Different color Passports: কেন পাসপোর্টের রঙের পরিবর্তন হয় জানেন কি? বিশেষ কোনও ইঙ্গিত দেয় কি এই রঙ? এক এক দেশের একেক রকম পাসপোর্ট হয়। এই ব্যাপারটা নিশ্চয়ই জানেন । কিন্তু ঠিক কতগুলো রঙের পাসপোর্ট হয় বলুন তো ? (Do different color passports mean anything?)
এই সব প্রশ্নের উত্তর হয়তো অনেকেরই জানা নেই। তাহলে এক এক করে আমরা সেই সব কিছুই জানাচ্ছি আপনাদের।
পাসপোর্ট কত প্রকার?
লাল, সবুজ, নীল এবং কালো – মুলতেই ৪ টে রঙের পাসপোর্ট মেলে গোটা বিশ্বে। এই বিশেষ পরিচয় পত্র কিন্তু সকলের প্রয়োজন হয় সময় বিশেষে। আমরা সবাই জানি যে কোনও মানুষ কোন দেশের নাগরিক, কোথা থেকে এসেছেন, কোথায় যাবেন, এই সব যাবতীয় তথ্য কিন্তু এই পরিচয়পত্রেই পাওয়া যায়।
আর প্রতি রঙের পাসপোর্টে আলাদা আলাদা গুরুত্ব আছে। স্লোভেনিয়া, সার্বিয়া, রাশিয়া, লাতভিয়া, রোমানিয়া, পোল্যান্ড এবং জর্জিয়া- এই সবকটি দেশে কিন্তু লাল রঙের পাসপোর্ট দেখা যায়। সবুজ, নীল এবং কালোর কয়েক হাজার শেডের পাসপোর্ট কিন্তু পাওয়া যায় (passport colors by country)।
লাল পাসপোর্ট কারা পায়?
তুরস্ক, মাসিডোনিয়া এবং আলবেনিয়ার মতো ইউরোপীয় ইউনিয়নে যোগ দিতে ইচ্ছুক দেশগুলিও এই লাল রঙের পরিচয়পত্র ব্যবহার করছে।
আরো পড়ুন – উকুন হওয়ার কারণ! যেখানে সেখানে মাথা চুলকাতে হচ্ছে? মাথার উকুন চিরতরে দূর করার উপায়?
অন্য দেশ নিয়ে কথা বলার আগে নিজের দেশের কথা বলা দরকার বটে। আপনি কি জানেন ভারতীয় নাগরিকদের মূলত নীল, সাদা, মেরুন আর কমলা এই ‘চারটি রঙের পাসপোর্ট দেওয়া হয়‘। আমাদের দেশের নাগরিকদের জন্য নীল রঙের পাসপোর্ট দেওয়া হয়।
সরকারি পাসপোর্টের সুবিধা:
আবার ধরুন সরকারি কোনও কর্মী যদি সরকারি কাজে দেশের বাইরে যান তাহলে তাঁকে আবার সাদা পাসপোর্ট দেওয়া হয়। এখানেও কিছু নিয়মের হেরফের আছে। কেউ যদি উচ্চপদস্থ সরকারি আধিকারিক হন তাহলে মেরুন পাসপোর্ট দেওয়া হয়। কমলা পাসপোর্ট কিছু ক্ষেত্রে দেওয়া হয় বৈকি।
আরো পড়ুন – মেয়েদের চুল কাটতে গেলে কঠিন শাস্তি? কেন নিজের ইচ্ছেয় চুল কাটতে পারেন না মহিলারা?
নীল পাসপোর্ট কারা পায়?
এবার বলি নীল রঙের কথা। ভেনেজুয়েলা,আমেরিকা,উরুগুয়ে,আর্জেন্টিনা, কানাডা,কোস্টারিকা এই সব দেশে ‘নীল পাসপোর্ট‘ (blue passport)। ১৫টি ক্যারিবিয়ান দেশে নীল রঙের পাসপোর্ট দেওয়ার রীতি রয়েছে বলে জানা যায়।
আরো পড়ুন – স্বামীর কষ্টের রোজগার হেলায় শেষ করে দিচ্ছে স্ত্রী? ‘অসহায় পুরুষেরা’ কী করবেন জানেন?
কিছু আফ্রিকান দেশে অবশ্য কালো পাসপোর্ট দেওয়া হয়। আবার ইসলামিক দেশে কিন্তু পাসপোর্টের রঙ সবুজ। তবে ব্যাপারটা নিতান্তই কাকতালীয় কিনা তা আমরা জানি না।