Breaking Bharat : দুই দশক আগে মার্কিন যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে সন্ত্রাসবাদ থেকে শুরু করে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের উপর হামলার মতো একাধিক ভবিষ্যৎবাণী অবিশ্বাস্যভাবে আগেভাগেই করেছেন ‘বাবা ভাঙা’ (Baba Vanga) নামে পরিচিত অন্ধ নারী ভ্যাঞ্জেলিনা। এমনকী, ২০২২ সালে যে করোনার চেয়েও বড়সড় বিপর্যয়ের মুখোমুখি হতে চলেছে বিশ্ববাসী, সেই ভবিষ্যৎ বাণীও করেছিলেন তিনি।
তাহলে কি যুদ্ধের মতো ভয়াবহ পরিস্থিতির আগাম আঁচই পেয়েছিলেন এই ভবিষ্যৎ-বক্তা? এই নিয়ে যখন নানা গুঞ্জন শোনা যাচ্ছে, তখনই শোনা গেল রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পরিণতির কথা। ফের আর এক ভবিষ্যৎবাণীতে বাবা ভাঙা বলে গেছেন, অদূর ভবিষ্যতে গোটা পৃথিবী কে শাসন করবেন, তাঁর নাম। গোটা পৃথিবীতে একচ্ছত্র শাসন কায়েম করবেন কোন রাষ্ট্রনায়ক? কী বলেছেন বাবা ভাঙা?
গোটা বিশ্ব এই মুহূর্তে তাকিয়ে রয়েছে রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের (Russia-Ukraine war) দিকে। কয়েকদিন আগেই প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin President of Russia) বয়ানে রাশিয়ার আগ্রাসী মনোভাবের পরিচয় পাওয়া গিয়েছিল। তারপর সরাসরি যুদ্ধ ঘোষণা। যদিও রুশ-শক্তিকে পরাস্ত করার জন্য যে ইউক্রেনও প্রস্তুত, তেমনটাই শোনা গিয়েছিল সেই দেশের প্রেসিডেন্ট জেলেনস্কির (Volodymyr Zelenskyy) কথায়।
সব মিলিয়ে ধুন্ধুমার পরিস্থিতি। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ (Russia-Ukraine war) নিয়ে যখন গোটা বিশ্বে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে, তখনই বুলগেরিয়ার ভবিষ্যৎবক্তা বাবা ভাঙার (Baba Vanga) ভবিষ্যৎবাণী শোনা গেল। এই যুদ্ধে যে রাশিয়াই জিতবে, এমনটাই নাকি অনেকদিন আগে জানিয়েছিলেন বাবা ভাঙা।
সম্প্রতি ভাইরাল হওয়া একটি রিপোর্টে বলা হয়েছে সেই কথা। রিপোর্ট অনুসারে, গোটা বিশ্বের মধ্যে পেশিশক্তির দিক থেকে শীর্ষে উঠবে রাশিয়া। বুলগেরিয়ার দৃষ্টিহীন ভবিষ্যত্বক্তার কথা মেনে নিলে ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে আটকানো সম্ভব হবে না। শুধু এই যুদ্ধের পরিণতিই নয়।
অদূর ভবিষ্যতে পৃথিবীতে রাজ করবেন রাশিয়ার প্রেসিডেন্ট, এমনটাও ভবিষ্যৎবাণী বাবা ভাঙা করেছেন বলে সংবাদসূত্রে অনুমান করা হচ্ছে। যদিও রাশিয়ার আগ্রাসী মনোভাবের সমালোচনা করেছে সেই দেশেরই অসংখ্য মানুষ। সেদিক থেকে নিজের গড়েই জনপ্রিয়তা কমবে বটে, তবে বাবা ভাঙার ভবিষ্যৎবাণী অনুসারে এসব সত্ত্বেও গোটা পৃথিবী শাসন করবেন রাশিয়ার বর্তমান প্রেসিডেন্টই।
আরো পড়ুন- Mohammed Siraj : ক্রিকেট ছেড়ে অটো চালানোর পরামর্শ ! সেই সময়ে পাশে পেয়েছিলেন মহেন্দ্র সিং ধোনিকে
সোভিয়েত ইউনিয়নের বিলুপ্তি, চের্নোবিল বিপর্যয়, প্রিন্সেস ডায়নার মৃত্যুর পর এবার রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে ভবিষ্যদ্বাণী। কে এই বাবা ভাঙা? যাঁর ভবিষ্যৎ বাণী অক্ষরে অক্ষরে মিলে যায়! বাবা ভাঙার আসল নাম ভ্যাঞ্জেলিয়া প্যানদেভা দিমিত্রোভা। ১৯১১ সালের ৩১ জানুয়ারি উস্মানীয় সাম্রাজ্যের স্টোসাকিতে তিনি জন্মগ্রহণ করেন। যা বুলগেরিয়ার অন্তর্ভুক্ত।
১৯৯৬ সালে ৮৫ বছর বয়সে মৃত্যু হয় তাঁর। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয়, ভবিষ্যৎ নিয়ে যিনি যতবার মুখ খুলেছেন, সব অবিশ্বাস্যভাবে মিলে গেছে। একদশক আগে দৃষ্টিশক্তি হারিয়েছেন বটে, তবে কি অন্তর্দৃষ্টি দিয়েই তিনি দেখতে পান ভবিষ্যৎ? সেই প্রশ্নের উত্তর ভবিষ্যৎ দেবে। আপাতত যুদ্ধের ক্ষয়ক্ষতির আশঙ্কায় তটস্থ বিশ্ববাসী।
এর আগে চলতি বছর নিয়েও বাবা ভাঙার ভবিষ্যৎ বাণী বিশ্ববাসীর কপালে চিন্তার ভাঁজ ফেলেছিল। ২০২২ সালে করোনার চেয়েও ভয়াবহ সঙ্কট আসতে চলেছে বলেই নাকি তিনি জানিয়েছিলেন। এবছরই গোটা বিশ্বে ভূমিকম্প এবং সুনামির ঝুঁকি বাড়বে এবং অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইন্দোনেশিয়া, ভারতের মতো সমুদ্রের উপকূলে অবস্থিত দেশগুলির অসংখ্য মানুষের মৃত্যু হবে বলেই ভবিষ্যৎ বাণী করেছিলেন তিনি।