Breaking Bharat: বিড়াল কি ভেজিটেরিয়ান ডায়েটে থাকতে পারে? ভরপেটেও কেন শিকার করে? বিড়াল বড় অদ্ভুত প্রাণী। পোষা প্রাণী হিসেবে বিড়াল (Cat) বছর বছর ধরে মানুষের সঙ্গে থাকে। কিন্তু এদের স্বভাবে পূর্বপুরুষদের সাথে শারীরিক বৈশিষ্ট্য ও আচরণের বেশ মিল পাওয়া যায়। সেই কারণেই কি বিড়ালের শিকার করার মানসিকতা অপরিবর্তিত? (Are cats animals of prey?)
অনেকের স্বভাব থাকে বাড়িতে পোষ্য রাখার। সেক্ষেত্রে কুকুর বা বিড়ালকেই পোষ্য হিসেবে বেছে নেন অনেকেই। পাখিকেও অবশ্য পোষ্য হিসেবে রাখতে পছন্দ করেন অনেকে। তবে কুকুর প্রভুভক্ত হলেও, স্বভাবের দিক থেকে বিড়াল বেশ স্বার্থপর। এছাড়াও বিড়াল বেশ আরামপ্রিয় প্রজাতি মানে অনেকটা সুখ পাখির মতো। নিজেরটা হলেই মিটে যায়, বাকি জগতের কথা ভাবে না।
কিন্তু কুকুর সম্পূর্ণ বিপরীত চরিত্র। কুকুর আগে প্রভুর কথা ভাবে। এমনকি প্রভু যদি খারাপ সময়ের মধ্যে দিয়ে যান তাহলে কুকুর সমব্যথী হয়। এসব কিছু বিড়ালের মধ্যে নেই। যে বাড়িতে আছে বা যে স্থানে আছে বিড়াল সেখানকার অবস্থা বিড়ালের জীবনযাত্রায় খুব বড় প্রভাব ফেলে না। এবার উদাহরণ দিয়ে ব্যাপারটা বোঝা যাক।
ভরপেটেও বিড়াল কেন শিকার করে? (cat prey)
এই যেমন ধরা যাক বিড়াল যেখানে আছে সেখানে ঠিক করে খাবার জুটছে না। তাতে কিন্তু বিড়াল বিচলিত না হয়ে বাইরে থেকে শিকার নিয়ে আসবে। আরও একটা বিষয় লক্ষ্য করার মতো। আপনি প্রায়ই দেখবেন আপনার পোষা বিড়াল মাঝে মাঝে দেখবেন মৃত প্রাণী বাড়িতে নিয়ে আসে (cats kill their prey)। অথচ নিয়মিত পেট পুরে দিব্বি খাবার খাচ্ছে বিড়ালটি, তাহলে শিকার করার প্রয়োজন কি? (Why do cats hunt?)
প্রথমেই বুঝতে হবে, বিড়াল হাজার বছর সময় থেকে পোষা প্রাণী হলেও পূর্বপুরুষদের সাথে তাদের শারীরিক বৈশিষ্ট্য ও আচরণের ব্যাপক মিল রয়ে গিয়েছে। এমন একটি বৈশিষ্ট্য হচ্ছে, তারা মাংস প্রীতি। কুকুর অভ্যাসমত নিরামিষ ডায়েটে বেঁচে থাকতে পারলেও বিড়াল সেটা পারেনা। বিড়ালের বেঁচে থাকার জন্য খাদ্যাভ্যাসে আমিষ থাকা প্রয়োজন (cat’s favorite prey)।
বিড়াল টাউরিন উৎপাদনে অক্ষম?
কারণ বিড়াল টাউরিন উৎপাদনে অক্ষম। টাউরিন হচ্ছে একধরনের অ্যামাইনো এসিড। বিড়ালদের দাঁতের ক্ষতি, লোম পড়া, অন্ধত্ব ইত্যাদি প্রতিরোধে সাহায্য করে এই অ্যামাইনো এসিড। ফলে তারা প্রায়ই শিকার করার মুডে থাকে (cat hunting), এমনকি পেটে পর্যাপ্ত খাবার থাকলেও বিড়ালকে শিকার করতে দেখা যায় (Cats are seen hunting)। এর থেকে বোঝা যায় যে শিকার করা শুধুমাত্র খাবারের জন্য নয়।
আরো পড়ুন- Iceland : পৃথিবীর সবচেয়ে শান্তির দেশ, নেই কোন অশান্তি ! কিন্তু এমন জায়গা আদৌ আছে কি?
বিড়ালের জন্য খাওয়া ও শিকার দুটো কি আলাদা?
বিড়ালের জন্য খাওয়া ও শিকার দুটো আলাদা আলাদা প্রয়োজন। বিড়াল প্লেফুল স্বভাবের হয়, যেকোনো খেলনা ও চলন্ত যেকোনো কিছু দেখলে বিড়াল ট্রিগার হয়ে যায়। বিড়ালের বৈশিষ্ট্য (Characteristics of cats) দেখতে গেলে আরও একটা বিষয় লক্ষ্য করার মতো ।
আরো পড়ুন- Iceland : পৃথিবীর সবচেয়ে শান্তির দেশ, নেই কোন অশান্তি ! কিন্তু এমন জায়গা আদৌ আছে কি?
বিড়াল (biral)বিভিন্ন ধরনের খেলনা দিয়ে খেলতে পছন্দ করে, এগুলো তাদেরকে শিকার করার মতোই আনন্দ দেয়। তাছাড়াও অনেক সময় মা বিড়াল বাচ্চাদের শিকার শেখানোর উদ্দেশ্যেও শিকার করে এনে দেখায়।
আরো পড়ুন- immortality possible : মরিতে চাহিনা আমি সুন্দর ভুবনে, কিন্তু সারা জীবন বেঁচে থাকা যায় কি?
শিকার করার জন্য অনেক প্রাণী থাকলেও বিড়াল বিশেষ করে ইঁদুরের প্রতি আকৃষ্ট হয়। কারণ ইঁদুর বিড়ালের জন্য যথাযথ শিকার। ইঁদুর এলোমেলোভাবে ছুটোছুটি করে যা বিড়ালকে আকৃষ্ট করে (cats hunt mice)। বিড়াল প্রাকৃতিক শিকারী এবং শিকার করার অভ্যাস তারা পূর্বপুরুষ থেকে পেয়েছে, এই কথা তাদের স্বভাব দেখে স্পষ্টই বলা যায়।