Breaking Bharat: অনেকেই চিকিৎসা করাতে ভেলোরে যান! চিকিৎসার ক্ষেত্রে ভেলোর (CMC Vellore) যেতে হয় কেন? বঙ্গে চিকিৎসায় সাড়া না পেলে ভেলোরে যান অনেকেই, কিন্তু কতটা চেনেন এই স্থানকে? কীভাবে যাবেন আর কোন কোন চিকিৎসাই বা পাবেন?
স্বাস্থ্য পরিষেবা নিয়ে বারবার পশ্চিমবঙ্গের দিকে ওঠে প্রশ্ন চিহ্ন। অনেকেই কলকাতার চিকিৎসা নিয়ে খুশি হতে পারেন না। সঙ্গে ওঠে অব্যবস্থার অভিযোগ। সেক্ষেত্রে সকলেই চান ভেলোর-এ গিয়ে চিকিৎসা করাতে। যত দিন যাচ্ছে এই প্রবণতা ততই বাড়ছে (cmc vellore hospital)।
আজকে কেউ অসুস্থ হলে ভালো পরিষেবা পেতে ছুটে যায় ভেলোরে। যাকে আমরা ভেলোর বলে চিনি সেই হাসপাতালের আসল নাম হলো Christian Medical College And Hospital (CMC) এই হাসপাতালটি তামিলনাড়ুর ভেলোরে অবস্থিত। সেই কারণে এই হাসপাতালটি আমাদের কাছে ভেলোর নামে বেশি পরিচিত।
ভেলোর সিএমসি হাসপাতাল (cmc vellore hospital):
ভারতে চিকিৎসা জগতে দিল্লি, মুম্বাই, ব্যাঙ্গালোর, চেন্নাই ইত্যাদি স্থানের নাম জানা থাকলেও তামিলনাড়ুর ভেলোরকেই বেশি ভরসা করেন মানুষজন। বলা যেতে পারে চিকিৎসার ক্ষেত্রে খ্যাতির শীর্ষে ভেলোর। এই খ্যাতির কারণ অবশ্যই বিশ্ব মানের চিকিৎসা, উন্নত যন্ত্রপাতি, অত্যাধুনিক প্যাথলজি বিভাগ।
আগে বলা হত ভেলোর যেতে অনেক টাকা খরচ করতে হয়। শুধু তাই নয় সময় লাগতো বেশি আর যোগাযোগ ব্যবস্থাও সুগম ছিল না। এখন পরিস্থিতি অনেকটাই পাল্টে গেছে। কলকাতা থেকে ভালোরের দূরত্ব প্রায় ১৭১২ কিমি। ট্রেনে করে যেতে চাইলে আপনাকে কাটপাডি জংশনে নামতে হবে।
হাওড়া থেকে কাটপাডি যাওয়ার অনেক ট্রেন পেয়ে যাবেন। সময় লাগবে ২৫ থেকে ৩০ ঘন্টা। কাটপাডিতে নেমে অনেক গাড়ি পেয়ে যাবেন। কাটপাডি থেকে ভালোরের দূরত্ব প্রায় ৮ কিমি। আর যদি বিমানে যেতে চান তো আপনাকে নামতে হবে চেন্নাই এয়ারপোর্টে।
চেন্নাই থেকে ভেলোর যাওয়ার উপায় (CMC Vellore):
চেন্নাই থেকে ভেলোরে ট্রেনে বা গাড়িতে যেতে সময় লাগবে প্রায় ঘন্টা দুই। অর্থাৎ মোটের ওপর প্রায় ৫ ঘন্টা। একাধিক হাসপাতাল থাকলেও CMC হাসপাতালই সর্বাধিক জনপ্রিয়। প্রত্যেকে এখানেই ছুটে যান সুস্থ হবার আশা নিয়ে। এই হাসপাতালে প্রায় সকল ধরনের রোগের চিকিৎসা করা হয়ে থাকে যেমন ক্যান্সার, নিউরো সাইন্স, নিউরোলজী, সকল প্রকার সার্জারী, নাক, কান, গলা, ডেন্টাল, মেডিসিন, গাইনি,
মেন্টাল, শিশু ডিপার্টমেন্ট, অরথোপেডিক্স, পাইলস, ডারমাটোলজি, সাইকোলজি, হেপাটোলজি, নেফ্রোলজি, প্রেগন্যান্সি ডিপার্টমেন্ট, হার্ট ডিপার্টমেন্ট এছাড়াও প্রায় ১৫০ টি ডিপার্টমেন্ট আছে। যতদিন যাচ্ছে ভেলোরে রোগীদের ভিড় বাড়ছে তাই অফলাইনে অ্যাপয়েন্টমেন্ট করার থেকে অনলাইন বুকিং এর দিকে বেশি আগ্রহ রোগী বা আত্মীয়দের (cmc vellore admission)।
Cmc vellore চিকিৎসার খরচ:
CMC এর ওয়েবসাইটটি হলো: www.clin.cmcvellore.ac.in , এখানে গেলেই আপনি যাবতীয় তথ্য পেয়ে যাবেন। ওখানে খাওয়া-দাওয়া বা থাকার খরচ একটু বেশি কিন্তু চিকিৎসার খরচ সেরকম নয়। আজকাল শহর কলকাতায় চিকিৎসা করাতে গেলে যে রকম প্যাকেজ ধার্য হয় মোটের উপর হিসেব করলে দেখা যাবে ভেলোরেও খুব একটা হের ফের হয় না।
CMC মেন গেট দিয়ে ঢুকলেই দেখতে পাবেন বড় বড় করে লেখা আছে “Silver Gate For New Appointment” সেখানে গিয়ে বেশকিছু জুনিয়ার ডাক্তার ও সিস্টার আছেন আপনাকে দেখে বিশেষজ্ঞ ডাক্তারের ডিপার্টমেন্টে পাঠিয়ে দেবে। তবে এই ক্ষেত্রে আপনি ৩ থেকে ৩০ দিনের মধ্যে প্রাইভেট Appointment পেয়ে যাবেন।
আরো পড়ুন- Sleep : এই দেশের বিবাহিত দম্পতিরা আলাদা ঘরে, আলাদা বিছানায় ঘুমায়! কেন জানেন?
সুতরাং অফলাইনে Appointment নিলে আপনাকে শুধু ডাক্তার দেখবার জন্যই অনেকদিন ভেলোর থাকতে হবে।এতে আপনার সময় ও খরচ বাড়বে। তাই অফলাইনের ভরসা না করে অনলাইনে appointment করতে পারেন (cmc vellore appointment)।
আরো পড়ুন- Surgery : আপনি কি অপারেশনে ভয় পান? ডাক্তার কি অপারেশনের কথা বলেছেন?
General Appointment এবং Private Appointment এর সুবিধা আছে। এখান থেকে মাস তিনেকের জন্য ওষুধ দেওয়ার একটা ব্যবস্থা আছে যাতে আপনি নিজের রাজ্যে ফিরে গিয়ে বা দেশে ফিরে সমস্যা না পড়েন। ২০০ টাকা আবার ২ হাজার টাকা সব ধরনের রুম রেন্ট এখানে দেখতে পাওয়া যায়।
আরো পড়ুন- Ghost : বাস্তবে কখনো ভূত দেখেছেন? আদৌ ভূতের অস্তিত্ব সম্পর্কে কতটা সন্দিহান আপনি?
যেমন কলকাতায় আছে তেমনি ওখানেও প্রচুর দালালির চক্কর আছে। সেই ফাঁদে পা দেবেন না।। নৈসর্গিক সৌন্দর্য কিন্তু আপনার মন ভালো করতে বাধ্য । হাতে সময় থাকলে তো একদিন চারপাশ ঘুরে দেখতে পারেন। প্রতিটি রোগীকে গবেষণার পর চিকিৎসা শুরু করা হয় এখানে তাই সুস্থ হওয়াটা যে গ্যারান্টি যুক্ত এটা জনমানুষে প্রচারিত।