Breaking Bharat: টাইলস ছাড়া রান্নাঘর? তেল চিটচিটে রান্নাঘর পরিষ্কার করতে গিয়ে হিমসিম খাচ্ছেন? এইজন্য একটা জমজমাটি পরিষ্কার পরিচ্ছন্ন রান্নাঘর দরকার। কিন্তু প্রতিদিন ব্যবহার করতে করতে রান্না ঘরের টাইলস জুড়ে তো শুধুই তেলের ছিটে। তাহলে উপায় (clean oil residue from kitchen)?
জীবনের সব সুখ কিন্তু পেটের রসনা তৃপ্তি থেকেই শুরু। সে আপনি বিষয়টি মানুন বা না মানুন। খাওয়াটা ঠিকঠাক না হলে কোন কাজেই মন লাগে না। আর খাবার খাওয়ার ব্যাপারটা জমিয়ে করতে গেলে রান্নাটা ফাটিয়ে করতে হয়।
গ্যাসের উপরের তেলচিটে টাইলস পরিষ্কার:
যারা বাড়ি বা ঘর সামলান তাদের নানা ঝক্কি সামলাতে হয় বৈকি! সেটা তারা এতটাই মুখ বুজে করেন যে বোঝা যায় না। কিন্তু মানতেই হবে টেবিলে সাজানো থরে থরে খাবার যতটা মন ভালো করে, আবার রান্নাঘরে গিয়ে মনটা কতটাই খারাপ হয় সেখানকার অবস্থা দেখে।
রান্নাঘর পরিষ্কার করা একটা বড় বিচ্ছিরি কাজ। তবু সেটা করতেই হয়। এখন কতটা সহজ উপায় ব্যাপারটা মেটানো যায়, সেই নিয়েই আলোচনা। গ্যাসের উপরের ‘তেলচিটে টাইলস পরিষ্কার‘ করার কথা ভাবলেই মাথা গরম হয়ে যায়।
রান্না করার সময়ে যত তেলকালি সব যেন গিয়ে ওখানেই জমে, তাই না? এখন সহজ কিছু ঘরোয়া পদ্ধতিতে এইসব পরিষ্কারের রাস্তা খুঁজবো আপনি আর আমি। তাহলে দেরি না করে শুরু করা যাক। হাতের কাছেই মিলবে এমন জিনিস দিয়ে সমাধান করতে হবে আমাদের (clean oily kitchen cabinets)।
আরো পড়ুন – Blocked nose: ঘনঘন সর্দিতে নাক বন্ধ? এই ‘সর্দির সমস্যা’ মানে প্রাণ ওষ্ঠাগত। কী করবেন?
আরো পড়ুন – ঠোঁটে ফুসকুড়ি! ঠোঁটের কোণে গোটা বেরোচ্ছে? জানুন ‘জ্বর ঠোসার’ কারণ ও প্রতিকার
তেলচিটে টাইলস পরিষ্কার করার উপায়:
- প্রথমে দু’কাপ ভিনিগার এবং দু’কাপ জল ভালো করে মিশিয়ে নিয়ে তারপর তেল চিটচিটে টাইলসের হয়ে ভালো করে স্প্রে করুন। কিছুক্ষণ পরে সাবান জল দিয়ে মুছে মুছে পরিষ্কার করে নিন।
- অবশ্য জল আর ভিনেগার মিশিয়ে ডিপ ফ্রিজে রেখে ঠান্ডা বরফ করে নিয়েও ঠান্ডা ঘষতে পারেন টাইলসের উপর।
- এতেও আপনি হাতেনাতে উপকার পেতে পারেন। এক কাজ করুন ব্লিচের সঙ্গে জল ভালো করে মিশিয়ে নিয়ে তা টাইলসে ঘষুন। এই অবস্থায় কিছুক্ষণ রাখার পর শুকনো কাপড় দিয়ে টাইলস মুছে নিন। অনেকে আবার বেকিং সোডার সঙ্গে জল মিশিয়ে টাইলস পরিষ্কারের কাজ করেন।
- এই প্রসঙ্গে আপনাকে বলে রাখি, রান্নাঘরের সিঙ্ক বা অন্য কোনও জায়গা থেকে ধরুন যদি আঁশটে গন্ধ বেরোয় তাহলে সেই জায়গায় লেবুর রস আর বরফ দিয়ে ভালো করে ঘষতে হবে।
- আসল ব্যাপারটা হল কোন কিছু কাজ করার পর নিয়মিত সেই জায়গাটা পরিষ্কার রাখলে সমস্যা হয় না। কিন্তু সেটা তো সবসময় করা যায় না। কাজের চাপে মাঝেমধ্যেই আজ করব কাল করব এই করতে করতে, অনেকদিন ধরে নোংরা বা ময়লা জমতে থাকে। একদিনে সেটা পরিষ্কার করা হয় না।
- আমরা বাজারজাত কোনও জিনিস কিনে রান্নাঘরের টাইলস পরিষ্কার করার কথা বলছি না। বিজ্ঞাপনের চমক নয় আমরা চাই আপনি পকেট বাঁচিয়ে নিজের ঘরদোর এবং চারপাশকে সুন্দর আর পরিষ্কার রাখুন।
আরো পড়ুন – Menstrual cup: ঋতুস্রাবের সময় ‘মেনস্ট্রুয়াল কাপ’ মেয়েদের কেন পছন্দ ?
আরো পড়ুন – Mobile back cover: মোবাইলের কভার ময়লা! আমরা দেব ‘মোবাইলের জেল্লা’ ফিরিয়ে আনার টিপস!
আমাদের প্রতিবেদনে দেওয়া তথ্য ব্যবহারিক জীবনে প্রয়োগে যদি সুফল মেলে তাহলে সেটা অবশ্যই আমাদের জানাবেন। মনে রাখবেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে এবং চারপাশকে রাখলে রোগ জীবাণুর প্রাদুর্ভাব কমে। এর ফলে আপনি এবং আপনার প্রিয়জন সুস্থ থাকতে পারবেন।