Sunglasses in courtroom: রোদ চশমা সানগ্লাস ব্যবহার করেন? কিন্তু সানগ্লাসের সঙ্গে বিচার ব্যবস্থার কি সম্পর্ক? আর কোন কোন কারণে জনপ্রিয় হল রোদ চশমা? তাছাড়াও রোদ উঠলে রোদ থেকে নিজেকে আড়াল করতে ছাতার পাশাপাশি সানগ্লাস ব্যবহার করা হয়। অথচ এই সানগ্লাসের জন্ম বৃত্তান্ত শুনলে চমকে যাবেন আপনি। আজকে সেই রহস্যই উদঘাটন করব আপনাদের কাছে (Courtroom relationship with sunglasses)।
কী ভাবে আদালতের কাজে ব্যবহার হত চশমা?
এই পৃথিবীতে প্রতি মুহুর্তে কত ঘটনা ঘটছে সেটাকে এক কথায় প্রকাশ করা খুবই মুশকিল। কিন্তু বিষয়টা হলো কিছু কিছু ঘটনা সম্পর্কিত তথ্য না জানতে পারলে নিজের জ্ঞান সম্পর্কিত প্রশ্ন থেকেই যায়। যেমন ধরুন প্রতিদিনের ব্যবহার করা জিনিসপত্র বিষয় কেউ যদি হুট করে জিজ্ঞাসা করে আমরা কিছু বলতে পারি না।
এটা বোধহয় ঠিক নয়। তাহলে এই পরিস্থিতি বদলাতে খুটিনাটি বিষয় জানতে হবে আমাদের। যত সময় যাচ্ছে তত প্রবাহের প্রভাব বাড়বে, এই কথা বলেছেন হাওয়া অফিসের কর্তারা। এখন ভাবতেই পারেন এই প্রতিবেদনের সঙ্গে তাপপ্রবাহের কী সম্পর্ক।
নিজেকে বাঁচাতে সানগ্লাস ব্যবহার:
এখনকার দিনে অবশ্য শুধু মাত্র রোদ থেকে নিজেকে বাঁচাতে সানগ্লাস ব্যবহার করা হয়, এই কথাটা ঠিক নয়। কারণ ফ্যাশনের অন্য নাম এই সানগ্লাস (sunglasses)। যতদিন যাচ্ছে একেবারে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যাচ্ছে।
রোদ আটকাতে তো বটেই প্রিয়জনকে ইমপ্রেস করতেও এই সানগ্লাসের সঙ্গে পাল্লা দিয়ে উঠতে পারছে না কেউই। একদিকে স্বাস্থ্যরক্ষা হচ্ছে অন্যদিকে আবার নিজের স্টাইল বজায় রাখা হচ্ছে। কিন্তু আজকাল যাকে আমরা ‘রোদ চশমা‘ বলছি নিজেদের চোখ বাঁচাবার জন্য, আসলে এই চশমা কিন্তু সেই উদ্দেশ্যে তৈরি হয়নি।
ব্যাপারটা কেমন গোলমেলে মনে হচ্ছে না? এই প্রশ্ন আমাদের মনেও ছিল আর তাই আমরা এই বিষয়ে খোঁজ খবর নিতে শুরু করি। সেখান থেকে যেটুকু জানতে পারলাম সবটাই তুলে ধরলাম আপনাদের কাছে।
উকিলদের চোখ আড়াল করতেই রঙিন চশমা?
জানলে অবাক হবেন হয়তো কিন্তু সত্যিটা হল উকিলদের চোখের কথা আড়াল করতেই তৈরি হয় এই ‘রঙিন চশমা‘। জন্মস্থান অবশ্য চীন। ১২০০ শতাব্দীতে ভারতের প্রতিবেশী রাষ্ট্র এই চশমা তৈরি করে (sunglasses in courtroom)।
আরো পড়ুন – পারফেক্ট ব্রেস্ট সাইজ! স্তনের আকার বড় করবেন কি করে? রইলো বক্ষ সৌন্দর্য করার উপায়
তার আগে পর্যন্ত এই ধরনের ‘চশমা’ যে তৈরি করা যেতে পারে বা ব্যবহার করা যেতে পারে এমন ধারণা বিশ্বের মানুষের কাছে ছিল না। আমরা যে সময়ের কথা বলছি সেই সময়ে চীনে যখন আদালত বসত তখন বিচারক যাতে কোন পক্ষের প্রতি দুর্বল না হয়ে পড়েন , তাই ধোঁয়াটে স্ফটিকের একটি চশমা জাতীয় জিনিস চোখে পরে থাকতেন।
আরো পড়ুন – House clean: নিয়মিত ঘরকে পরিষ্কার রাখেন কি? ঘরে ঝুল পড়া কোনও অশুভ ঘটনার লক্ষণ?
এর কারণটা খুব স্পষ্ট। যিনি বক্তব্য রাখছেন তাঁর বক্তব্য শুনে বিচারকের অভিব্যক্তির পরিবর্তন হয়তো মামলায় প্রভাব ফেলতে পারে। আর তাছাড়া সেটা যাতে কারও চোখে না পড়ে সেই ভাবনা থেকেই এহেন সিদ্ধান্ত যা পরে উকিলের জিজ্ঞাসাবাদের ক্ষেত্রেও প্রয়োগ করা হয়।
আরো পড়ুন – জিন্সের কালার ফ্যাকাসে! মানে জলে কয়েকবার ধুলেই জিন্সের কালার শেষ? তাহলে?
অর্থাৎ ‘সম্পূর্ণ নিরপেক্ষভাবে বিচার ব্যবস্থা পরিচালনা করতে সানগ্লাসের আবির্ভাব‘। যদিও আজকের দিনে বিষয়টা সম্পূর্ণ বদলে গেছে। এখন আর কোর্টে বিশেষ করে ভারতে সানগ্লাস পরে সাক্ষী বা বিচার কোনোটাই করা হয় না। তাহলে ভাবতে পারছেন কীসের জন্য আবিষ্কার হল আর কোন কারণে জনপ্রিয় হল রোদ চশমা!