Breaking Bharat: পর পর দুটো ম্যাচে হেরে গিয়েও সেমি ফাইনালে পৌঁছনোর ক্ষীণ আশা এখনো কিন্তু আছে ভারতের কাছে। কিন্তু তার জন্য রয়েছে জটিল কিছু শর্ত।যেগুলো বাস্তবায়িত হলেই টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে ভারত পৌঁছে যাবে সেমি ফাইনালে।
আসুন জানা যাক শর্ত গুলি কি কি :
পাকিস্তান ও নিউজিল্যান্ডের (Pakistan and New Zealand) কাছে লজ্জার হারের পরেও বিশ্বকাপের শেষ চারে ওঠার সঞ্জীবনী পেয়ে যাবে বিরাট বাহিনী।যা প্রায় অসম্ভব। কিন্তু খেলার ডিকশনারিতে যে অসম্ভব বলে কোনো শব্দ নেই
টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup) খেলা হচ্ছে সুপার টুয়েলভ ফর্ম্যাটে। যোগ্যতা অর্জনকারী ১২টি দলকে ভাগ করা হয়েছে দুই গ্রুপে। অর্থাৎ প্রতি গ্রুপে রয়েছে ৬টি করে দল। দুই গ্রুপ থেকে পয়েন্ট টেবিলের প্রথম দুইয়ে থাকা দুটি করে দল সেমিফাইনালে যাবে।
ভারত রয়েছে গ্রুপ ২-তে। আর গ্রুপ পর্বে প্রথম দুই ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের একদম শেষে রয়েছে কোহলিরা। অন্যদিকে পর পর তিনটি ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে একেবারে ওপরে পাকিস্তান। ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তার পরেই রয়েছে আফগানিস্তান। ২ পয়েন্ট নিয়ে তিন নম্বরে নিউজিল্যান্ড। ২ ম্যাচের একটিতে জিতে নামিবিয়া রয়েছে চার নম্বরে। ভারত রয়েছে শেষের আগের স্থানে।
কি হলে ঘুরতে পারে ভারতের ভাগ্যের চাকা?
প্রথমেই জানিয়ে রাখি সেমিফাইনালে পৌঁছতে হলে ভারতকে বাকি তিনটি ম্যাচই জিততেই হবে, আর সেটাও বড় ব্যবধানে। তাই তিনটি ম্যাচ ই ভারতের জন্য do or die এর লড়াই
ইতিমধ্যেই পাকিস্তান ৬ পয়েন্ট পেয়ে সেমিফাইনালের জায়গা পাকা করে নিয়েছে। ফলে যেই ভারতের চিরশত্রু পাকিস্তান সেই পাক বাহিনী যদি সব ম্যাচ যেতে তাহলে সুবিধা হবে ভারতের।
পর পর দুটো ম্যাচে হেরে গিয়েও এখনোফাইনালে পৌঁছনোর ক্ষীণ আশা এখনো রয়েছে বিরাট বাহিনীর।ভারতের ম্যাচ বাকি আফগানিস্তান, নামিবিয়া ও স্কটল্যান্ডের বিরুদ্ধে