Breaking Bharat: ডেকান ওডিসি! রেলগাড়ি চড়তে কত খরচ হতে পারে? এক রাতের ভাড়া ১১ লক্ষ টাকা হতে পারে? শুনতে কথাটা গল্পের মত লাগলেও আসলে এটা গল্প নয় সত্যি। এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য সস্তায় পুষ্টিকর পরিবহন ব্যবস্থা হচ্ছে রেল যাত্রা। বিমানে ভাড়া বেশি, জাহাজের সময় বেশি লাগে আর বাসে যেতে অনেকেই পছন্দ করেন না।
তাহলে হাতে রইলো কী? ঠিক ধরেছেন ট্রেনের কথাই বলছি আমরা। কিন্তু আজকের আলোচ্য কোনও সাধারণ ট্রেন নয়। আমরা এই দেশের এমন এক ট্রেনের কথা বলব যাতে ভ্রমণ করতে হলে মোটামুটি সাত প্রজন্মের ভাড়া লেগে যাবে বলে মনে হবে আপনার। এই না হলে বাদশাহী ট্রেন!
ডেকান ওডিসি ট্রেন কয়টি?
জীবন অত্যন্ত দ্রুততার সঙ্গে এগিয়ে চলেছে আজকাল। এক স্থান থেকে অন্য স্থানে তাড়াতাড়ি যেতে হবে প্রত্যেককে, হাতে সময় নেই। ঠিক এরকম চিন্তা ভাবনা করেন যেসব মানুষ তাদের জন্যই ‘ডেকান ওডিসি ট্রেন‘। সুসজ্জিত এই ট্রেন যাত্রা যথেষ্ট রোমাঞ্চকর। এক ট্রেনে পাওয়া যাবে যাবতীয় সুযোগ সুবিধা তাই অবশ্যই দাম তো একটু বেশি লাগবেই তাই না?
তাই এক রাতের ভাড়া মাত্র১১ লক্ষ টাকা। তাহলে চলুন একটু পরিচয় করা যাক এই ট্রেনের সঙ্গে। ভারতের বিখ্যাত প্যালেস অন হুইলসের মতো বিলাসবহুল ট্রেনগুলির মধ্যে অন্যতম হল ‘ডেকান ওডিসি‘। মানে এই ট্রেনে সফর করতে করতে মহারাষ্ট্রের সৌন্দর্যকে এত কাছ থেকে দেখতে পাবেন আপনি যে সেই অভিজ্ঞতা ভুলতেও পারবেন না।
আপনি জানেন এই ট্রেনের কামরায় মধ্যে রয়েছে চমক। ট্রেনে চড়লে সপ্তদশ শতকের রাজা মহারাজাদের জীবন যাত্রা, কাজকর্ম এবং রাজকীয় শৈলীর অভিজ্ঞতা লাভ করতে পারবেন যাত্রীরা। সুতরাং একদিনেই বাদশাহি জীবন যাপনের সুযোগ পাচ্ছেন আপনি। ট্রেনে রয়েছে একুশটি বিলাসবহুল কোচ, যার মধ্যে এগারোটি যাত্রীদের থাকার জন্য ব্যবহার করা হয়।
আরো পড়ুন – ‘স্টেগনোগ্রাফি’ বলতে আপনি কী বোঝেন? প্রযুক্তিবিদ্যার সঙ্গে জড়িত এই বিদ্যা কোন কাজে লাগবে আপনার?
বাকি ১০ লাউঞ্জগুলি স্পা করার জন্য, খাবার খাওয়ার জায়গা হিসেবে, অনুষ্ঠান আয়োজনের জন্য ব্যবহৃত হয় । ফ্রি ওয়াই ফাই থেকে শুরু করে এসি পরিষেবা সব কিছুই এই ট্রেনে পারফেক্ট। কোচগুলোতে কিউরেটেড ডিজাইনিং, প্রাইভেট ফোন, অ্যাটাচড্ ওয়াশরুম তো থাকছেই সঙ্গে আবার একজন ব্যক্তিগত পরিচারক এবং আরও অনেক রকম ব্যবস্থা রয়েছে ভ্রমণকারীদের জন্য।
আরো পড়ুন – আবর্জনা! পৃথিবী বিপন্ন জানেন কেন? এবার আপনার কাঁধেই বড় দায়িত্ব !
রিগ্যাল কেবিন, মাল্টি-ডিশ রেস্তোরাঁ থেকে শুরু করে হাই-টেক কনফারেন্স কার – এক কথায় অনেক কিছুই রয়েছে ডেকান ওডিসি ট্রেনে। ১৯১ বর্গ ফিট সম্পন্ন প্রেসিডেনশিয়াল স্যুট কিংবা ৯৫ বর্গ ফিটের ডিলাক্স কেবিন – যেটা খুশি বেছে নিতে পারেন আপনি ।
আরো পড়ুন – বিছানায় খাবার! প্রবাদ আছে ” খেতে পেলে শুতে চায়” , কিন্তু তাই বলে শোবার জায়গা খাওয়া কি যায়?
জুয়েলস্ অফ ডেকান , মহারাষ্ট্র স্প্লেন্ডার , গুজরাটের গুপ্তধন কিংবা ভারতীয় প্রবাস – নিজের পছন্দের ট্রিপ বেছে নিয়ে টিকিট বুক করতে পারবেন আপনি। প্রায় সব ট্রিপের জন্যই সাত রাত আর আট দিন লাগবে আপনার।
বিদেশিদের ডিলাক্স কেবিনে এক জনের জন্য খরচ ৫,৯৮,৪৬৮ টাকা এবং ভারতীয়দের ৫,১২,৪০০ টাকা। প্রেসিডেনশিয়াল স্যুট বিদেশীরা ব্যবহার করতে চাইলে এক জনের জন্য ১২,৯৬,২৬৫ টাকা, ভারতীয় হলে ১১,০৯,৮৫০ টাকা। একবার যাত্রা করতে চান নাকি?