Breaking Bharat: আপনি কি অপারেশনে (Surgery) ভয় পান? শারীরিক অসুস্থতার কারণে ডাক্তার কি অপারেশনের কথা বলেছেন? শান্ত হয়ে শেষপর্যন্ত পড়ুন এই প্রতিবেদন
শরীরের নাম মহাশয় যা সওয়াবে তাই সয়! এই কথা মুখে যতই বলা হোক, একটা সময় পরে শরীর বিকল হয়। তখন প্রয়োজন হয় ডাক্তারি পরামর্শ। পরিস্থিতি যাতে হাতের বাইরে না চলে যায় সেই কারণে অনেক সময় অপারেশনের মতো কঠিন সিদ্ধান্ত নিতে হয় (Difficult decisions like surgery)। কাজটা ডাক্তারদের কাছে সহজ নয়।
একজন মানুষকে করে তোলার গুরু দায়িত্ব অনেকটা বড়। তা পালনে যাতে ত্রুটি না হয় আপ্রাণ চেষ্টা করেন ডাক্তারেরা। কিন্তু রোগী যদি আগে থেকেই আতঙ্কে থাকেন তাহলে সমস্যা বাড়ে।
আপনি কি জানেন ডাক্তার আর হাসপাতাল যেন সারা জীবনে এদের দর্শন না করতে হয় এই প্রার্থনা পৃথিবীতে সব থেকে বেশি করে করা হয়। যদিও সব সময় প্রার্থনার যে সুফল মেলে তা নয়। কিন্তু অপারেশন হবে যে রোগীর তার যদি একটা সম্যক ধারণা থেকেই থাকে , তাহলে কিন্তু কাজটা সহজ হয়।
নতুন আপনার পায়ে,বা মাথায় কিংবা হাতে বা বুকে, শরীরের কোন একটি অঙ্গে অপারেশন হবে। তাহলে আপনাকে আগে থেকে সেই বিষয়ে জেনে নিতে হবে। বিশেষ করে যাদের প্রথমবার অপারেশন হবে, তারা অপারেশন টেবিলে গিয়ে অনেক সময় নার্ভাস হয়ে যান। সেটা কাটিয়ে ওঠার জন্য একটা ধারণা দিলাম আমরা ,কেমন হয় গোটা বিষয়টা জেনে নিন (doctor talked about the operation)।
অপারেশন করার আগেই মুহুর্তে কী হয়? (surgery):
প্রি-অপারেটিভ রুমের কথা এই বিষয়ে সবার আগে বলতে হয়। অর্থাৎ অপারেশন করার আগেই মুহুর্তে কী হয়? সাধারণত অস্ত্রোপচারের রোগীরা হাসপাতালের (Surgical patients in hospital) কেবিন বা ওয়ার্ডে ভর্তি থাকেন। সেখান থেকে OT যাওয়ার আগে একটা নির্দিষ্ট রুমে কিছুক্ষণ অপেক্ষা করতে হয়। এ ঘরই হল প্রি-অপারেটিভ রুম (Pre-operative room)।
সব অস্ত্রোপচারেরই নির্দিষ্ট সময় থাকে। সে সময়ের মিনিট ৩০ আগে রোগীকে প্রি-অপারেটিভ রুমে নিয়ে আসা হয়। এরপর OT খালি থাকার সাপেক্ষে এখানে অবস্থান করে অপেক্ষা করতে হয়। মানে ধরুন আগে যদি কোন অপারেশন হয় তাহলে তো অপেক্ষা করতেই হবে।
অনেক হাসপাতালে প্রাথমিক কিছু পরীক্ষা এই রুমে হয়। উন্নত মানের প্রি-অপারেটিভ রুমে রোগীদের ভাইটাল সাইন মনিটরিংয়ের সব ব্যবস্থা থাকে। অর্থাৎ হৃৎস্পন্দন, রক্তচাপ, অক্সিজেন স্যাচুরেশন ইত্যাদি সেখানে দেখা হয়। রোগীর রক্তে গ্লুকোজের মাত্রাও দেখা হয়।
আরো পড়ুন- Ishwar Chandra Vidyasagar : বিশ্বের দরবারে আজ ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের নাম কি আদৌ আছে?
এসবের মধ্যে কোনো অসংগতি পেলে সে অনুযায়ী তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়। আসলে এই রুমেই অ্যানেসথেটিস্ট এসে রোগীর সঙ্গে দেখা করবেন এবং সব রিপোর্ট চেক করে যাবেন। এ সময় কোনো সমস্যা বোধ করলে তা আপনার অ্যানেসথেটিস্টকে সেই বিষয়ে জানতে পারেন।
সেক্ষেত্রে কোনও অসুবিধা হলে ডাক্টার বা নার্স আলোচনা করে অপারেশন পূর্ববর্তী সিদ্ধান্ত নেবেন। তবে এই সময়ে আপনার বাড়ির লোকের সঙ্গে দেখা হবে না। মনে রাখবেন আপনার শরীরে কোনও ধাতব বস্তু আছে কিনা তাও এই সময়ে দেখা হয়। কারণ OT তে প্রবেশের আগে এই সব খুলে যেতে হবে ।
আরো পড়ুন- Brothel soil : বেশ্যা বাড়ির মাটি ছাড়া দূর্গা পূজা হয় না! কিন্তু কেন হয় না সেটা জানেন?
অনেক সময় এই রুমে অনেকেই থাকেন মানে ধরুন দুর্ঘটনা কবলিত ব্যক্তি সেক্ষেত্রে অযথা আতঙ্কিত হবেন না। এ সময় উত্তেজিত হলে আপনার ক্ষতির আশঙ্কা বেড়ে যায়। তাই অযথা রেগে না গিয়ে ধ্যান করতে পারেন, ভালো কোনো স্মৃতি রোমন্থন করতে পারেন কিংবা সহযোগী রোগীর সঙ্গে কথা বার্তা বলুন।মজার গল্প করুন, সেরকম হলে নস্টালজিক হতে পারেন , ভালো লাগবে।
আরো পড়ুন- Ghost : বাস্তবে কখনো ভূত দেখেছেন? আদৌ ভূতের অস্তিত্ব সম্পর্কে কতটা সন্দিহান আপনি?
আসলে কী বলুন তো, মন ভালো তো সব ভালো। তাই নিজের মনকে বিশ্বাস আর ভরসা দিন। কালো রাত কেটে গিয়ে ভোর তো আসবেই। এটাই প্রকৃতির নিয়ম। তাই আপনার যে অপারেশন হচ্ছে সেটা তো আপনাকে ভালো আর সুস্থ করার জন্যই তাই না?
চিন্তা করবেন না। সব ঠিক হবে। ঈশ্বর নাম জপ করুন। হাসির গল্প মজার চুটকি নিজে আর অন্যকে শোনান। এভাবেই হাসতে হাসতে OT তে যান আর সফল অপারেশনের পর ফিরে আসুন সানন্দে।