Breaking Bharat: বলিউডের এই নায়িকার প্রেমে ‘দিওয়ানা’ ছিল সারা দেশের ছেলেরা, কেমন ছিল নায়িকার নিজের জগত ? (Divya Bharti Biography in Bengali)
“মেরা নাসিব হ্যায়
কে মেরে ইয়ার নে
বেখুদি মে, দিওয়ানা.. মেরা নাম রাখ দিয়া”-
কে বলেছিলেন? কখন বলেছিলেন ? কবে বলেছিলেন? কিভাবে বলেছিলেন? এত প্রশ্ন করার আগেই মিষ্টি মেয়েটার মুখটা আপনার চোখের সামনে ভেসে ওঠে। তার প্রেমে সকলেই ছিলেন “দিওয়ানা”। বুঝতে পেরে গেছেন নিশ্চয়ই, সুন্দরী দিব্যা ভারতীকে নিয়ে আজকের কিছু কথা (divya bharti life history)।
খুব বেশিদিন বলিউডের গ্ল্যামারের সঙ্গে থাকতে পারেননি তিনি। দিব্যা বলিউডের সেইসব অভিনেত্রীদের মধ্যে একজন যারা খুব অল্প সময়ে সুপার ডুপার হিট ছবি দর্শকদের উপহার দিয়ে চিরকালের মত নিজেদের জায়গা পাকা করে গেছেন বলিউডি সিনেমা জগতে। মাত্র ১২টি ছবি করেছেন, তিনি বেশিরভাগই সুপারহিট (Divya Bharti was an Indian actress)।
অভিনেত্রী দিব্যা ভারতীর পেশাদার যাত্রা কেমন ছিল?
১৯৮৮ সালে প্রথম সিনেমাতে অভিনয় করার প্রস্তাব পান, তখন বয়স মাত্র ১৪। এরপর মাত্র কয়েকটা বছর হাতে পেয়েছিলেন। ১৯৯৩ সালে বাড়ির বারান্দা থেকে নিচে পড়ে গিয়ে মৃত্যু। সংবাদে এমনটা প্রকাশ পেলেও আজও তার মৃত্যু নিয়ে ধোঁয়াশা। হত্যা না আত্মহত্যা এ নিয়ে প্রশ্ন এখনও রয়ে গেছে ।
মাত্র ১৬ বছর বয়সে অভিনয় জীবন শুরু এই সুন্দরী কিশোরীর। তেলেগু ছবি দিয়ে আত্মপ্রকাশ। তারপর বড় ব্রেক, বলিউড ভাষায় যাকে বলতে পারেন সাত সমুদ্র পেরিয়ে চলে আসা – ছবির নাম “বিশ্বাত্মা”। সেখানে আগে থেকেই সানি দেওল অন্যদিকে নাসিরউদ্দিন শাহ- এই হাইভোল্টেজ তারকাদের দাপটের মাঝেও বলিউডের দর্শক চোখ সরাতে পারল না দিব্যার থেকে । গোবিন্দা আর তাঁর জুটি দর্শকদের মনে ধরে।
‘শোলা আউর শবনম’ ছবির সেটে সাজিদ নাদিয়াদওয়ালার সঙ্গে আলাপ, পরবর্তীতে যা গড়ায় গভীর বন্ধুত্বে। নব্বইয়ের দশকে তাঁর স্টারডম ছিল চোখে পড়ার মতো। তাঁর ব্যক্তিগত জীবন সবসময়ই বলিউডি চর্চার মধ্যে ছিল। তিনি গোপনে সাজিদকে বিয়ে করেন বলে জানা যায়। ওড়িয়া বিয়ের বিষয়ে জানাজানি হলেও দিব্যা যে আর কিছু দিনের জন্যই পৃথিবীর অতিথি হয়ে থাকছেন সেটা বোধহয় কেউ টের পাননি।
আরো পড়ুন- রাত্রে ঘুমানোর সময় লাইট জ্বালিয়ে না লাইট নিভিয়ে ঘুম স্বাস্থ্যর পক্ষে উপকারী ?
যেদিন চুড়ান্ত ঘটনা ঘটলো সেদিন সকাল থেকে স্বাভাবিক কাজকর্মে ব্যস্ত ছিলেন অভিনেত্রী। রাতের দিকে কিছু বন্ধুবান্ধব ফ্ল্যাটে আসেন। কথায় কথায় রান্নাঘরের দিকে যান নায়িকা। সেখানে জানলায় কোন একটা সমস্যা হওয়ায় তা ঠিক করতে গিয়েছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা বলেন। তারপর হঠাৎ সিনেমাটিক ভঙ্গিমায় উপর থেকে নিচে পড়ে যাওয়া। পঞ্চম তলা থেকে নিচে মাটিতে পড়ার পর এতটাই জখম হয়েছিলেন আর রক্তক্ষরণ হয়েছিল যে কুপার হাসপাতালে নিয়ে গিয়েও শেষ রক্ষা হয়নি।
আরো পড়ুন- Cow milk: গরুর দুধ খাবেন কী করে? জল মিশিয়ে না জল ছাড়া? কিভাবে খেলে উপকার পাবেন?
বলিউড হারাল তাঁর সুন্দরী এক নায়িকাকে। এরপর অনেক প্রশ্ন উঠেছিল, মামলা চলেছিল কিন্তু কোনও সিদ্ধান্তে উপনীত হতে পারেনি কেউই। যার ১৯৯৮ সালে মামলাটি বন্ধ হয়ে যায়। কিন্তু দিব্যা ভারতীকে নিয়ে আলোচনা আজও চলছে সমানভাবে। কিছু মৃত্যু অনেক সময় অনেক প্রশ্ন তুলে দিয়ে যায়। কিন্তু উত্তর গুলো অজানাই থেকে যায়।
আরো পড়ুন- মেয়েদের শ্বশুর বাড়ি, বাবার বাড়ি কিন্তু নিজের বাড়ি বলে আদৌ কিছু থাকে ?
ভারতীয় সিনেমায় এরকম উত্তর না পাওয়া অনেক প্রশ্ন হয়ে গেছে বলিউডকে ঘিরে। সময়ের সাথে সাথে স্মৃতির পাতা মলিন হয়েছে। নতুন ঘটনা এসে সেই স্থান দখল করেছে। এভাবেই পেইজ ওয়ান থেকে হারিয়ে গেছেন দিব্যা ভারতী।