Breaking Bharat: সেলেবরা যে বিজ্ঞাপন করে তার কতটা তাঁরা জানেন? সাধারণ মানুষ তারকাদের দেখে অনুপ্রাণিত হন। জানতে চান তাঁরা কী খায়, কী পছন্দ করেন ইত্যাদি প্রভৃতি। কিন্তু তাঁদের আসল জীবন সম্পর্কে ধারণা অনেকেরই নেই বললেই চলে।
বিজ্ঞাপনে তাঁরা যা বলেন সেটা যে তাঁদের কাজের অংশ এটা সাধারণ মানুষ বুঝতেই পারেন না। তাই চমকে ভুলে যান সহজেই। কিন্তু মাথায় রাখতে হবে তাঁরা এটাকে তাঁদের কাজের অঙ্গ হিসেবে রাখেন তাই এই বিষয়ে তাঁরা সব জানেন এমন আশা করবেন না।
সেলেবের মুখ থাকলে তা অনেক বেশি করে নজর কাড়বে:
দেখুন আপনি যেখানে চাকরি করেন সেই সংস্থা সম্পর্কে কতটা জানেন বলুন তো? সব সময় কি জানা সম্ভব হয়? কিন্তু আপনি সেখানে কাজ করেন আর মাস গেলে মাইনে নিয়ে যান এটাই শেষ কথা। যারা সেলেব হন তাঁরা আলাদা জগতের মানুষ। হয় খেলা বা বিনোদন জগতে তাঁরা তাঁদের কাজ করেন।
আরো পড়ুন – অন্তর্বাস নিয়ে নানা ধরনের গোপনীয়তা আছে, কিন্তু অন্তর্বাস কেন জরুরী এ নিয়ে প্রশ্ন ওঠে কি?
কিন্তু যেহেতু পাবলিক ফিগার তাঁরা তাই তাঁদের কথাই লোকে শুনতে চান। ফলে ব্যবসা বাড়ে। মানে কোনও কোম্পানির মালিক বা কারিগর সেই প্রোডাক্ট নিয়ে কিছু বললে দর্শক যতটা না বেশি আগ্রহ পাবেন সেখানে এক সেলেবের মুখ থাকলে তা অনেক বেশি করে নজর কাড়বে বটে।
আরো পড়ুন – সেলিব্রেটিদের জীবন! সিনেমার মতোই কি ঝলমলে তারকাদের বাস্তব জীবন?
কিন্তু সেলেব রা প্রফেসনাল হন। তাঁরা কাজ করেন টাকার জন্য সেখানে ‘বিজ্ঞাপনী পন্য‘ নিয়ে পড়াশোনা করা তাঁদের কাজের বা প্রয়োজনের মধ্যে পড়ে না। ফলে তাঁরা এত কিছু যাচাই করে দেখেন না। স্ক্রিপ্ট যা থাকে সেই মতো পরিচালকের নির্দেশ মেনে কাজ করেন।
আরো পড়ুন – ইনজেকশন নিতে ভয় পান? তাহলে এবার আপনাকে ভয় কাটাবার উপায় বলব আমরা!
আসলে যারা সেলেব তাঁদের কর্মজীবন খুব দীর্ঘ হয় না। যতক্ষণ লাইম লাইটে ততক্ষণই তাঁর কদর। তাই তারকারাও সেই বিষয়টিকেই প্রাধান্য দিয়ে থাকেন।
তাই কিছু কিনতে গেলে বিজ্ঞাপনে সেলেব কী বলছেন সেটা না দেখে আসলে সেটা কতটা কার্যকরী সেটাই বোঝার চেষ্টা করুন।