Breaking Bharat: ইতিহাস সৃষ্টিকারী DDLJ দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে-র এক মারাত্মক ভুলের জন্য এ কী হল? ভারতীয় সিনেমা জগতে তৈরি হয়েছে ইতিহাস। এমন এক প্রেমের ছবি যা ভালবাসা আর সম্পর্কের বন্ধনকে আরও মজবুত করেছিল।
আপামর দেশবাসি এই ছবি দেখে ভালবাসাকেও নতুন করে বুঝেছিল। একটা প্রেমের গল্প একটা পরিবারের সঙ্গে জুড়ে থাকা সংস্কৃতি আর তার চারপাশকে কতটা প্রভাবিত করতে পারে তাই দেখিয়েছিল এই ছবি। ভালবাসাকে নতুন করে ভালবাসতে শিখিয়েছিল এই ছবি।
শাহরুখ আর কাজল বলিউডের সেরা রোমান্টিক জুটি:
প্রজন্মের পর প্রজন্ম রাজ ও সিমরনের প্রেম দেখে নিজেদের জীবন আর ভালবাসাকে এগিয়ে নিয়ে যেতে চেয়েছিলেন। শাহরুখ আর কাজল বলিউডের কাছে সেরা রোমান্টিক জুটি হিসেবে নিজেদের একটা বিশেষ পরিচিতি তৈরি করতে পেরে ছিলেন। তাই তো সবথেকে বেশি দিন ধরে এই সিনেমা হলে চলার রেকর্ড গড়েছে।
কিন্তু এই সিনেমা নিয়ে বিতর্ক কম হয়নি। বিশেষ করে এতবার দর্শক এই ছবি দেখেছেন যেন প্রতিটি সিন তাঁদের মুখস্থ হয়ে গেছে। সেই ছবিতে কাজলের একটি সিনে ড্রেস নিয়ে তৈরি হল বিতর্ক (A movie dress of Kajol created a controversy)। আজ সেই কথাই বলছি আপনাদের।
দিলওয়ালে দুলহানাইয়া লে জায়েঙ্গে (Dilwale Dulhania Le Jayenge):
একটা সিনেমা এমনি এমনি হিট হয় না, সঙ্গে থাকে হাজার একটা কারণ। একটা স্টোরি লাইন ভেবে নিয়ে গল্প এগোতে থাকে। সেই মতো দৃশ্যাবলীর শুটিং হতে থাকে। সেখানেই কস্টিউম লুকের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দিলওয়ালে দুলহানাইয়া লে জায়েঙ্গে (Dilwale Dulhania Le Jayenge) মানেই জনপ্রিয় কিছু গান আর ইমোশন। সেইরকম একটি গানের নাম ” মেরে খোওয়াব মে জো আয়ে” ।
আরো পড়ুন – Naga Sanyasi : মকর সংক্রান্তিতে যাদের ভিড় গঙ্গাসাগর জুড়ে, সেই নাগা সন্ন্যাসীদের জীবন কেমন?
আর এই গানের দ্বিতীয় অন্তরায় কাজল একটি সাদা রঙের স্কার্ট ও টপ পরতে দেখা যায়। এই ড্রেস ডিজাইন করেছিলেন মনীশ মালহোত্রা। তাঁর উপর আস্থা রাখলেও তিনি একটি মারাত্মক ভুল করে ফেলেছিলেন। যার মাশুল আজও দিয়ে চলেছে এই ছবি আর নির্মাতারা।
কিন্তু সেখানে ভুল? আসলে ভুল মানেই স্কার্ট- এর ঝুল:
বারবার নানা প্রশ্নের মুখের পড়তে হয়েছে কাজলকেও। এরই সবটাই বিহাইন্ড দ্য সিনস গল্প থেকে পাওয়া। যদিও এর সত্যতা যাচাই করা হয় নি। কাজলের সেই পোশাক আজ পর্যন্তও দুর্দান্ত হিট!এখনও অনেককে সেই লুক রিক্রিয়েট করতে দেখা যায়। কিন্তু সেখানে ভুল? আসলে ভুল মানেই স্কার্ট- এর ঝুল।
আরো পড়ুন – kochuri : প্রচন্ড খিদে পেয়েছে? গরম গরম কচুরি আপনার জীবন বাঁচাতে পারে সে কথা জানেন?
আদিত্য চোপড়া মনীশ মালহোত্রার ড্রেস একদমই পছন্দ করেন নি। তিনি মনীশ মালহোত্রাকে স্কার্টের ঝুল আরও একটু ছোট করতে বলেছিলেন। কিন্তু মনীশ সময়ের মধ্যে কাজ শেষ করতে গিয়ে স্কার্টটি এতটাই ছোট করে দেন যে, তা মিনি স্কার্ট হয়ে যায়! ব্যাস এবার তো মহা মুশকিল।
আরো পড়ুন – Fuchka History: ফুচকার প্রথম আবিষ্কার! মহাভারতে ফুচকার সূচনা দ্রৌপদীর হাত ধরে?
কিন্তু উপায় মিলল, কাজল ওই ড্রেস পরেই শুটিং করলেন, আর তৈরি হল রেকর্ড। জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গেল এই গানের দৃশ্যায়ন। একটা ভুল আর রেকর্ডের বন্যা! ভাবা যায় (Dilwale Dulhania Le Jayenge controversy)?