Breaking Bharat: ধর্মরাজের সঙ্গে সঙ্গে ছিলেন কে? কেন অন্য প্রাণীর থেকে চতুষ্পদী গৃহপালিত (Dog ) পোষ্যটি মানুষের এতো প্রিয়? মানুষ পৃথিবীর সবথেকে উন্নত জীব। সে নিজের মত করে নিজেকে সামলাতে পারে। যুগ এবং অভিযোজন এই দুইয়ের সঙ্গে তাল মিলিয়ে মানুষ নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ দিয়েছে (dog and human relationship facts)।
তাই স্বাভাবিকভাবেই জীববৈচিত্রের সারিতে মানুষ সবার আগে নিজের নাম তুলতে পেরেছে। কিন্তু মানুষ যত সভ্য হয়েছে জীবনে এগিয়েছে, ততই অন্য পশুর প্রতি তার ভালোবাসাও বেড়েছে। আর এই বিষয়ে সবার আগে যে প্রাণী নিজের জায়গা পাকা করেছে, সে হল কুকুর। গৃহ পালিত পশু হিসেবে কুকুরের জুড়ি মেলা ভার। কিন্তু কেন কুকুর মানুষের এতো প্রিয় হয়ে উঠল? (Dogs are loved by people)
আজকে একটা সুন্দর সম্পর্কের কথা বলব। যে সম্পর্ক দুজন প্রাণীর মধ্যে, একজন কথা বলতে পারে আর একজন অবলা। দুজনের একে অন্যের প্রতি গভীর টান। কী যেন এক অমোঘ বন্ধনে অমায়িক সম্পর্কের আবেগে বাঁধা পড়ে আছে, মানুষ আর তার প্রিয় কুকুর (dogs love quotes)। এই প্রাণীটি বোঝে নিঃশর্ত ভালোবাসা কাকে বলে? তাইতো প্রতিদান দিতে পিছপা হয়না। হয়তো লক্ষ্য করে থাকবেন যে, আপনার পাশে কুকুর থাকলে আপনি কখনই একা অনুভব করবেন না। (i love dogs essay)
বন্ধু কিংবা অন্যান্য সম্পর্ক ভাঙবে ও গড়বে, কিন্তু কুকুর জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনার সঙ্গেই থাকবে। আপনার অজান্তেই কুকুর আপনার জীবনের অবিচ্ছেদ্য সঙ্গী হয়ে উঠেছে। প্রভুর প্রতি তার গভীর অনুরাগ। মান-অভিমানের পালাও কম নয় (dog and human relationship articles)। আপনার পোষ্য কুকুরটি আপনার সন্তানসম, তাই না? সে বোঝে প্রকৃত ভালোবাসা আর তাই আগলে রাখে আপনাকে। হ্যাঁ, কুকুর যে বাড়িতে রয়েছে, সেখানে অপরাধ ঘটানোর আগে অপরাধীকে দুবার ভাবতে হয় বটে!
আপনি কি জানেন অনেকে বাড়িতে বিড়াল পোষেন। কিন্তু বিড়াল স্বার্থপর প্রাণী। স্বভাবজাত দিক দিয়ে নিজেকে ছাড়া অন্যকে নিয়ে সে ভাবে না। আর ঠিক বিপরীত মানসিকতার প্রাণী হল কুকুর। খেয়াল করে থাকবেন হয়তো, আপনি যত রাত করেই আসুন, পোষা কুকুরটি আপনার অপেক্ষার প্রহর গুনবে। এমন অনেক দৃষ্টান্ত রয়েছে—মালিক মারা যাওয়ার পর কুকুরটি শোকে অসুস্থ হয়ে পড়েছে এবং মৃত্যুবরণ করেছে।
মানুষের তুলনায় বোঝার ক্ষমতা বেশি। মানুষের তুলনায় কুকুরের ঘ্রাণক্ষমতা শতভাগ বেশি। কারো সঙ্গে কথা বললে কিংবা কারো উপস্থিতিতে আপনি যদি অস্বস্তি বোধ করেন, তা আপনার কুকুরটি নিজে থেকেই উপলব্ধি করবে এবং প্রতিক্রিয়া দেবে। আপনাকে আগাম বিপদ থেকে রক্ষা করতে এগিয়ে আসে এভাবেই (dogs think of humans)।
আরো পড়ুন- Work from home : বাড়ি থেকে অফিসের কাজ? এই নয়া পদ্ধতির ভালো খারাপ দিক কী কী?
আরো পড়ুন- Paracetamol : ওয়েদার বদলাচ্ছে! জ্বর আসছে? মাঝে মধ্যে গা গরম মানে কি প্যারাসিটামল?
আরো পড়ুন- Love : প্রেম মানে কি শুধুই যন্ত্রণা? বুক ফেটে চোখ দিয়ে গড়িয়ে পড়া কান্নার নামই কি প্রেম?
সবশেষে বলি, বিষয়টা ভালোবাসার, বন্ধনের সেটা যদি সুদৃহ হয় তাহলে দেখবেন কত সুন্দর ভাবে সম্পর্ক এগিয়ে যাবে। মনে রাখবেন মানুষ স্বার্থপর হতে পারে কিন্তু কুকুর নয়। তার জন্য একটা ভালো কাজ করলে, সে প্রতিদান দেবেই (a dogs love is unconditional)।