Breaking Bharat: তালিকায় ধারেকাছেও নেই বলিউড? দক্ষিণী সিনেমার জয়জয়কার গত কয়েকবছর ধরেই নজর কাড়ছে। ক্রমেই অবনতি হয়েছে বলিউডি সিনেমার বাজারের। এবার সাউথইন্ডিয়ান সিনেমা কেজিএফ, আরআরআর এবং পুষ্পার পর হলিউডের সিনেমার দাপট?
ভারতের বক্স অফিসে হলিউডি রাজত্ব? অ্যাভেঞ্জার্স, স্পাইডারম্যানের পর এবার ভারতে চতুর্থ বৃহত্তম হলিউড ওপেনিং ফিল্ম ‘ডক্টর স্ট্রেঞ্জ’? (Doctor Strange in the Multiverse of Madness) প্রথমদিনের ব্যবসাতেই ছক্কা হাঁকিয়েছে বেনেডিক্টের এই সিনেমাটি! তবে ব্যবসার নিরিখে এগিয়ে KGF 2-ই! ধোপে টিকছে না অন্য সিনেমা
ভারতীয় বক্স অফিসে সাড়া ফেলছে হলিউডের সিনেমা৷ বিশেষত চলতি মাসেই মুক্তি পাওয়া বেনেডিক্ট কাম্বারব্যাচ অভিনীত ‘ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অফ ম্যাডনেস’ প্রথম দিনেই ভারতের বাজারে রেকর্ড রেকর্ড আয় করেছে৷ তবু আশেপাশেও দেখা যাচ্ছে না বলিউডের সিনেমাকে।
ফের কি পঞ্চম সন্তানের বাবা হতে চলেছে সইফ আলি খান? আর মা হচ্ছেন করিনা!সইফকে বার্তা করিনার
ভারতের বক্স অফিসে হলিউডি রাজত্ব? ‘ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অফ ম্যাডনেস’ সিনেমাটি প্রথম দিনেই ভারতে ২৭ কোটি টাকারও বেশি ব্যবসা করেছে। পরিসংখ্যান বলছে, এটিই ভারতের চতুর্থ বৃহত্তম হলিউড ওপেনার। এর আগে ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘অ্যাভেঞ্জার্স এন্ডগেম’ এই তালিকায় ছিল। এর পাশাপাশি ‘স্পাইডার ম্যান: নো ওয়ে হোম’ এবং ‘অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ার’-কেও দেখা গেছে। পরপর এই সিনেমাগুলিই তালিকার শীর্ষে ছিল। এবার চতুর্থ নম্বরে স্থান পেল ‘ডক্টর স্ট্রেঞ্জ’।
Arijit Singh : ব্যর্থতাকে জয় করে আজ বলিউডের জনপ্রিয়তায় প্রথমসারিতে অরিজিৎ সিং!
২০২১ সালে মুক্তিপ্রাপ্ত ‘স্পাইডার ম্যান: নো ওয়ে হোম’ এবং ২০১৮ সালে আসা ‘অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ার’-এর পর চলতিবছরের ‘ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অফ ম্যাডনেস’। ৬ মে মুক্তি পাওয়া এই সিনেমাটি মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথমদিনে আয় করেছে ২৭৭ কোটি টাকা। সিনেমাটিতে অভিনয় করেছেন বেনেডিক্ট কাম্বারব্যাচ, চিওয়েটেল ইজিওফোর, বেনেডিক্ট ওং, জোচিটাল গোমেজ, মাইকেল স্টুহলবার্গ এবং রাচেল ম্যাকঅ্যাডামস।
দক্ষতায় ভর করেই হয়ে উঠেছেন এই সময়ের অন্যতম বলিউডের জনপ্রিয় তারকা।
তবে ভারতীয় সিনেমা হিসেবে দাপটে ব্যবসা করছে সুপারস্টার যশের কেজিএফ ২। সূত্রের খবর, এই সিনেমা মাত্র ২৩ দিনে বিশ্বব্যাপী তৃতীয় সর্বোচ্চ আয় করা ভারতীয় চলচ্চিত্র হয়ে উঠেছে। প্রায় ১১৩০ কোটি টাকার বিশ্বব্যাপী ব্যবসা করেছে কেজিএফ ২। এছাড়াও সিনেমাটির হিন্দি সংস্করণও ৪০০ কোটি ছাড়িয়েছে।
ক্রমান্বয়ে দেখতে গেলে, কেজিএফ ২ সিনেমাটি প্রথম সপ্তাহে ৭২০.৩১ কোটি টাকা, দ্বিতীয় সপ্তাহে ২২৩.৫১ কোটি টাকা, তৃতীয় সপ্তাহে ১৪০.৫৫ কোটি টাকা এবং চতুর্থ সপ্তাহের প্রথম দিনে ১১.৪৬ কোটি টাকা আয় করেছে। ভারতের বাজারে‘বাহুবলী ২’-এর পরে দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র হয়ে উঠেছে ‘কেজিএফ ২’। পেছনে ফেলেছে আমির খানের ‘দঙ্গল’ সিনেমাকেও।