Breaking Bharat: আপনার ‘জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস’ কোনটি? যাকে ছাড়া আপনি অচল?প্রতিবেদনের শুরুতেই ঘাবড়ে গেলেন বুঝি? আসলে আমরা সব সময় নামি দামি জিনিস নিয়ে কথা বলি।
কিন্তু প্রাত্যহিক জীবনে ব্যবহারের জন্য এমন অনেক জিনিসের প্রয়োজন হয় যার দাম তুলনামূলকভাবে কম কিন্তু প্রয়োজন অনেকটা বেশি। সেইরকম আপনার হাতের কাছের ভীষণ দরকারি বস্তুটির কথা মনে করাতে এই প্রতিবেদন।
জীবনে অনেক কিছুই থাকে যেগুলো ছাড়া মনে হয় আমরা অচল। সকালে ঘুম থেকে উঠে ব্রাশ থেকে শুরু করে রাতে ঘুমোতে যাওয়ার বালিশ সবটাই ভীষণ দরকারি। সেইরকমই আপনার ব্যবহারের কোনও বিশেষ জিনিসের কথা মনে পড়ে, যাকে ছাড়া আপনি অচল?
আপনাকে কিছু ক্লু দিলে হয়তো অনেক জিনিসের মাঝে এটিকে খুঁজে পেতে আপনার সুবিধা হবে। এটি এমন এক বস্তু যা বিভিন্ন কাজে খুব প্রয়োজনীয়। সংসারে থাকতে, সংসার ত্যাগে, বৈরাগ্যসাধনে, ব্রম্মলাভে সবিত্রি এই বস্তুটি আপনার সঙ্গে থাকে। একটু ধারনা করা গেল কি ?
বেশ আরও একটু বিস্তারিত ভাবে বলা যাক। প্রাথমিকভাবে কোনকিছু বার্থডে বর্ষাকালে বৃষ্টি পড়ছে ছাতার বিকল্প হিসেবে মাথায় রাখতে অথবা কোমরের মধ্যে বেঁধে নিয়ে জলে ঝাঁপিয়ে পড়তে কিংবা স্নান করতে বা গা মুছতে, গায়ের মধ্যে বসা মশা তাড়াতে সবেতেই একেই প্রয়োজন।
এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যে পরাণ টারে এনাকে দিয়াই বাঁধিয়া রাখিবে চাইবেন আপনি। আমরা সেই ‘গামছার (Gamcha)‘ কথাই বলছি।
আধুনিক যুগে তোয়ালে অনেক বেশি করে সৌখিনতার নিদর্শন হয়েছে (gamcha towel)। কিন্তু তাতে বিন্দুমাত্র খর্ব হয়নি গামছার অপার মহিমা। কটি দেশে জড়িয়ে নেওয়া থেকে গলায় দিয়ে জীবন শেষ করা সবেতেই ‘গামছা’ সবার আগে নিজের জায়গা করে নেয়। এই বস্তুটির দাম খুব একটা বেশি হয় না কিন্তু প্রয়োজন হয় সবচেয়ে বেশি।
আরো পড়ুন- বিস্কুট খেতে কে না ভালোবাসে, কিন্তু খাওয়ার সময় বিস্কুটের বিশেষ বৈশিষ্ট লক্ষ্য করেন কি?
আরো পড়ুন- জীবনে ক্যারিয়ারে সাফল্য পেতে চাইলে এই কাজগুলো অবশ্যই আপনাকে করতে হবে!OTP:
আরো পড়ুন- দিনে রাতে কাজের মাঝে কতবার ওটিপি লাগে, তাই না? আচ্ছা কী এই ওটিপি?
সকাল থেকে রাত পর্যন্ত ‘গামছা কোন কোন কাজে ব্যবহার করা হয়‘ তা গুনতে বসলে দিক কাবার হয়ে যাবে (stylish gamcha)। কয়েক দশক আগে পর্যন্ত এক ধরনের গামছা পাওয়া যেত। কিন্তু সময়ের সাথে তাল মিলিয়ে গামছা এখন পাল্টেছে তার রূপ-রঙ। বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে বেড়েছে দাম। এমন কোনও বাড়ি নেই যেখানে গামছার কোন স্থান নেই, এটা অসম্ভব।