Breaking Bharat: পৃথিবীর সবথেকে উঁচু ফ্ল্যাট ‘বুর্জ খলিফা’ কোথায় বলুন তো (Burj Khalifa)? দাম কত জানা আছে? আচ্ছা যদি পৃথিবীর উচ্চতম বহুতল বা ফ্ল্যাটে বাড়ি কেনার সুযোগ হয়? কেমন দেখতে সেই ফ্ল্যাট? জানেন আর পাঁচটা ফ্ল্যাটের ওই ফ্ল্যাট কোথায় আলাদা? দাম ২০০ কোটি, বিস্তারিত জানাবো এই প্রতিবেদনে।
জীবনে সবাই শিখরে উঠতে চায়। উঁচুতে ওঠার একটা আলাদা আনন্দ আছে। সবাই চায় ওপরে উঠতে অর্থাৎ বড় হতে। সমাজে বড় হওয়ার মানদণ্ড একটা ভাল চাকরি একটা ভালো বাড়ি গাড়ি মানে স্ট্যাটাস থাকা।
‘বুর্জ খলিফা’ পৃথিবীর সবথেকে উঁচু ফ্ল্যাট! (Burj Khalifa):
বুর্জ খলিফা নামটা প্রত্যেকেরই চেনা। অনেকটা বিস্ময়ের প্রতীক হয়ে যেন দাঁড়িয়ে রয়েছে পৃথিবীর উচ্চতম এই বহুতল। বাইরে থেকে দেখতে যতটা ঝাঁ চকচকে ভেতরটাও ঠিক সেরকমই। ইন্টারনেট দুনিয়ার তথ্য ঘেঁটে নিশ্চয়ই আপনিও জানেন বোজ খলিফার উচ্চতা প্রায় ৮২৮ মিটার।
গগনচুম্বী এই বহুতলকে নিয়ে পর্যটকদের আগ্রহ আর উৎসাহ কমেনা। আসলে সবাই জানতে চায় এর ভেতরে কী আছে। সংযুক্ত আরব আমিরশাহির এই ফ্ল্যাট গোটা পৃথিবীর কাছে এক আশ্চর্য নির্মাণ। আপনি জানেন এখানে প্রায় ৩৫ হাজারেরও বেশি মানুষ থাকেন, আর অ্যাপার্টমেন্টের সংখ্যা প্রায় হাজারের কাছাকাছি।
সংযুক্ত আরব আমিরশাহির প্রাক্তন প্রেসিডেন্ট খলিফা বিন জ়ায়েদ আল নাহ্ইয়ানের নামে এর নামকরণ করা হয়েছে। যদিও আগে এর নাম ছিল বুর্জ দুবাই। নির্মাণ শুরু হয় আজ থেকে প্রায় ১৮ বছর আগে। বছর পাঁচ সময় লেগেছিল তৈরি হতে। তবে ২০১০ সালের জানুয়ারি মাসে আনুষ্ঠানিক ভাবে এই বহুতলের উদ্বোধন হয়। পৃথিবীতে আর এমন কোনো বহুতল নেই যেখানে ১৬৩ টা ফ্লোর আছে।
রেকর্ড গড়েছে বুর্জ খলিফা, নিজের স্থাপত্য শৈলীর জোরে। এই বহুতলে নিয়ে চারটি সুইমিং পুল আছে। ১৪৩ তলায় যদি পৌঁছে যেতে পারে তাহলে বইপ্রেমীদের কাছে সেটা হবে স্বর্গ কারণ এখানেই আছে লাইব্রেরী। যেখানে বিশ্বের সব দেশের লেখকদের বই পাওয়া যায়।
আরো পড়ুন – Royal Enfield: রয়েল এনফিল্ড চালাতে পছন্দ করেন? এই প্রথম 750cc মোটরসাইকেল আসছে
হেলথ সেন্টার রয়েছে বুর্জ খলিফার অন্দরেই। মানে বুঝতেই পারছেন একবার এই ফ্ল্যাটে থাকা চান্স পেলে বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগ না করলেও চলবে সবটাই ফ্ল্যাটের মধ্যেই পেয়ে যাবেন। দাঁড়ান দাঁড়ান তালিকাটা এখনো শেষ হয়নি। সম্পূর্ণভাবে কাঁচ দিয়ে মোড়া স্কাইলবি রয়েছে এখানে।
বুর্জ খলিফার ভিতরে অ্যাটমোসফিয়ার নামে পৃথিবীর সব থেকে উঁচু রেস্টুরেন্ট রয়েছে। অবশ্য পরবর্তীকালে চীন এই খেতাব ছিনিয়ে নিয়েছে। এখানকার আউটডোর অবজ়ারভেশন ডেক পৃথিবীর মধ্যে সবথেকে উঁচু। প্রায় ৫৫৫ মিটার উঁচু এই জায়গা থেকে পুরো দুবাইকে যেন ক্যানভাসে আঁকা ছবির মতো দেখায়।
আরো পড়ুন – Hungry People: খাবার খাবার একটু খাবার! ক্ষুধার্ত মানুষের কাছে এটাই তো একমাত্র চাওয়া, তাই না?
এমনকি প্রায় ১৫৩ কিলোমিটার দূরে ইরানের সমুদ্র উপকূলকেও আপনি বুর্জ খলিফার মাথা থেকে স্পষ্ট ভাবে দেখতে পাবেন। হোটেলের ব্যবস্থা রয়েছে বুর্জ খলিফার ভেতরে। আপনি জানলে অবাক হবেন যে প্রথম তলা থেকে শুরু করে অষ্টম তলা পর্যন্ত রয়েছে আরমানি হোটেল।
মোট রুমের সংখ্যা ১৬০। বুর্জ খলিফার ভিতরেই নিজস্ব দোকান, বাজার, শপিংমল, লাইব্রেরী, জিম, সুইমিং পুল সব রয়েছে অর্থাৎ বাইরে বেরোবার প্রয়োজন নেই। এত কথা শোনার পর নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে এখানকার হোটেলের থাকার খরচ কত।
আরো পড়ুন – চিতা বাঘ বানরের মা-কে নিয়ে যাচ্ছে আর শিশু বানর তখনও জানে তার মা তাঁকে বাঁচাবে
আসলে চার থেকে পাঁচ বেডরুমের কোন এপার্টমেন্টের মূল্য ভারতীয় টাকায় ২০০ কোটির বেশি। এর সঙ্গে রক্ষণাবেক্ষণের টাকা আলাদা, স্টুডিও হলে খুব কম করে ৪০ বা ৫০ লক্ষ্যের নিচে নয়। তাহলেই ভাবুন বিলাসবহুল জীবন যাপনের ব্যয় কতটা !
Post Keyword: বুর্জ খলিফা উচ্চতা কত তলা বিশিষ্ট, বুর্জ খলিফা রুম প্রাইস, বুর্জ খলিফা নির্মাণ ব্যয় কত টাকা, বুর্জ খলিফার অজানা তথ্য, দুবাই টাওয়ার কত তলা, দুবাই সবচেয়ে বড় বিল্ডিং কত তলা, ‘বুর্জ খলিফা’ পৃথিবীর সবথেকে উঁচু ফ্ল্যাট।