চাইলেই যে আপনি সেটা পেয়ে যাবেন এমনটা নাও হতে পারে। ঠিক সেই কারণের জন্যই অনেক সময় অনেক স্বপ্নগুলোই অধরা থেকে যায় বাস্তবে। আপনি হয়তো ভাবছেন আপনার বন্ধুর কাছে যদি একটা আইফোন থাকতে পারে আপনার কাছে কেন নয়।
এখানে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে যার মধ্যে প্রধান হচ্ছে আর্থসামাজিক ব্যবস্থা। আসলে টাকাটাই যে শেষ কথা বলে সেটা আমরা এতদিন পৃথিবীতে থেকে বেশ ভাল ভাবে জেনে গেছি বটে। আর তাই সকাল থেকে রাত পর্যন্ত শুধু একটু বেশি টাকা রোজগারের আশা করি।
আরো পড়ুন – বিছানায় পড়লেই যাদের ঘুম আসে চোখে, তারা সব থেকে সুখী মানুষ জানেন কি?
এরকম অনেক মানুষ আছেন যারা খুব সহজেই একটা দামি ফোন কিনতে পারেন। সেটা বেশিরভাগ ক্ষেত্রেই হয় আইফোন। অনেকের হাতেই এই আইফোন দেখতে পাবেন আজকাল। কিন্তু এমন মানুষ আছেন যারা চিরকাল অন্যের আইফোন দেখে কিংবা সেই iphone টাকে ধরে জীবনটাকে কাটিয়ে দিতে পারেন।
আশা করি এরকম ঘটনা আপনার জীবনেও ঘটেছে। বন্ধু বান্ধবের মধ্যে কারোর দামি ফোন বা iphone থাকলে সেটা একবার না একবার হাতে পাওয়ার সুযোগ মেলে। ব্যাপারটা অনেকটা দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো।
আরো পড়ুন – Royal Enfield Bikes: লুক হোক বা মাইলেজ ‘রয়্যাল এনফিল্ড বাইক’ মানেই এক নম্বর কেন?
দেখুন এটা আমরাও জানি মানুষের জন্ম কোন কিছু নির্ধারণ করে না কর্মের মাধ্যমেই জীবনের গতিপ্রকৃতিকে নিয়ন্ত্রণ করতে হয়। সেই কর্মকে সুনিশ্চিত করতে গিয়ে বা বলা যেতে পারে নিজের লক্ষ্যে পৌঁছাতে গিয়ে সকলকে ভাল রাখার জন্য নিজেদের ছোট ছোট ইচ্ছে গুলোকে বিসর্জন দিতে হয়।
আবার অনেকেই আছেন যারা সবার আগে নিজের গুরুত্ব তাকেই প্রায়োরিটি দেওয়ার কথা ভাবেন। সেই কারণে হয়তো একই রোজগার করা দুটো ছেলে বা দুটো মেয়ের মধ্যে একজন আইফোন কিনতে পারেন একজন পারেন না।
আরো পড়ুন – জমির সঙ্গে নিজের বাড়ি? তাহলে আপনার জন্য ‘নিজ গৃহ নিজ ভূমি’ প্রকল্প!
তবে কি মন খারাপের কিছু নেই কারণ জীবন তো অনেক বড় তাই ইচ্ছে পূরণের অবকাশ নিশ্চয়ই পাবেন। শুধু যে কাজটা করছেন সেটা মন দিয়ে করলে কে বলতে পারে আগামীকাল আপনার জীবনেও কোনো ম্যাজিক হবে কিনা!