Bsnl Data Recharge Plan: কম খরচে গ্রাহকদের পরিষেবা দিতে আকর্ষণীয় অফার নিয়ে এলো বিএসএনএল! একেবারে Jio-Airtel কে উড়িয়ে সেই সুযোগের সঠিক ব্যবহার করতে বাজারে বিএসএনএল নিয়ে এলো আকর্ষণীয় অফার। এত কম টাকায় এত বেশি পরিমাণ ইন্টারনেট পরিষেবা ভাবাই যায় না (BSNL Data Plans and Net Packs)!
মোবাইলের রিচার্জ ভ্যালু বেড়ে যাওয়ার কারণে মধ্যবিত্তের পকেট দ্রুত ফাঁকা হয়ে যাচ্ছে। যে হারে মোবাইলে ডাটা এবং আনলিমিটেড কলের জন্য রিচার্জ করতে হচ্ছে সে হারে তো আর অফিসারের স্যালারি বা ব্যবসায়িক লাভ বাড়ছে না। তার উপর আবার পুরো এক মাসের পরিষেবাও মেলে না।
কিন্তু উপায় নেই কারণ এই মুহূর্তে স্মার্টফোন এবং ইন্টারনেট ছাড়া জগৎটা অচল। বাস্তবিক ক্ষেত্রেই নিজের কাজটুকু সঠিকভাবে করতেও আপনার প্রত্যেক মুহূর্তে মোবাইল এবং ইন্টারনেট এই দুই এর সমন্বয়ে প্রয়োজন হবে। তার সঙ্গে কথাবার্তা বলার জন্য ফোন করা বা রিসিভ করা তো লেগেই আছে।
কিন্তু এই বাজারে জিও এয়ারটেল ভোডাফোন যতটা রিচার্জের দাম বাড়িয়েছে তাতে অনেকেই বিকল্প খুঁজতে চাইছেন। সেই সুযোগের সঠিক ব্যবহার করতে বাজারে বিএসএনএল নিয়ে এলো আকর্ষণীয় অফার। এত কম টাকায় এত বেশি পরিমাণ ইন্টারনেট পরিষেবা ভাবাই যায় না!
কম খরচে গ্রাহকদের পরিষেবা দিয়ে বাজার ধরে রাখার চেষ্টায় রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা BSNL এই মুহূর্তে বেশ নজর কেড়েছে। অনেকেই তাই এই টেলিকমেই সুইচ করে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। এমন সব অফার দিচ্ছে যার ধারে কাছে জিও বা এয়ারটেল দাঁড়াতেই পারছে না। এবার কম খরচে মানুষকে সন্তোষজনক পরিষেবা দিতে এক্সাইটিং অফারের ঘোষণা সংস্থার।
এখন শুধু আর মোবাইল রিচার্জ করা মানে এসএমএস এর আদান-প্রদান বা ইনকামিং আউটগোয়িং কল নয়। এখন মোবাইল রিচার্জ করার অন্যতম প্রধান কারণ ‘ইন্টারনেট বা ডেটা ভ্যালু‘। সপ্তাহে যে রিচার্জ প্ল্যানের কথা বিএসএনএল বলছে সেখানে প্রত্যেকদিন ৩ জিবি করে ডেটা পেয়ে যাবেন আপনি। আনলিমিটেড কল থেকে শুরু করে এসএমএস এর সুবিধা তো রয়েইছে।
আরো পড়ুন – ইলেকট্রিক স্কুটার বা বাইক কেনার আগে কোন কোন বিষয়ে মাথায় রাখা দরকার জানেন?
এখন আপনি ভাবতে পারেনি প্রতিদিন ৩ জিবি/ ডে – অফার তো অন্যান্য টেলিকম সংস্থা দেয়। তাহলে এবার একটু তুলনামূলক বিচার করে দেখা দরকার কেন বিএসএনএল অন্য সকলকে ছাপিয়ে গেছে । জিও বা এয়ারটেল এর ক্ষেত্রেই পরিষ্কার জন্য আপনাকে খরচ করতে হবে ৪৪৯ টাকা। মানে এর নিচে আপনি এতটা পরিমান ইন্টারনেট অন্য কোনও প্যাক ব্যবহার করে পাবেন না।
আরো পড়ুন – Data Pack: নেট কার্ড ভরতেই দ্রুত মোবাইলে ডেটা শেষ হয়ে যাচ্ছে? ডেটা খরচ বাঁচাবেন কি করে জানেন?
এখানেই শেষ নয়, ভ্যালিডিটি মাত্র ২৮ দিনের। অর্থাৎ এক মাসের জন্য আপনি নিশ্চিন্ত হতে পারছেন না। সেখানে দাঁড়িয়ে যদি আর সামান্য কিছু টাকা বেশি খরচ করেন তাহলে ‘বিএসএনএল‘ আপনাকে যে অফার দিচ্ছে তার থেকে চোখ ঘোরাতে পারবেন না।
আপনি কি জানেন বিএসএনএল গ্রাহকরা যদি ৫৯৯ টাকা দিয়ে রিচার্জ করেন তাহলে ৮৪ দিনের ভ্যালিডিটি পেয়ে যাবেন। প্রতিদিন ৩ GB করে ডেটা + আনলিমিটেড ফোন কল+ এসএমএস প্রতিদিন একদম ফ্রি। এখন প্রায় সর্বত্রই 4g নেটওয়ার্ক চালু করেছে বিএসএনএল। হাই স্পিড ডেটা এবং টাওয়ার পাওয়া নিয়ে আর কোন চিন্তা করতে হবে না গ্রাহকদের।