Breaking Bharat: জীবনে ভাত আর বিরিয়ানির তফাৎটা বোঝেন? প্রয়োজন আর বিলাসিতা কে এভাবেই ব্যাখ্যা করা যায় না কি?
জীবনটা সহজ নয়, একের পর এক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে একটা একটা করে স্তর অতিক্রম করে আগামীর দিকে এগিয়ে যেতে হয়। এটা কখনো সরল, মসৃণ আবার কখনো কঠিন, জটিল। ‘প্রায়োরিটি‘ শব্দটা যদি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন তাহলে দেখবেন আর কোনও সমস্যাই হচ্ছে না। প্রয়োজন কে আগে গুরুত্ব দিন বিলাসিতাকে দূরে সরিয়ে রাখুন।
প্রতিটা মানুষ ছোট থেকে বড় হওয়া বড় থেকে বৃদ্ধ হওয়ার মধ্যেই অনেক স্বপ্ন দেখেন। কিন্তু সৌভাগ্যক্রমে কিছু মানুষের সব স্বপ্ন সত্যি হয় ,আবার দুর্ভাগ্যক্রমে কিছু মানুষের অনেক স্বপ্ন অধরা থেকে যায়। আপনাকে বুঝতে হবে কোনটা বাস্তব হওয়ার জন্য আপনার কাছে এসেছে। এখানেই ভাত আর বিরিয়ানির তুলনা টা আমরা আনতে পারি (Difference between rice and biryani)।
একটা মানুষের বেঁচে থাকতে গেলে ভাত খাওয়ার প্রয়োজন আছে। নূন্যতম রোজগার করে ভাতটা সে অর্জন করে নিতে পারে। কিন্তু যদি প্রত্যেকদিন বিরিয়ানি খাবার লোভ হয় তাহলে সেটা বিলাসিতা ছাড়া আর কিছুই নয়।
ঠিক সেইরকম ভাবে ধরুন আপনার কাছে যে পোশাক আছে সেটা দিয়ে কাজ চলে যাবে অথচ বিয়ে বাড়ি বা কোন অনুষ্ঠান আসা মানে আপনি আবার বায়না ধরে বসলেন নতুন ড্রেস কিনতে হবে। এটা কে বিলাসিতা বলা হয়। অর্থাৎ এক কথায় বলতে গেলে ‘অপ্রয়োজনে খরচ‘ করার নামই বিলাসিতা। অনেকেই আছেন যারা ছয় মাস বা এক বছর অন্তর নিজেদের গাড়ি চেঞ্জ করতে পছন্দ করেন।
অবশ্যই তাদের কাছে সামর্থ্য আছে বলেই তারা এই সিদ্ধান্ত নেন। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় এমন ঘটনার জন্য মুডের পরিবর্তন ছাড়া অন্য কোন বিশেষ কারণ দায়ী থাকেনা। অর্থাৎ এখানে প্রয়োজনীয়তা নেই তবু বিলাসিতার কারণে ‘অতিরিক্ত খরচ করা‘।
অথচ ভাবতে অবাক লাগে দেশের দারিদ্র সীমার নিচে থাকা মানুষেরা কয়েক কিলোমিটার হেঁটে গিয়ে নিজের কর্মস্থলে বা বাজারে যান ।তাদের একটা সাইকেলও জোটে না। চেষ্টা করলেই কিন্তু যে অতিরিক্ত টাকা খরচ করছেন সেটা অন্যের প্রয়োজন মেটাতে ব্যবহার করতে পারেন আপনি।
আরো পড়ুন – সংসারে থেকে বিবেক বৈরাগ্য সম্পর্কে কোন ধারণা পোষণ করেন কি?
ভেবে দেখুন না। শীতকালে ঠান্ডা আটকাতে আপনার গায়ে দাবি উলের পোশাক। আর ফুটপাতে কেউ ছেঁড়া গেঞ্জি পরে বসে আছেন। এই অবস্থাগুলোর পরিবর্তন তখনই সম্ভব যখন চিন্তাভাবনা বদলাবেন আপনি। আপনাকে বুঝতে হবে বাকি অনেকের থেকে অনেকটা বেশি ভালো আছেন। সারাক্ষণ যদি কি পেলাম না এই হিসেব করতে থাকেন তাহলে যা যা পেয়েছেন সেটা ঠিক কতটা, তার মূল্য দিতে শিখবেন কি?
আরো পড়ুন – কোথায় কখন কেমন পোশাক পরবেন এই নিয়ে কনফিউজ থাকেন? ঘাবড়াবেন না চোখ রাখুন এই প্রতিবেদনে
কিছু মানুষ আছেন যাদের কাছে প্রচুর টাকা আছে বলে তাদের খাওয়া-দাওয়া, পোশাক, বেড়াতে যাওয়া, এইসবের মধ্যেই একটা বড়লোকের চাল লুকিয়ে থাকে। এটা কিন্তু বেশিরভাগ সময়ই বাকিদের দেখানোর জন্য হয়। এটাকে বাংলা ভাষায় বিলাসিতা বলে। সৌখিনতা প্রতিটা মানুষেরই থাকবে ,এটা থাকা কোনও অন্যায় নয়।
কিন্তু সাধ আর সাধ্যের ব্যালেন্স করতে জানাটাও জীবনের শিক্ষার অন্যতম একটা অধ্যায়। যে পথ আপনি হেঁটে যেতে পারেন তার জন্য গাড়ি বুক করার প্রয়োজন আছে কি? অথচ দেখবেন হয়তো আপনার শরীর সুস্থই থাকবে।
আরো পড়ুন – একা একা পড়াশোনা করতে সমস্যা হচ্ছে? আগে মনকে এক জায়গায় একত্রিত করুন, তারপর কেল্লাফতে!
কিন্তু ওই যে নিজের জীবনের স্ট্যান্ডার্ড কোনটা হবে আর কতটা হবে সেটা যদি নির্ধারণ করার মতো ক্ষমতা না থাকে, তাহলে তো বিলাসিতায় ভরা জীবনের সন্ধান করতে গিয়ে সব কিছু একদিন শেষ করে ফেলবেন আপনি নিজেই। প্রয়োজনের আগে কিছু নয় আর প্রয়োজনের অতিরিক্ত কিছু নয় ।অর্থাৎ যেটুকু প্রাপ্য সেটুকুতেই সন্তুষ্ট থাকতে শিখুন।