Breaking Bharat: ভেবেছেন কখনো এই কথা ? এই যে সবুজ রংয়ের অ্যাপ্রন,মাস্ক পরে ডাক্তার নার্স ঘোরাফেরা করেন OT তে, তা কখনো জিজ্ঞেস করেছেন তাঁদের কেন সব রঙ ছেড়ে সবুজ পছন্দ তাঁদের?
আসলে আমাদের চারপাশে প্রশ্ন করার মতো অনেক কিছু আছে যেগুলো চোখ মেলে দেখি না পর্যন্ত আমরা। এটা মূলত হয় ব্যস্ততার কারণে। ছোট ছোট জিনিস গুলো অতি সহজেই আমাদের চোখ এড়িয়ে যায়। আমরা আজকাল নিজেদের নিয়ে এতটাই ব্যস্ত যে চারপাশের দিকে তাকাতে ভুলেই গেছি। একটু খেয়াল করলেই দেখবেন প্রশ্ন করার মত হাজার হাজার বিষয় ছড়িয়ে আছে আনাচে কানাচে।
তেমনই স্বাভাবিক প্রশ্ন হল অপারেশন থিয়েটারের ভেতরে যারা থাকেন,তাদের পোশাক বা পরিধান সবুজ হয় কেন? (Doctors’clothes are green in the OT) এমনকি ডাক্তারদের মাস্ক, অ্যাপ্রোণ বাদেও ওটি-র দেওয়াল, রোগীর শয্যায় ব্যবহৃত চাদর প্রায় সবকিছুই সবুজ রঙের হয়ে থাকে। এটা কিন্তু এমনি এমনি হয় না, এর পেছনে কিছু গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক কারণ আছে।
OT এর মধ্যে কেন সবুজ পোশাক পরেন সবাই?
আসলে অনেকক্ষণ কোনও একটা জিনিস দেখলে চোখ ধাঁধিয়ে যায়। সে ক্ষেত্রে প্রয়োজন অন্য রকম একটা রং চোখের সামনে আনার। ঠিক সেই ভাবনা থেকেই এই সবুজ রঙের চয়ন। অপারেশন থিয়েটারে (operating theater) অনেক বেশি করে কাটাছেঁড়া রক্তপাত ইত্যাদি হয়। বড় অপারেশনের ক্ষেত্রে অনেকটা সময় এই প্রক্রিয়া চলতে থাকে। একদিকে রোগীকে সুস্থ করে তোলার তাগিদ টেনশন, অন্যদিকে একই জিনিসের সঙ্গে এতটা সময় মাথায় চিন্তা নিয়ে কাটানো, রীতিমতো একঘেয়ে এবং কষ্টের ডাক্তার নার্স উভয়ের জন্যই।
আরো পড়ুন- Rituparno Ghosh: পরিচালক ‘ঋতুপর্ণ ঘোষ’ ছিলেন এক অসাধারন ক্ষমতা সম্পূর্ণ মহান মানুষ
অনেকক্ষণ রক্ত দেখার পর চারিদিকে অন্য কিছু দেখতে না পাওয়ার প্রবৃত্তি তৈরি হয়।বিশেষজ্ঞদের মতে, এর জন্য অপটিক্যাল ইলিউশন বা দৃষ্টি ভ্রম দায়ী (Optical illusion is responsible)। যার ফলে অপারেশন চালিয়ে যেতে সমস্যা হয়। আর তাই এ সময় চারপাশের পরিবেশ বা পোশাকে সবুজ বা নীল রঙের উপস্থিতি চোখকে আরাম দেয় এবং দৃষ্টি ভ্রমের প্রভাব প্রায় অনেকটাই কমিয়ে দেয়।
আরো পড়ুন- আপনার কি খুব রাগ হয় ? অল্পেতে ভীষণ রেগে যান? কিভাবে নিজের রাগকে নিয়ন্ত্রণ করবেন?
সবুজ রং চোখকে আরাম দেয় আর লাল রঙে সমস্যা বাড়ে?
ঠিক এখানেই প্রশ্ন উঠতে পারে কেন সবুজ রং চোখকে আরাম দেয় (The color green gives comfort to the eyes) আর লাল রঙে কেনই বা সমস্যা বাড়ে? চক্ষু বিশেষজ্ঞরা এর উত্তর দিচ্ছেন। মানুষের চোখের কোনও কোষ প্রধানত তিন প্রকার রঙের হয়, লাল, সবুজ ও নীল। এই ধরনের কোষের সংখ্যা ৬০-৭০ লক্ষ। যার মধ্যে বেশির ভাগটাই মনে করুন প্রায় ৪৫ শতাংশই সবুজ রঙের। তাই মানুষের চোখ সবুজ রঙে আরাম পায়।আর যেহেতু লাল কোষের সংখ্যা সবচেয়ে কম একটানা লাল রং সমস্যা তৈরি করে চোখে।
আরো পড়ুন- Surrogacy: সারোগেসি কী? এই পদ্ধতিতে কীভাবে সন্তান ধারণ সম্ভব?
- ডাক্তার নার্স সবুজ রংয়ের অ্যাপ্রন,মাস্ক পরে ঘোরাফেরা করেন OT তে
- সবুজ বা নীল রঙের উপস্থিতি চোখকে আরাম দেয়
আর তাছাড়া মন সবুজ রাখা ভালো ব্যাপার। সবুজ কিন্তু তারুণ্যের প্রতীক। তাই রাজনৈতিক রঙ হিসেবে বিচার না করে প্রকৃতির রং হিসেবে সবুজকে আপন করে নিলে ভালোই তো।