Breaking Bharat : এলপিজি গ্রাহকদের জন্য (LPG Customers) এবার সুখবর । ভর্তুকির টাকা ঢুকছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তবে এক্ষেত্রে অনেকেই হয়তো জানেন না, ভর্তুকির রাশি চাইলে ঘরে বসেই চেক করতে পারেন গ্রাহকরা। সেক্ষেত্রে এলপিজি-র পোর্টালে নির্দেশিত নিয়মাবলী অনুসরণ করলেই গ্রাহক জানতে পারবেন এলপিজি-র সাবসিডি বাবদ কত টাকা তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়েছে।
গ্যাস বুক করার ক্ষেত্রে সাবসিডি-র টাকা পাওয়া নিয়ে গ্রাহকদের মনে নানারকম সংশয় লক্ষ্য করা গেছে। কেউ কেউ অভিযোগ করছিলেন, তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়ছে না এলপিজি-র সাবসিডি-র টাকা। কেউ কেউ আবার ব্যাঙ্কে জমা পড়া রাশির গরমিলের অভিযোগও করেছেন। কারও অ্যাকাউন্টে জমা পড়েছে ৭৯ টাকা ২৬ পয়সা।
আবার কারও অ্যাকাউন্টে জমা পড়েছে ১৫৮ টাকা ৫২ পয়সা। কখনও এমনও শোনা গেছে, কেউ কেউ সাবসিডি বাবদ ২৩৭ টাকার কাছাকাছিও পেয়েছেন। তবে এবার সেই জল্পনার অবসান হতে চলেছে। সূত্রের খবর, সাবসিডি-র টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করা হচ্ছে। আর সেই তথ্য জানতে ব্যাঙ্কেও যেতে হবে না। ঘরে বসেই গ্রাহক দেখতে পাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়া রাশির পরিমাণ।
আরো পড়ুন- Over in Walkie-talkie : ফোনে হ্যালো, কিন্তু ওয়াকিটকিতে কথা বলতে গেলে ওভার কেন বলতে হয় ?
এক্ষেত্রে কয়েকটি নিয়ম আপনাকে অনুসরণ করতে হবে। প্রথমেই আপনার মোবাইলের ইন্টারনেট ব্রাউজারে গিয়ে www.mylpg.in পোর্টালে যেতে হবে। এরপর যে ইন্টারফেসটি দেখা যাবে, তার ডানদিকে এলপিজি-র কোম্পানির নাম এবং গ্যাস সিলিন্ডারের একটি ছবি দেখা যাবে। আপনি যে সার্ভিস প্রোভাইডারের অন্তর্ভুক্ত, সেটি সিলেক্ট করে গ্যাস সিলিন্ডারের ওপর ক্লিক করুন। এরপর যে ইন্টারফেসটি দেখা যাবে, সেখানে ‘সাইন ইন’ অপশন দেখা যাবে।
আরো পড়ুন- Deslai box: একটা দেশলাই কাঠি জ্বালালে আগুন পাবেন, কিন্তু কী করে তা সম্ভব হয় জানেন ?
সেখানে ক্লিক করতে হবে। যদি ইউজার আইডি থাকে, তাহলে তা নির্দিষ্ট জায়াগায় পূরণ করতে হবে। যাঁদের ইউজার আইডি নেই, তাঁদের ক্ষেত্রে স্ক্রিনের ডানদিকে ‘নিউ ইউজার’ অপশনে গিয়ে ‘লগ ইন’ করতে হবে। এরপর মোবাইলে যে স্ক্রিনটি দেখা যাবে, তার ডানদিকে ‘ভিউ সিলিন্ডার বুকিং হিস্ট্রি’ নামে যে অপশন থাকবে সেখানে ক্লিক করলেই আগে করা গ্যাস বুকিংয়ের যাবতীয় রেকর্ড পাওয়া যাবে। সেখানেই দেখা যাবে, এলপিজি বাবদ গ্রাহক কত টাকা পেয়েছেন!
আরো পড়ুন- Mobile Battery: এখনকার মোবাইলে ব্যাটারি খোলা যায় না ! কেন বলুনতো এই পরিবর্তন ?
যদি সেখানেও সাবসিডির রাশিতে গরমিল দেখা যায়, তাহলে সরাসরি যোগাযোগ করতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে। নতুন সিলিন্ডার ‘বুক’ করে যদি সাবসিডির টাকা না পেয়ে থাকেন, তা হলে ‘ফিডব্যাক বাটনে’ ক্লিক করতে হবে। এছাড়া গ্রাহক চাইলে এই বিষয়ে ‘কমপ্লেন’ও করতে পারেন। টোল ফ্রি নম্বর 18002333555-এ ‘কল’ করে জানানো যাবে অভিযোগ।
তবে এক্ষেত্রে জেনে রাখা দরকার, এলপিজি সংযোগের সঙ্গে আধার লিঙ্ক করাতে হবে। আর কোনও গ্রাহকের বার্ষিক আয় যদি ১০ লাখ টাকা বা তার বেশি হয়, সেক্ষেত্রে এলপিজি-র সাবসিডি পাওয়া যায় না।