Breaking Bharat: চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন? সঠিক পথ দেখিয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে এবার মাঠে নামলো রামকৃষ্ণ মিশন। তাহলে কি চাকরির জন্য সুযোগ্য গড়ে তোলার দায়িত্ব এবার রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের? জানুন বিস্তারিত
আজকের যুগে একটা ভালো চাকরি না হলে সত্যি সত্যিই জীবন কাটানো বড় সমস্যার হয়ে দাঁড়ায়। ছোট থেকে পড়াশোনা করে ভালো রেজাল্ট করেও ঠিকমতো চাকরি না পাওয়ার পেছনে অনেকগুলো কারণ থাকে। অনেকেই হয়তো এমন চাকরি পান যেটা তার পছন্দ নয় মানে স্বপ্নের চাকরি না পাওয়া তে অনেকেই মনের জোর হারিয়ে ফেলেন।
কোচিং ক্লাসের ব্যবস্থা বেলুড় রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের:
চাকরি মানে শুধু একজনে নিরাপত্তা নয় গোটা পরিবারের নিরাপত্তা তাই সেটা সুনিশ্চিত করতে আপনাকে চাকরির পরীক্ষায় যথেষ্ট দক্ষতার সঙ্গে পারফর্ম করতে হবে। দেখবেন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বিভিন্ন জায়গায় স্পেশাল ক্লাস করানো হয়। কিন্তু সেখানেও শুধুমাত্র টাকার খেলা আসলে আপনার কতটা লাভ হচ্ছে সেটা যতক্ষণে বুঝবেন ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে।
কিন্তু মানুষকে প্রতারণা করা নয় বরং সঠিক পথ দেখিয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে এবার মাঠে নামলো রামকৃষ্ণ মিশন। রামকৃষ্ণ মঠ মিশনের তরফ থেকে জানা যাচ্ছে যে ডাব্লিউবিসিএস এবং এসএসসি-র প্রস্তুতির জন্য কোচিং ক্লাসের ব্যবস্থা করেছে বেলুড় রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির (Belur Ramakrishna Mission Vidyamandir)।
রামকৃষ্ণ মিশন নামটা শুনলেই একটা আলাদা ভক্তি জন্মায় মনের মধ্যে। প্রত্যেক বছর মাধ্যমিক উচ্চমাধ্যমিক বা বড় বড় বোর্ড এর পরীক্ষায় রামকৃষ্ণ মিশনের ছাত্রদের নাম প্রথম দশের মধ্যে অবশ্যই থাকে। কারণ আর কিছুই নয় বিশেষভাবে শিক্ষা দেওয়ার পদ্ধতি যা রামকৃষ্ণ মিশনের অন্যতম আকর্ষণ।
চাকরি পরীক্ষাতে যাতে আপনি ঠিকঠাক ভাবে নিজের প্রতিভা তুলে ধরতে পারেন সেই দায়িত্ব নিয়ে আপনাকে ট্রেনিং দেবে রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির। আপনি হয়তো স্নাতক হওয়ার পর অনেকেই সরকারি চাকরির প্রস্তুতি নেবেন বলে ভাবছেন। আসলে দুটো বড় পরীক্ষা মানে ডাব্লুবিসিএস এবং স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষায় সাফল্যের স্বপ্ন দেখেন অনেক পড়ুয়াই।
কিন্তু সব সময় এটা মাথায় রাখতে হবে যে এই ধরনের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য প্রয়োজন বিশেষ প্রস্তুতি। আর সেই প্রস্তুতি যদি যথাযথ না হয় তাহলে চাকরি পাওয়ার সম্ভাবনা একেবারে তলানিতে পৌঁছে যায়। তাই এবার পড়ুয়াদের জন্য কোচিং ক্লাসের ব্যবস্থা করেছে বেলুড় রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির।
স্টাফ সিলেকশন কমিশনের সিজিএল এবং সিএইচএসএসএল এবং ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস পরীক্ষার জন্য কোচিং দেওয়া হবে। সেই প্রেক্ষিতে ইতিমধ্যেই বেলুড় রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে । বাইরে এই ধরনের প্রস্তুতির জন্য আপনাকে অনেক টাকা খরচ করতে হয় কিন্তু রামকৃষ্ণ মিশন বোঝে শিক্ষার আসল মূল্য।
আরো পড়ুন – মানুষের মাথার কথা বুঝবে মেশিন? কী ভাবে মস্তিষ্কের ভাবনা লেখায় প্রকাশ হয়? কি বলছে AI?
তবে এই ক্ষেত্রে শর্ত হল চাকরির পরীক্ষার প্রস্তুতির কোচিং ক্লাসে শুধুমাত্র পুরুষ পড়ুয়ারাই ভর্তি হতে পারবে। পাঁচ মাস ধরে চলবে এসএসসি কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এবং সিএইচএসএল এর কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল পরীক্ষার কোচিং ক্লাস। কোর্স ফি মাত্র পাঁচ হাজার টাকা তবে আসন সংখ্যা কিন্তু পঞ্চাশের বেশি রাখা হয়নি।
কোচিং ক্লাস কখন হবে?
রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির দ্বারা প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছেঅনলাইন এবং অফলাইন দুভাবেই ক্লাস করার সুবিধা রয়েছে। সপ্তাহে দুদিন করে ক্লাস হবে অর্থাৎ প্রতি শনিবার দুপুর ২ টো থেকে ৬ টা এবং প্রতি রবিবার সকাল ১১ টা থেকে বিকেল ৪ টে পর্যন্ত ক্লাস করানো হবে।
আরো পড়ুন – Women’s Beauty: মহিলারা কেন নিজের মুখে সৌন্দর্যের রহস্য স্বীকার করতে চান না জানেন?
অভিজ্ঞ শিক্ষকেরা প্রতিটি বিষয়ে আপনাকে শিক্ষা দান করবেন। স্টাফ সিলেকশন কমিশনের ক্লাস শুরু আগামী ১৮ই জুন থেকে। প্রতিটি বিষয় সম্পর্কিত স্টাডি মেটিরিয়ালও দিয়ে দেওয়া হবে। WBCS-এর জন্য এক বছরের কোচিং ক্লাসের ব্যবস্থা করা হয়েছে।
আরো পড়ুন – দেশে কি এবার খরা আসতে চলেছে? সাত বছর পর ফিরে এল উষ্ণস্রোত! বাড়ছে বিপদের আশঙ্কা?
আগামী ২ জুলাই থেকে রাজ্য স্তরের সংশ্লিষ্ট পরীক্ষাটির প্রস্তুতির ক্লাস শুরু হবে, কোশ্রী মাত্র চব্বিশ হাজার টাকা। এক্ষেত্রেও অনলাইন এবং অফলাইনে ক্লাস নেওয়া হবে সোম থেকে শনিবার। সপ্তাহে ছয় দিন সন্ধে সাড়ে ৭টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত চলবে অনলাইন ক্লাস। আবার অফলাইন ক্লাস হবে প্রতি রবিবার সকাল ১০ টা থেকে বিকেল ৪টে পর্যন্ত।