Breaking Bharat: ‘যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে’ – একা জীবনে এগিয়ে যাওয়ার ডাক দিয়েছিলেন স্বয়ং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর (Rabindranath Tagore)। এখন প্রশ্ন হচ্ছে, একা থাকা কতটা সহজ কতটাই বা কঠিন ? একা আছেন নাকি একলা? দুটোর মধ্যে কিন্তু বিস্তর ফারাক। আপনি দশ জনের থেকে আলাদা হয়ে একা থাকতে পারেন। কিন্তু ভিড়ের মাঝেও যদি একলা হয়ে যান তখন ? সে যন্ত্রণা মারাত্মক। তারচেয়ে বরং একা থাকাই শ্রেয়, মনে করেন অনেকে।
একা থাকার সুবিধা কী?
- সবকিছুরই একটা সুবিধা আর একটা অসুবিধা থাকে। এখন কথা হচ্ছে একা থাকার সুবিধা কী (advantage of living alone)?
- প্রথমে ভালোটাই বলি । প্রথমত, একা থাকলে নিজের মতো করে সারাটা দিন কাটাতে পারবেন। ঝামেলা নেই, কারোর জন্য চিন্তা করার নেই।
- এমনকি অন্যজন কী পরবে বা কী খাবে সেই ভাবনাও নেই। সারাক্ষণ কানের সামনে বকবক করার কেউ নেই, এটা কোরো না ওটা করো এইসব বলবেও না কেউ।
- একমনে যদি কোনও কাজ করতে চান, তাহলে যে শান্ত পরিবেশ দরকার, তার জন্য একা থাকতে হবে আপনাকে। কেউ আপনার কাজে ব্যাঘাত ঘটাবে না। নিজের মতো করে নিজের জীবনটা চালাতে পারবেন।কিন্তু সত্যিই কি একা থাকলে ভালো থাকবেন?
একা থাকার কিছু অসুবিধে এবার দেখে নেওয়া যাক:
- একাকীত্ব একটা সময়ে গলা চেপে ধরবে আপনার, যখন দেখবেন যার পাশে কেউ নেই। সমস্যায় পড়লে পাশে দাঁড়ানোর, শরীর খারাপ করলে মাথায় হাত বোলানোর কেউ নেই।
- যেন এক চরম শূন্যতা, মনে হবে ব্যর্থ জীবন। অনুভূতি যদি ভাগ করতে না পারেন, তাহলে অনুভব এর আনন্দ কোথায় ?
- ধরুন একটা সিনেমা দেখে ভালো লাগলো,কিন্তু শেয়ার করবেন কার সাথে? কেউ যদি পাশে সাথে না থাকে তাহলে রাগ, ঘেন্না, চিৎকার, বিরক্তি, আনন্দ, ভালো লাগা, কষ্ট, যন্ত্রণা বোঝাবেন কাকে ? (Disappointed and Upset Man)
- একা থাকলে দিন দিন অবসাদ বাড়ে (Being alone increases fatigue day by day), যার পরিণতি বেশিরভাগ ক্ষেত্রেই হয় আত্মহনন।
একটা সময় পর্যন্ত একা থাকতে ভালো লাগতে পারে, কিন্তু সকলের সঙ্গে থাকার একটা আলাদা মজা আছে। তা না হলে যৌথ পরিবার এখনো কেন আমাদের পছন্দের তালিকায় এক নম্বর ? জীবন খুব ছোট, কখন আপনার কাছ থেকে হারিয়ে যাবে আপনি জানেন না।
আরো পড়ুন- যন্ত্রণায় কাতরাচ্ছেন ? মুঠো মুঠো পেইনকিলার খেয়ে নিচ্ছেন না তো? জানেন পেইনকিলার আসলে কি?
আরো পড়ুন- আপনি কি বশ হয়ে যাচ্ছেন? আপনাকে কেউ নিয়ন্ত্রণ করছে? হিপনোটিজম সম্পর্কে জানেন?
আরো পড়ুন- জোয়ার ভাটা কি ভাবে সৃষ্টি হয়? জীবনের উত্থান পতনের সাথে এর কি কোন সম্পর্ক আছে?
আরো পড়ুন- নিজের সন্তানকে অভাবের যন্ত্রণাটা বুঝতে দিন? এটাও দরকারি! Breaking Bharat
তাই প্রতি মুহূর্তে বাঁচুন, সবাইকে নিয়ে আনন্দে বাঁচুন (Live happily with everyone)।আর কথায় আছে,
“দশে মিলে করি কাজ
হারি জিতি নাহি লাজ”
তাই একসাথে থাকুন, একা নয়।