Breaking Bharat: বাড়িতে বিয়ে এখন অতীত, ঝকঝকে বিবাহবাসরেই কেল্লাফতে ডেস্টিনেশন ওয়েডিং-এর (Destination Wedding)? বিয়ে শুধু দুজন মানুষের বন্ধন নয়, দুই পরিবারের একে অন্যের সঙ্গে সুখে দুঃখে বেঁচে থাকা। নতুন সম্পর্ক স্থাপনের মুহূর্তকে তাই স্মরণীয় করে রাখতে নানা ধরণের উদ্যোগ নেওয়া হয় (destination wedding ideas)।
আর যত সময় যাচ্ছে ততই আধুনিক মানসিকতায় নিজেকে আপডেট করছে মানুষ। আজকাল ছাদনাতলা মানে সেই পুরনো বাঁশের প্যান্ডেল আর নয়। ঝক্কি এড়াতে আজকাল সকলেই বিবাহবাসর হিসেবে অন্য কোনও বাড়িতে অনুষ্ঠান করার পথ বেছে নেন (destination wedding planner)।
ডেস্টিনেশন ওয়েডিং-এর ফ্যাশন (Destination Wedding) :
আজকাল নামী দামি হোটেল কিংবা বিয়েবাড়িতে জমজমাট বিয়ের আসর বটে। নতুন ব্যাপার হয়েছে ডেস্টিনেশন ওয়েডিং-এর ফ্যাশন। তবে এসবের খরচ কিন্তু কম নয় আর বুকিং করে রাখতে হয় আগে থেকেই। এই প্রতিবেদনে জেনে নিন খুঁটিনাটি।
দেশের বিভিন্ন প্রান্তে আজকাল ডেস্টিনেশন ওয়েডিং কে জনপ্রিয় করতে নানা ধরণের পদক্ষেপ করা হয়েছে। রাজস্থানের যোধপুরে উমেদভবন প্রাসাদ কিন্তু এই দিক থেকে বেশ নামকরা। আর ভিকি ক্যাট এর বিয়ে যেন আরও বেশি করে মানুষের আগ্রহ বাড়িয়ে দিয়েছে (destination wedding packages)।
ইচ্ছে রয়েছে ডেস্টিনেশন ওয়েডিংয়ের?
সেলিব্রেটি বিয়ের স্বপ্ন দেখেন যারা তাদের জন্য আদর্শ বিবাহ বাসর। কিন্তু পকেট কতটা আপনাকে সমর্থন করবে সেই দিকে নজর দেওয়া দরকার। দেখুন যদি কলকাতার কথাই ভাবেন তাহলে উত্তর কলকাতার বিয়ে বাড়ি আর নলবনে বিয়ের আয়োজন নিশ্চয় এক খরচ হবে না!
আসলে যেমন গুড় তেমন মিষ্টি বিষয়টা এক্ষেত্রেও যথেষ্ট ভাবে উপযুক্ত। উমেদভবন প্রাসাদের ভেতরে রয়েছে দারুণ কিছু স্থাপত্যের নিদর্শন। নিজের চোখে না দেখলে সেই রাজকীয় অনুভূতি বুঝতেই পারবেন না।
আরো পড়ুন – adventure : অ্যাডভেঞ্চার ভালবাসেন? এক একটা অ্যাডভেঞ্চার করতে প্রায় ৩০ লক্ষের মতো খরচ! জানেন?
এখানে রাজাদের কথা ভেবে প্রতিটি প্যালেস তৈরি করা হয়েছে তাই সাধারণ মানুষ মানে ধরুন সেলিব্রেটিদের জন্য এক রাতের থাকার খরচ প্রায় অজ্ঞান হয়ে যাওয়ার মতো। বিয়ে করার স্বপ্ন দেখা ভাল তবে যদি এখানেই বিয়ে করতে চান তাহলে মোটামুটি সাড়ে তিন কোটির বাজেট রাখুন।
রাজস্থানের উদয়পুরের বিলাসবহুল ওবেরয় উদয়ভিলাস:
রাজস্থানের উদয়পুরের বিলাসবহুল ওবেরয় উদয়ভিলাস এই দিকে বেশ নাম করা। বিশ্বের সবচেয়ে খরচ সাপেক্ষ বিয়ের মণ্ডপের মধ্যে এটি একটি। এক ছাদের নিচে সব কিছু। স্যুট থেকে রেস্তোরাঁ, বিলাসবহুল জীবন যাত্রায় যারা বিশ্বাসী তাদের বলি এখানে বিয়ে করতে চাইলে কম করে ৫ লক্ষ ৯৮ হাজার ৫৫২ টাকা খরচ হবে।
ডেস্টিনেশন ইটালি রোম্যান্সের শহর:
এবার বিদেশে যাওয়া যাক। ডেস্টিনেশন ইটালি। স্বপ্নের আর রোম্যান্সের শহর। একাদশ শতকে তৈরি হওয়া হোটেলের নাম সবার মুখে মুখে ঘোরে। বেলমন্ড হোটেল কারুসো- নাম শুনেছেন তো? ৫০ টি দারুণ সুন্দর চোখ ধাঁধানো ঘর আর স্যুট রয়েছে। এক রাতের থাকার খরচ ১ লক্ষ ৩৮ হাজার ৪১৫ টাকা।
আরো পড়ুন – falling in love : প্রেমের বড় শক্তি হলো বিশ্বাস, তাই বিশ্বাসঘাতকের সঙ্গে প্রেম করার আগে সাবধান!
মানে এখানে বিয়ে করতে গেলে ৩ কোটি ২১ লক্ষ ৭২হাজার ১৭০ টাকা মতো বাজেট রাখতে হবে আপনাকে। উত্তর ক্যারোলিনা তে অবস্থিত দ্য বিল্টমোর এস্টেট কে যদি নিজের বিবাহবাসর হিসেবে বেছে নিতে চান তাহলে জানিয়ে রাখি প্যাকেজের দাম শুরু হয় ৩৭ লক্ষ ৭৮ হাজার ৩৫৯ টাকা থেকে৷
নিজের পকেট দেখে আর এই হিসেব মিলিয়ে বিয়ে করার সাধ এখনও আছে (all-inclusive destination weddings)?