Breaking Bharat: আপনি কি স্কুলে শিক্ষকতা করতে চান? চল্লিশ হাজার পদে নিয়োগ হতে চলেছে জানেন? যতদূর পর্যন্ত জানা যাচ্ছে তাতে চলতি মরশুমে কেন্দ্রীয় একলব্য মডেল আবাসিক স্কুলে প্রায় ৩৮ হাজারের বেশি শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি সেই প্রেক্ষিতে ন্যাশনাল এডুকেশন সোসাইটি ফর ট্রাইবাল স্টুডেন্টস-এর ওয়েবসাইটে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ।
স্কুলের সঙ্গে প্রত্যেকের একটা আলাদা আবেগ জড়িয়ে থাকে। চাকরিপ্রার্থীরা স্কুলের চাকরির উপর ভরসা করেন। শিক্ষক হোক বা ক্লার্ক প্রত্যেকেই মনে করেন সরকারি চাকরির অন্যতম নির্ভরযোগ্য এক জায়গা হচ্ছে স্কুলে চাকরি করা। যদিও বর্তমান সময় দাঁড়িয়ে স্কুলে চাকরি করা নিয়ে একাধিক বিড়ম্বনা সৃষ্টি হয়েছে। কিন্তু তবুও স্কুলে চাকরির প্রতি একটা আলাদা ভালোবাসা রয়েছে প্রত্যেকের।
স্কুলে প্রায় ৪০ হাজার পদে শিক্ষক এবং ক্লার্ক নিয়োগ:
এই প্রতিবেদনে আমরা আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে স্কুলে প্রায় ৪০ হাজার পদে শিক্ষক এবং ক্লার্ক নিয়োগ করা হবে। কোন পদে কত স্যালারি দেয়া হবে সেই সম্পর্কিত তথ্য আলোচনা করা হবে এই প্রতিবেদনে। তাহলে আগ্রহী প্রার্থীরা নিয়োগ সংক্রান্ত খুঁটিনাটি জানতে শেষ পর্যন্ত পড়ুন।
সারাদেশব্যাপী এই নিয়োগ প্রক্রিয়া চলবে। আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে এই মুহূর্তে দেশে ৭৪০ টি একলব্য আবাসিক বিদ্যালয় রয়েছে বলে কেন্দ্রীয় সরকার সূত্রে খবর। এই স্কুলগুলিতে প্রায় সাড়ে তিন লক্ষ আদিবাসী শিক্ষার্থী পড়াশোনা করে।
আরো পড়ুন – Nothing phone 2: সম্প্রতি লঞ্চ হতে চলেছে নাথিং ফোন 2? জেনে নিন ফিচারস সংক্রান্ত আরো আপডেট!
গত ১লা ফেব্রুয়ারি বাজেটে একলব্য মডেল স্কুলগুলিতে প্রায় হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগের কথা ঘোষণা করেছে কেন্দ্রের মোদি সরকার। সেই সম্পর্কিত তথ্য দিয়ে বিজ্ঞপ্তি ও প্রকাশিত হয়েছে কিন্তু এখনও আবেদন প্রক্রিয়া শুরু হয়নি। কোন কোন শূন্য পদে কত টাকা বেতন এবং কী যোগ্যতা প্রয়োজন তার বিবরণ নিম্নে দেওয়া হল।
আরো পড়ুন – Royal Enfield: রয়েল এনফিল্ড চালাতে পছন্দ করেন? এই প্রথম 750cc মোটরসাইকেল আসছে
শূন্যপদের তালিকা:
প্রিন্সিপাল পদ: ৭৪০
ভাইস প্রিন্সিপাল পদ : ৭৪০
পোস্ট গ্র্যাজুয়েট টিচার পদ: ৮১৪০
কম্পিউটার সায়েন্স পোস্ট গ্রাজুয়েট টিচার : ৭৪০
প্রশিক্ষিত স্নাতক শিক্ষক পদ: ৮৮৪০
আর্ট টিচার: ৭৪০
মিউজিক টিচার: ৭৪০
ফিজিক্যাল এডুকেশন টিচার পদ: ১৪৮০
লাইব্রেরিয়ান ও স্টাফ নার্স: ১৪৮০
হস্টেল ওয়ার্ডেন পদ: ১৪৮০
অ্যাকাউনট্যান্ট পদ: ৭৪০
ক্যাটারিং অ্যাসিসট্যান্ট: ৭৪০
চৌকিদার পদ : ১৪৮০
কুক: ৭৪০
কাউন্সেলর ও ড্রাইভার: ৭৪০ করে মোট ১৪৮০
ইলেকট্রিশিয়ান কাম প্লাম্বার: ৭৪০
এছাড়াও জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিসট্যান্ট থেকে শুরু করে ল্যাব অ্যাটেনডেন্ট এমনকি মালি ও সুইপার পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
আরো পড়ুন – চিতা বাঘ বানরের মা-কে নিয়ে যাচ্ছে আর শিশু বানর তখনও জানে তার মা তাঁকে বাঁচাবে
বেতন কাঠামো:
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে প্রিন্সিপাল পদে নিযুক্তদের মাসিক বেতন- ৭৮৪০০টাকা থেকে ২,০৯,২০০ পর্যন্ত হবে। এছাড়া ভাইস প্রিন্সিপ্যাল পদে প্রতি মাসে বেতন কাঠামো ঠিক করা হয়েছে ৫৬ হাজার ১১০ টাকা।
পোস্ট গ্র্যাজুয়েট টিচার দের মাইনে ৪৭ হাজার ৬০০ টাকা থেকে শুরু। এবার ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার পদে প্রতি মাসে বেতনক্রম হবে ৪৪৯০০/ থেকে ১,৪২৪০০/ পর্যন্ত।