Breaking Bharat: বিবাহিত প্রাক্তনকে বিয়ে করার চাহিদা কি বিকৃত কামনা (Demand to marry a married ex)? তাতে কি? ভাল থাকতে পারবেন? ভালবাসা জীবনে একবার আসে নাকি বারবার এটা নিয়ে একাধিক প্রশ্ন রয়েছে বটে। কিন্তু এটা সত্যি কথা যে কিছু অনুভূতি সত্যি ভোলা যায় না।
কিন্তু কোনটা প্রেম আর কোনটা জেদ সেটা বুঝতে না পারলে জীবনে বড় বিপদ। অর্থাৎ ভালবাসা বা মন্দবাসার ক্ষেত্রে একটা সীমারেখা টানা দরকার। সব সম্পরকেই একটা দাঁড়ি টানতে হয়, থামতে জানতে হয় । ছোটবেলার প্রেম সবসময় বড় বেলায় পরিনতি পায় না।
তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর:
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত দেবদাস গল্প যেন এই ঘটনাকে বেশি করে তুলে ধরে। অনেকেই নিজের জীবনের সঙ্গে মিল খুঁজে পান। কিন্তু সবসময় যাকে ভালবাসেন তাকেই সারা জীবনের মত নিজের করে পাওয়ার আশা সবার থাকে, কিন্তু সেটা না হলে খারাপ লাগতে পারে তবে জেদ চেপে যেন না বসে।
তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর – বলার ক্ষমতা সকলের থাকে কি? হয়তো না। তাহলে ভুলে যাওয়া টাই ভাল। কেউ যদি ভুলতে না পারেন তাহলে বাড়ে সমস্যা। অনেক ক্ষেত্রেই দেখা যায় যাকে ভালবাসেন তাকে পাওয়া হল না। তার অন্য কোথাও বিয়ে ঠিক হল বা বিয়ে হয়ে গেল।
আরো পড়ুন – Abu Abdullah : ৬৩ বছরের এক ব্যবসায়ী ৫৩ বার বিয়ে করেছেন। ভাবা যায়! নাম আবু আবদুল্লাহ্
এবার তাকে তো নিজের মতো করে জীবনে এগতে হবে। আপনিও তাই চেষ্টা করুন। পুরনো প্রেমের সঙ্গে যদি দেখা না হয় তাহলে হয়তো স্মৃতি কিছুটা আবছা হতে পারে কিন্তু আবার যদি হঠাৎ দেখা হয় তাহলে মাথায় রাখুন প্রতিহিংসার যেন জন্ম না হয়।
বিবাহিত প্রাক্তনকে ফের বিয়ে :
প্রাক্তনের সঙ্গে দেখা হলে বন্ধুত্ব বাড়তে পারে কিন্তু সেটা থেকে যেন খারাপ কোনও দিক না তৈরি হয়। যে নিজের জীবনে ভাল আছে তাকে আপনার জীবনে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করে সবার জীবন দুর্বিষহ করে তোলার কী দরকার? যদি মনে হয় এরকম সম্ভাবনা তৈরি হচ্ছে আপনার মধ্যে তাহলে অবিলম্বে ডাক্তারের পরামর্শ নিন।
আরো পড়ুন – বিয়ের প্রথম রাতে মেয়ে এবং জামাইয়ের সঙ্গে মেয়ের মা রাত কাটান, ভাবতে পারেন?
কারন এটা মানসিক রোগ। ধরুন আপনি বিবাহিত প্রাক্তনকে ফের বিয়ে করে নিলেন । তাতে কি? ভাল থাকতে পারবেন? আসলে তাকে পাওয়া টা আপনার জেদ আর বিকৃত কামনার যোগফল। যা একের পর এক সম্পর্কে নষ্ট করে দেয়।
আরো পড়ুন – Hanuman puja : উত্তরাখণ্ডে হনুমানের পুজো করা কেন নিষিদ্ধ? কিন্তু মানুষ কেন দেবতার উপর রেগে গেল?
চিকিৎসকেরা বলেন আসলে না পাওয়া থেকে বিদ্বেষ তৈরি হয়। সেই থেকে তৈরি হয় এমন কিছু চাহিদা যা কিছুটা অস্বাভাবিক। এরসঙ্গে শরীরের সম্পর্ক জড়িয়ে আছে। শারীরিক চাহিদা থেকে জন্ম নেয় বিকৃত কামনা। এইসবের সঙ্গে নিজেকে যত জড়াবেন সুস্থতার পথ থেকে সরে যাবেন অনেক দূরে। স্বাভাবিক জীবনে ফিরতে বিশেষজ্ঞদের পরামর্শ নিন।