Breaking Bharat: অতীতের ছোটবেলা (childhood)! আমাদের গেছে যেদিন একেবারেই কি গেছে? কিছুই কি নেই বাকি তার (childhood of the past is lost)?
বারান্দায় বসে ভাবি কেমন গেল আজকের দিনটা?
এরকম প্রশ্ন নিয়ে প্রতিবেদন শুরু করলে, ভাবতে বসতে হয় বৈকি। আসলে সকালে ঘুম থেকে উঠে যা দৌড়াদৌড়ি শুরু হয় তাতে কিন্তু পুরোনো দিকে তাকানোর সময় নেই। তবু কিছু কিছু সময় একটু শান্ত মনে হাতে এক কাপ কফি নিয়ে বারান্দায় বসে ভাবি কেমন গেল আজকের দিনটা? এখানেই ফিরে যাওয়া স্মৃতি চারনায়।
আপনার কি মনে আছে যে শেষ কবে ট্যারিফ কার্ড কিনে স্ক্র্যাচ করে রিচার্জ করেছেন? না সবটাই অতীত। আসলে এখন সবটাই ডিজিটাল। এখন একটা ক্লিক করলেন আর রিচার্জ হয়ে গেল। মোবাইলের সিম কার্ড (Mobile SIM card) গুলো দেখেছেন। প্রয়োজন আর সময়ের সঙ্গে তাল মেলাতে মেলাতে কার্ডের আকার ছোট হয়ে গেছে।
এখন সবটাই মেনে চিপ। চোখের আড়ালে চলে যাচ্ছে পুরনো দিনগুলো। তাই অতীতের ছোটবেলার কাজল লতা আজকের ছোটবেলা দেখেনি। রঙিন পেপসি এক টাকা করে বা ধরুন তিলের খাজা কাগজে মোড়া, না! এই স্বাদ আজ আর মেলে না।
ছোটবেলার কার্ড গেম কখনো খেলোয়াড়ের না কখনো সিনেমার ছবি দেওয়া , মোবাইলে ব্যস্ত থাকা শিশুটা বোঝেনা। অডিও ক্যাসেট (Audio Cassette) আজ খুঁজেও পাবেন না। অডিও সিডি বিলুপ্তপ্রায়। আজকের স্মার্ট যুগে স্মার্ট ফোন ব্যবহার করেন কিন্তু সেই প্রথম দিকের ছোট নোকিয়া মোটা কালো ফোন মনে পড়ে আজ?
আরো পড়ুন- Everyone rich man : সবার হাতে প্রচুর টাকা, কেউ আর গরিব নয়! হঠাৎ করে সবাই বড়লোক হলে কী হবে?
বাড়িতে দু এক পিস হয়তো ডাস্টবিনে পড়ে থাকতে পারে। আসলে এত এগিয়ে চলেছি আমরা পিছিয়ে পড়ছে অনেক কিছুই। সিল কাটার লোকটা পাড়ার রাস্তাটা ভুলে গেছে।
আধুনিকতার প্রয়োজন আছে সেই জন্য আজ বড় টেলিভিশন স্ক্রিনে ভিডিও গেম। কিন্তু হাতে ধরা প্লাস্টিকের ছোট্ট রিমোটের মতো দেখতে ভিডিও গেমটা যেখানে খেলার অপশন বেশি ছিল না কিন্তু মজা ছিল অনেকটা।
আরো পড়ুন- Safety pin : খুব দরকারি জিনিস সেফটিপিন! যা ধার শোধ করতে গিয়ে আবিষ্কার হয়েছিল সেফটিপিনের?
আজকের দিনে বই খাতা এগুলোর মলাট দেবার পর নেম প্লেট লাগানোর চল বোধহয় নেই। আসলে এখন দেখনদারির যুগ চারপাশে। সবাই এখন মোড়কে রাঙা। হ্যারিকেনের আলো কিংবা টিউবকলে স্নান করা, সাবান ঘষে ঘষে মায়ের তার ছেলের পা পরিষ্কার করে দেওয়া। না না, এইসব করতে আজ সম্মানে লাগে।
আরো পড়ুন- Divorce : ডিভোর্সের দোরগোড়ায় দাঁড়িয়ে সম্পর্ক? শেষ সুযোগ সম্পর্ক বাঁচানোর? কী করবেন?
সভ্য হয়েছি আমরা তাই সব শিকড় অনেক দূরে চলে গেছে। এমন সময় আসবে দেখব অস্তিত্বটা চরম সংকটে পড়েছে। উঠতে হয় কি করবো তখন আপনি আমি? ছোটবেলায় ব্যাট আড়াল করে ধুলার মধ্যে আঁকিবুকি কেটে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ লিখে রাখা আর উল্টো দিক থেকে একটা করে আঙুল দেওয়া ।
শেষমেষ কোনটা হল অর্থাৎ ১, ২, ৩ না ৪ কোন দাগের পিছনে আমার আঙ্গুলটা লুকিয়ে সেটা যেমন জানা হয় না তেমনি অজানা ভবিষ্যতে আর কত কিছু হারাবো না।