Breaking Bharat: বাড়িতে বিড়াল আছে ? বিড়াল কখনো আঁচড় কেটেছে? কখনো না কখনো আঁচড় কেটেছে নিশ্চয়ই (Cat Scratch)? বিড়ালের এই চরিত্র কি তার হিংস্রতার লক্ষণ? এর পেছনেও আছে বৈজ্ঞানিক তত্ত্ব জানেন কি?
প্রাণীদের নিজের বাড়িতে পোষ্য হিসেবে রাখতে ভালোবাসেন অনেকেই। আর এই তালিকায় কুকুর আর বিড়ালের নাম সবার আগে উঠে আসে। বাড়িতে, বিড়াল থাকলে আঁচড় নিশ্চয়ই কেটেছে হয় আপনার গায়ে কিংবা ফার্নিচার বা অন্য কোথাও। এমনকি আপনার সোফায় বিড়ালের নখের দাগ (Cat claw stains) দেখতে বাইরে থেকে আসে একটা মানুষকেও বেশি পকসরৎ করতে হবে না।
শুধু সোফা কেন, সুবিধা মতো যেকোনো জায়গায়ই পা তুলে, থাবার ভেতর লুকিয়ে রাখা ধারালো নখগুলো বের করে নির্দ্বিধায় আঁচড় কাটার ক্ষেত্রে বিড়ালকে আর কোনো পোষ্য হারাতে পারবে না।
বিড়ালের এই চরিত্র কি তার হিংস্রতার লক্ষণ?
গবেষণার ভিত্তিতে বিশেষজ্ঞরা বলছেন অন্য কথা। পোষ্যকে সন্তান স্নেহে বাড়িতে লালন পালন করেন অনেকেই। একসঙ্গে থাকতে থাকতে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে একে অন্যের সাথে। যেন দুটি প্রাণীর মধ্যে না বলা অনেক কথা বোঝা আর বলা হয়ে যায়। কিন্তু এইসব প্রাণীদের ব্যবহার নিয়ে গবেষণা করার পর বেরিয়ে এসেছে আশ্চর্য সব তথ্য।
জার্নাল অভ ভেটেরিনারি বিহেভিয়্যার-এ একটি গবেষণা প্রকাশিত হয়েছে , যেখানে বলা হয়েছে বিড়ালের নখরচর্চা আপাতদৃষ্টিতে ‘সহিংস’ বলে মনে হলেও এর ভিন্ন ও আশ্চর্যজনক ব্যাখ্যা আছে। এবার আপনাকে বলি কীভাবে হল গবেষণা।
গবেষকদল অনলাইনে ব্রাজিলের বিড়াল মালিকদের একটি জরিপে অংশ নিতে আহ্বান করেন। এতে ৫০০ জন বিড়ালমালিক অংশ নেন, যাদের মধ্যে ৯০ শতাংশই ছিলেন নারী। গবেষণায় দেখা গেছে, যেসব নারীর পোষা বিড়াল আছে (Have a pet cat), তারা পুরুষ বিড়াল মালিকদের তুলনায় তাদের বিড়ালের প্রতি বেশি আবেগ অনুভব করেন।
এছাড়া গবেষকরা বিড়ালের কিছু সুনির্দিষ্ট ‘সমস্যাযুক্ত আচরণের’ সঙ্গে মানুষের আবেগীয় বন্ধনের সংযোগ বিষয়েও উত্তর জানার চেষ্টা করেছেন। তারা বিড়ালের এসব আচরণ যেমন ঘর অপরিষ্কার করা, আগ্রাসী মনোভাব, কড়া গলায় ডাক ইত্যাদির সঙ্গে মালিকের নিবিড়তার কোনও সম্পর্ক খুঁজে পাননি।
তবে বিজ্ঞানীরা যখন বিড়ালের একটি আচরণ নিয়ে আরও গভীর পর্যবেক্ষণ চালালেন, তখন আশ্চর্যজনক ফলাফল দেখা যায়। যেসব বিড়াল ফার্নিচার বা অন্য কিছুতে আঁচড় কাটে না, তাদের সঙ্গে মালিকদের যে বন্ধন, তা আঁচড় কাটা বিড়াল (Scratched cat) ও তাদের মালিকদের মধ্যে বন্ধনের চেয়ে কম।
আরো পড়ুন- Motion Sickness : গাড়ি চললেই বমি বমি ভাব!যাত্রাকালে বমি ভাব বা অস্বস্তি তৈরি হয়? উপায় কি?
অর্থাৎ, বিড়ালের যত্রতত্র আঁচড় কাটা আপাত দৃষ্টিতে বিরক্তিকর এবং অপছন্দের হলেও, এ ধরনের বিড়াল ও তার মালিকের মধ্যে সম্পর্ক এক অন্যমাত্রায় গভীর হয়।
তাহলে কি হিংস্রতাতেই লুকিয়ে আছে ভালোবাসা?
তার মানে কি বিড়ালেরা এভাবে আঁচড়ের দাগ (Cat scratch marks) দিয়েই আপনার প্রতি ভালোবাসার জানান দেয়? এই বিষয়ে ভেটেরিনারি বিহেভিয়ারিস্ট ক্যাথেরিন পাংক্রাটজ বলেন, ‘চারপাশে আঁচড় কাটা বিড়ালের জন্য একটি স্বাভাবিক আচরণ (Normal behavior of cats)।’ এটি মানুষের জন্য কিছুটা সমস্যার সৃষ্টি করলেও এ ধরনের আচরণ মূলত বিড়ালজাতীয় প্রাণীর আবেগ ও চাহিদার বহিঃপ্রকাশ।
আরো পড়ুন- রাস্তায় একা একা চলাফেরা করতে হয়?ছিনতাইবাজের পাল্লায় পড়লে কী করা উচিত ?
বিড়াল কখনো কখনো তার মালিকের মনোযোগ আকর্ষণের জন্য এরকম আচরণ করতে পারে। তবে এ ধরনের আঁচড় কাটা বিড়ালের সবাই আবার আগ্রাসী আচরণ বা ঘর অপরিষ্কার করার প্রবণতা সম্পন্ন হয় না। মালিক এবং পোষ্যর মধ্যে সম্পর্ক সুদৃঢ় হোক এটাই একান্ত কাম্য, কারণ অবলা জীবদের ভাষা সকলে বুঝতে পারেন না।