Breaking Bharat: আরআরআর ছবির ব্যাপক সাফল্যের পরই পরিচালক রাজমৌলিকে (Director SS Rajamouli) নিয়ে নানা আলোচনা শোনা গেছে। কিন্তু আরআরআর সিনেমার আগেও রয়েছে রাজামৌলির দীর্ঘ সাফল্যের খতিয়ান (The record of Rajamouli’s long success)। সূত্রের খবর, তিনি এখনও পর্যন্ত যে ক’টি ছবি বানিয়েছেন, প্রত্যেকটি ছবি সুপারহিট হয়েছে। এমনকী, দেখতে দেখতে তাঁর সিনেমা জগতের কেরিয়ার ২০ বছর অতিক্রান্ত।
পুষ্পা থেকে কেজিএফ, যা নিয়ে বারবার আলোচনার কেন্দ্রবিন্দু পরিচালক এসএস রাজামৌলি। তবে গত দু’দশকের কেরিয়ারে তিনি হিটের পর হিট দিয়েছেন সিনেমা। তাই এসএস রাজামৌলির নামের আগে ‘হিট-ম্যান’ শব্দটি জুড়লেও অত্যুক্তি লাগে না। কিন্তু কীভাবে এল এই সাফল্য? কোন মন্ত্রবলে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছেন পরিচালক এসএস রাজামৌলি?
অনেকে বলেন, এসএস রাজামৌলির এই সাফল্যের সূত্র তিনি উত্তরাধিকারসূত্রে পেয়েছেন। আসলে তাঁর বাবাও ছিলেন বড়মাপের পরিচালক এবং লেখক।তর্কের খাতিরে একথা মেনে নিলেও, এটাও ঠিক যে, উত্তরাধিকার সূত্রে তো অনেকেই অনেক কিছু পান। কিন্তু সাফল্য ধরে রাখতে পারেন ক’জন?
দেব ও রুক্মিণীর সিনেমা ‘কিশমিশ’ দেখার পর দেবের বাবা কি জানিয়েছিল ?
কোন রহস্যে এসএস রাজামৌলির এহেন সফলতা? এই প্রশ্ন খোদ পরিচালককে করা হয়েছিল সম্প্রতি। রাজামৌলির সোজাসাপ্টা জবাব, তাঁর কাজের নৈতিকতার মাঝেই লুকিয়ে রয়েছে সিনেমার সাফল্য। আসলে তিনি দর্শকের মন পড়তে পারেন। তবে আদৌ কি বলিউড সিনেমার সঙ্গে প্রতিযোগিতার অঙ্ক কষেন পরিচালক। এই প্রশ্নের উত্তরে রাজামৌলি বলেন, তিনি নিজেকে বলিউডের মুখোমুখি দাঁড় করাতে চান না। নৈতিকতার পাশাপাশি ধারাবাহিকতা, ভাবনার গভীরতার মাঝে বেড়ে ওঠা, ভুল থেকে শেখাই সাফল্য গড়ে দেয়।
ভালবাসার টান! এই ব্যক্তি তাঁর ভালবাসার জন্য যা করলেন,জানলে আপনার চোখের জল বাঁধ মানবে না
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজামৌলি এও বলেছেন, এমনটা নয় যে গল্প বলায় তাঁর কোন বিশেষ দক্ষতা আছে। তাহলে বলিউডের ছবি কেন ব্যবসা করতে পারছে না? এই প্রসঙ্গে রাজামৌলির মত, বলিউড অতিমাত্রায় শহরকেন্দ্রিক হওয়ায় বেশি আয় করতে পারছে না। তাছাড়া হিরোইজম, আবেগ ও অন্যান্য বিষয় থেকে বলিউড সরে গেছে, যা আসলে বাণিজ্যিক সিনেমার মূল অনুষঙ্গ।
কী এই ‘নরকের দ্বার’? তবে কি এবার ধেয়ে আসছে বড় কোনও বিপদ?
অনুষঙ্গ হিসেবে রাজামৌলি বলেন,হিরো যখন হাঁটবে, তখন মাটি ভাগ হয়ে যাবে এবং আকাশে ঝরবে অগ্নিশিখা। মানুষ এমনটাই ভাবে। তাহলে কি রাজামৌলির সাফল্যের এটাই ইউএসপি?