Breaking Bharat: গর্ভে সন্তান (child in womb) এলে অনেকেরই যৌন সম্পর্কে লিপ্ত হতে ইচ্ছে হয় কিন্তু সেটা কি সম্ভব? আপনার স্ত্রী কি গর্ভবতী? গর্ভবতী অবস্থার সময় সহবাস করতে চান? তাহলে উপায়?একে অন্যের কাছাকাছি আসার জন্য এক অদ্ভুত টান নারী পুরুষ একে অন্যের প্রতি অনুভব করে। কিন্তু যখনই নতুন মানুষ চলে আসেন তখন সম্পর্কের মধ্যে সেই দৈহিক চাহিদা বাধা প্রাপ্ত হতে পারে।
গর্ভে সন্তান এলে অনেকেরই যৌন সম্পর্কে লিপ্ত হতে ইচ্ছে হয় কিন্তু সেটা কি সম্ভব? আসলে প্রশ্নটা সহবাস নিয়ে, নারী-পুরুষ একে অন্যের সঙ্গে থাকলে একজন আরেকজনের শরীরের প্রতি টান অনুভব করবেই। কিন্তু যেহেতু সন্তান আছে তাই ব্যাপারটা কিছু কি ঝুঁকিপূর্ণ হতে পারে এমন ভাবনা অনেকের মাথাতেই থাকে? আজকের প্রতিবেদনে সেই নিয়ে জানিয়ে দিই কিছু কথা।
গর্ভে সন্তান থাকলে যৌন সম্পর্ক কি করা যায়?
যৌনতা একটা ইচ্ছে বটে, যেটা বিভিন্ন সময় বিভিন্ন মানুষের বিভিন্ন রকম ভাবে পূরণ করতে চান। কিন্তু সেটা করতে গেলে সন্তানের কোন ক্ষতি হবার সম্ভাবনা নেই তো ? সন্তান যে মা-বাবার কাছে বড় প্রিয় বড়ই আদরের, মা-বাবা সব সময় চান সন্তান যাতে ভালো থাকে (Parents always want their children to be well)। তাই এই অবস্থায় মানে গর্ভে সন্তান থাকলে যৌন সম্পর্ক কি করা যায় , এই চিন্তা নিয়ে অনেকেই সম্পর্ক গড়তে ভয় পান। তবে চিকিৎসকদের কথা জানা দরকার।
চিকিৎসকরা বলছেন এই অবস্থায় আপনি যৌন সম্পর্ক স্থাপন করতে পারেন। অন্তত মেডিকেল সায়েন্সে বাধা নেই। তাঁদের মতে গর্ভাবস্থায় স্বাভাবিক যৌন সম্পর্ক করা যেতেই পারে। এতে ছোট্ট শিশুর কোন ক্ষতি হবে না। চিকিৎসা বিজ্ঞানের মতে গর্ভের শিশু তলপেট এবং জরায়ুর শক্ত পেশি দ্বারা সুরক্ষিত থাকে।
গর্ভাবস্থায় মহিলাদের যৌন ইচ্ছে প্রভাবিত হয়?
এরসঙ্গে অ্যামনিওটিক থলির তরল তো আছেই। আপনি কি জানেন গর্ভাবস্থায় মহিলাদের যৌন ইচ্ছে নানাভাবে প্রভাবিত হয়। যেহেতু জরায়ু সন্তানকে সুরক্ষিত রাখে, সেই হিসেবে বলা যায় জরায়ুর মুখ মিউকাস প্লাগ দ্বারা সিল করা থাকে, বাইরের কোন আঘাত যদি আসে তাহলেও শিশুদের কোন ক্ষতি হয় না। তবে রক্তপাত হলে একটু সাবধানে সহবাস এগিয়ে নিয়ে যেতে হবে।
আরো পড়ুন- Sleeping late : সারাদিন গা ম্যাজম্যাজ, শরীরে ক্লান্তি? সাবধান! সকালবেলা কখন ঘুম থেকে উঠছেন?
মাসিক চলাকালীন সহবাস করতে গেলে সমস্যা হয়:
মাসিক চলাকালীন সহবাস করতে গেলে সমস্যা হয় , কিন্তু সন্তান গর্ভে থাকলে যেহেতু মাসিক হয় না তবে, হরমোনের গতিবিধির কারণে ভীষণ রকমের মুড সুইং হয়। যদি যৌন ইচ্ছে নিয়ে সমস্যা হয় তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। অতিরিক্ত রক্তপাত হলে কোনও গাইনোকোলজিস্টকে দেখান।
মনে রাখবেন নিয়মিত পরীক্ষা এবং ডাক্তারের কথা মত চললে সন্তান গর্ভে সুরক্ষিতই থাকবে। এক্ষেত্রে মাথায় রাখা দরকার, প্রসব বেদনা শুরু হওয়ার আগে পর্যন্ত সহবাস করতে পারেন। তবে কোন ক্ষেত্রে যদি কোন সমস্যা তৈরি হওয়ার মত পরিস্থিতি আসে তাহলে কিন্তু ঝুঁকি না নেওয়াই ভালো।