Breaking Bharat: অনেকটাই দাম কমল Redmi কোম্পানির বিভিন্ন ফোনের? জেনে নিন আকর্ষণীয় অফার। রেডমির কোন কোন ফোনের কত দাম কমলো, দেখে নিন এক নজরে।
আজকের দিনে দাঁড়িয়ে মানুষ নতুন নতুন প্রযুক্তির সঙ্গে নিজেকে প্রতি মুহূর্তে পরিচিত হতে চান। আর তাই বিভিন্ন সংস্থা তাঁদের সেরা উজাড় করে গ্রাহকদের সামনে নিয়ে আসার চেষ্টা করছে। কিন্তু ব্র্যান্ড মানেই সেখানে দামের একটা ব্যাপার। সাধারণ মানুষ সেই কথা ভেবেই থমকে যেতে পছন্দ করেন।
রেডমি ফোনের আকর্ষণীয় অফার:
আর তাই হয়তো অনেক কিছুর ইচ্ছে থাকলেও বাস্তবে তার কার্যকরী প্রয়োগ সম্ভব হয় না। এবার তাঁদের জন্য এল সুখবর, একধাক্কায় অনেকটাই দাম কমলো Redmi কোম্পানির বিভিন্ন ফোনের। মানে Redmi Note 12 5G, Redmi K50i, Redmi 12C ও Xiaomi 12 Pro- এর দাম প্রায় ২০ হাজার টাকা পর্যন্ত কমনো হয়েছে জানেন?
তাই যারা Redmi Note 12 5G, Redmi K50i, Redmi 12C এবং Xiaomi 12 Pro কেনার পরিকল্পনা করেছিলেন কিন্তু অনেক দামের জন্য কিছুতেই আর কিনে উঠতে পারছিলেন না। এবার তাঁরা খুব খুশি হবেন বলাই বাহুল্য।
এর আগে রেডমি নোট ১২ ৫জি স্মার্টফোনকে ২১,৯৯৯ টাকায় লঞ্চ করা হয়েছিল। তবে এখন এর দাম অনেকটা কমে গেল মানে ধরুন প্রায় ৭,০০০ টাকা কমানো হয়েছে। তাই মাত্র ১৪,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে এই ফোন। এতে ৬.৬৭-ইঞ্চির ফুল এইচডি প্লাস Samsung AMOLED ডিসপ্লে পাবেন আপনি যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ১২০০ নিট পিক ব্রাইটনেস এবং ২৪০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করে।
আরো পড়ুন – Kawasaki কোম্পানির বাইক পছন্দ করেন? এসে গেল 300cc-র সবচেয়ে শক্তিশালী স্পোর্টস বাইক!
সঙ্গে আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪ জেন ১ প্রসেসর উপস্থিত। এখানে শেষ নয়, অপারেটিং সিস্টেম হিসাবে এই হ্যান্ডসেটে অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক এমআইইউআই ১৩ (MIUI 13) কাস্টম স্কিন পাওয়া যাবে।
এবার বলি রেডমি কে৫০আই স্মার্টফোনের কথা। এতদিন ২৫,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছিল এই ফোন কিন্তু এবার ৭,০০০ টাকা মূল্য কমে পর এটিকে মাত্র ১৮,৯৯৯ টাকায় পকেটস্থ করা যাবে।এই ৫জি স্মার্টফোনে ৬.৬ ইঞ্চির ফুল এইচডি প্লাস LCD ডিসপ্লে রয়েছে।
আরো পড়ুন – Ather 450S: খুব কম দামি ইলেকট্রিক স্কুটার পেতে চান? তাহলে এই প্রতিবেদন অবশ্যই পড়ুন
এই ফোনে LED ফ্ল্যাশ লাইট সমেত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে যা ৬পি লেন্স যুক্ত ৬৪ মেগাপিক্সেল স্যামসাং আইএসওসেল জিডব্লিউ১ প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর।
এবার বলা যাক রেডমি ১২সি স্মার্টফোনের ব্যাপারে। এটি দুই স্টোরেজ ভ্যারিয়েন্টের সাথে লঞ্চ করা হয়েছিল, যথা – ৪ জিবি র্যাম + ৬৪ জিবি স্টোরেজ এবং ৬ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ। যার মধ্যে ৬ জিবি র্যাম ভ্যারিয়েন্টের দাম ১০,৪৯৯ টাকা রাখা হয়েছিল।
আরো পড়ুন – নায়িকাদের ব্যক্তিগত ভিডিও ফাঁস? পরীমণির স্বামী শরিফুল কি আবার শিরোনামে?
কিন্তু এখন এই স্টোরেজ অপশনের দাম ২,০০০ টাকা কমে গেল। এতে মিডিয়াটেক হেলিও জি৮৫ চিপসেট ব্যবহার করা হয়েছে। স্ট্যান্ডার্ড ১০ ওয়াট চার্জিং প্রযুক্তির সমর্থন সহ ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে। এটি – ল্যাভেন্ডার পার্পল, মিন্ট গ্রিন, রয়্যাল ব্লু এবং ম্যাট ব্ল্যাক কালার বিকল্পে উপলব্ধ৷
আরো পড়ুন – Samsung Galaxy F54: স্যামসাং গ্যালাক্সি F54 5G আপনাকে কী চমক দেবে জানেন?
আর সবথেকে বড় কথা হল ৬২,৯৯৯ টাকা দামের শাওমি ১২ প্রো স্মার্টফোনের দাম ২০,০০০ টাকা কমানো হয়েছে। তাহলে দাম দাঁড়াল ৪২,৯৯৯ টাকা। এই ফোনে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্রোটেকশন সহ ৬.৭৩ ইঞ্চির WQHD+স্যামসাং ই৫ অ্যামোলেড এলটিপিও ডিসপ্লে আছে।