Mosquitoes : বাড়ির চারপাশে মশাদের উৎপাত? ‘মশার উপদ্রব’ থেকে বাঁচতে অবশ্যই এই ব্যবস্থা নিন । জানেন আপনার অসাবধানতায় ঘটতে পারে বড় বিপদ (Breeding of mosquitoes around the house)!
এমনিতেই রোগ জীবাণু ভাইরাস চারপাশে মাথাচাড়া দিয়ে উঠেছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে ‘মশার উপদ্রব’ থেকে নিজেকে বাঁচাতে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা দরকার (avoid ‘mosquito nuisance’)। বিগত কতগুলি বছর ধরে রাজ্য তথা জেলায় জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে।
সেখান থেকে দাঁড়িয়ে এই রোগ মহামারী আকার নেওয়ার আগে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে বারবার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলা হচ্ছে। করোনা মহামারী যেভাবে জীবনকে গ্রাস করেছিল, সেখান থেকে বেঁচে জীবনে নতুন করে লড়াই করার চেষ্টা করছে এখন বিশ্ব। কিন্তু আবার কচুরি আমরা বড় কোন বিপদ ডেকে আনছি না তো?
মশা মানেই কামড়ানো হোক বা কানের সামনে গুনগুন:
মশা মানেই একটা বিরক্তিকর দেখতে পতঙ্গ। কাউকে কামড়ানো হোক বা কানের সামনে অকারনে গুনগুন করে সংগীত চর্চা করা মশার জুড়ি মেলা ভার। সিরিঞ্জ পুশ না করেই কী করে নিমেষে আপনার শরীর থেকে রক্ত চুষে নিতে হয় সেটা এনাদের থেকে ভালো কেউ জানে না।
মশার মোকাবেলা করা খুব একটা সহজ নয়। এটা বুঝে গেছেন সাধারণ মানুষ। তাই মশার কয়েল জ্বালিয়ে বা মশার ব্যাট দিয়ে তাকে নিধন করেও কিছুতেই রেহাই মিলছে না। তাহলে এখন উপায় ? এই নিয়েই কি চলতে হবে আগামী জীবনটা?
মশার কাছে যমের মত হয়ে দাঁড়াবে:
কিছু ঘরোয়া পদ্ধতি ব্যবহার করে আপনাকে মশার থেকে একটু দূরত্ব বজায় রাখতে আমরা সাহায্য করতে পারি। বিষয়টা খুব সহজ এমন কিছু পদ্ধতি যেগুলো মশার কাছে যমের মত হয়ে দাঁড়াবে। তাতেই হয়ে যাবে কেল্লাফতে, আপনি নিশ্চিন্তে ঘুরতে-ফিরতে, খেতে , ঘুমোতে, বসতে সবই করতে পারবেন।
আচ্ছা আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় আপনি বা সুগন্ধি ব্যবহার করেন কিনা, তাহলে আপনার উত্তরটা নিশ্চয়ই হ্যাঁ। শুধুমাত্র সুন্দর গন্ধের জন্যই নয় একটা ফুরফুরে তাজা মনের অবস্থাকেও যেন উৎসাহ দেয় দারুন একটা গন্ধ। কিন্তু আপনার জন্য যেটা পজিটিভ মশার জন্য সেটা নেগেটিভ।
মশা আপনার ধারে কাছে আসার সুযোগ পাবে না:
তাহলে এই অস্ত্রকে কাজে লাগান। যদি ‘মশার উপদ্রব কমাতে চান‘ তবে পারফিউম, বডি স্প্রে, যেকোনও ধরনের সুগন্ধি ময়েশ্চারাইজার ব্যবহার করা খুবই কার্যকরী হতে পারে। আপনি কি ফ্যান চালিয়ে ঘুমোতে পছন্দ করেন? তাহলে মাথায় রাখুন ফ্যানের স্পিড বাড়িয়ে ঘুমোনোটাই ভালো।
আরো পড়ুন – ননদ আর বৌদির সম্পর্ক! দাদা বৌদির মান অভিমানে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় ননদ
না অবশ্য যদি খুব শীত করে বা বাইরের আবহাওয়া ঠিক না থাকে তাহলে আমরা বলবো না ফ্যান বাড়িয়ে ঘুমোতে কারণ আপনার শরীর ঠিক রাখা দরকার। তবে সেটা যদি না হয় অন্য কোন সাধারণ দিন হয় তাহলে খুব দ্রুত স্পিডে জাতি ফ্যান ঘটতে পারে সেদিকে নজর রাখুন কারণ তাহলে মশা আপনার ধারে কাছে আসার সুযোগ পাবে না (Mosquitoes will not get a chance to come near you)।
হলুদ রং মশা খুব একটা পছন্দ করে না:
আপনি কি জানেন কীটপতঙ্গরা আলোর দিকে আকৃষ্ট হওয়ার যে প্রবণতা নিয়ে জন্মায় মশার ক্ষেত্রে কিছুটা ব্যতিক্রমী ব্যাপার লক্ষ্য করা যায়? হলুদ রং মশা খুব একটা পছন্দ করে না বাহ বলা যেতে পারে সহ্য করতে পারে না। বিশেষজ্ঞ এবং গবেষকরা বলছেন হলুদ আলু হালকা করে ঘরে জ্বালিয়ে রাখলে মশা আসার সম্ভাবনা কম।
আরো পড়ুন – Makeup : অনুষ্ঠান ছিল? মেকআপ তুলতে ইচ্ছে করছে না ? জানেন কত বড় ক্ষতি করছেন?
সম্ভবত হলুদ রঙের কোন রিফ্লেকশন মশাদের চোখে গিয়ে পড়ে যেটা তারা সহ্য করতে পারে না। এলইডি লাইট, হলুদ বাগ লাইট বা সোডিয়াম লাইট ঘরে ব্যবহার করতে পারেন। যারা কোন ধরনের ধোঁয়া সহ্য করতে পারেন না , তারা নিজেদের ত্বক কে মশার কামড় থেকে আগলে রাখতে ক্রিম ব্যবহার করুন।