Breaking Bharat: টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) হতাশজনক পারফর্মেন্সের জেরে পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে লজ্জাজনক হার ভারতীয় দলের (Indian team)। আর সেই হারের রেশ টেনে সামির পক্ষে নেওয়ার জন্য বিরুষ্কার ১০ মাসের শিশুকন্যাকে ধর্ষণের হুমকি! এমনই ন্যক্কারজনক ঘটনার সাক্ষী থাকল টুইটার। যদিও প্রাথমিকভাবে দাবি করা হয়েছিল, কোনও পাকিস্তানের নাগরিকই এহেন মন্তব্য করেছেন। পরে অবশ্য প্রথম শ্রেণির সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, এই টুইটের নেপথ্যে রয়েছে একজন ভারতীয় নাগরিকই।
টি-২০ বিশ্বকাপে ফাড়া যেন কাটছেই না বিরাট কোহলির (Virat Kohli)। একের পর এক ম্যাচে হারে একপ্রকার কোণঠাসা ভারতীয় ক্রিকেট দল (Indian cricket team। আর এই হতাশজনক ফলের জন্য সমর্থকদের রোষের মুখে পড়ছেন ক্রিকেটাররা। পাকিস্তানের বিরুদ্ধে পরাজয়ের পর মহম্মদ সামিকে কাঠগড়ায় তুলেছিলেন সমর্থকদের একাংশ। যদিও সেই সমস্ত সমর্থকদের কড়া জবাব দিয়ে সামির পাশে দাঁড়িয়েছিলেন ক্যাপ্টেন কোহলি।
খেলার মাঠে জয়পরাজয়কে কেন্দ্র করে কাউকে আক্রমণ করা উচিত নয় বলেই তিনি জানিয়েছিলেন। সামির পক্ষ নিয়ে কোহলি সেদিন বলেছিলেন, নির্দিষ্ট পরিস্থিতি সম্পর্কে প্রত্যেকেরই তাঁদের মতামত জানানোর অধিকার আছে। আমরা মাঠে নেমে ব্যক্তিগতভাবে কী করি, কতটা পরিশ্রম করি, কেউ জানে না। যাঁরা মাঠের বাইরে বসে সামিকে আক্রমণ করেছে, তারা মেরুদণ্ডহীন। সামনে এসে কথা বলার সাহস নেই।’ বিরাটের পাশাপাশি অনেক ক্রিকেটারই সামির পক্ষেই সওয়াল করেছিলেন ওই ঘটনায়। তবে সেই ঘটনাকে কেন্দ্র করে যে শালীনতার সমস্ত সীমা লঙ্ঘন করবে কোনও কোনও সমর্থক, তা কেউই প্রত্যাশা করেননি।
পার পেল না কোহলি ও অনুষ্কার ১০ মাসের শিশুকন্যা ভামিকাও। টুইটারে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে তাকে। এমনকী, কোহলির পুরো পরিবারকে ইঙ্গিত করে অশালীন মন্তব্যও করা হয়েছে। ৩০ অক্টোবর রাত ১১.৫৫ মিনিটে আমেনা নামে একটি টুইটার অ্যাকাউন্ট থেকে ভামিকাকে ধর্ষণের হুমকি দেওয়া হয়। পাকিস্তানের জার্সি পরা এক মহিলা ক্রিকেটারের ছবি দেওয়া রয়েছে সেই টুইটার অ্যাকাউন্টে। এই কারণে অনেকেই ভাবেন, পাকিস্তানের কেউ হয়তো এহেন মন্তব্য করেছেন। সোমবার ‘বুম’ নামে একটি ওয়েবসাইটে দাবি করা হয়েছে, পাকিস্তানের জার্সি পরা মহিলার ছবি দেওয়া অ্যাকাউন্টের মালিক আসলে তেলুগুভাষী দক্ষিণপন্থী এক ব্যক্তি।
এই ঘটনা প্রকাশ্যে আসতে পাশে দাঁড়িয়েছেন প্রাক্তন পাক-অধিনায়ক ইনজামাম-উল-হক। তিনি সোস্যাল মিডিয়ায় বলেন, ‘শুনেছি বিরাট কোহলির মেয়েকে হুমকি দেওয়া হচ্ছে। সকলকে বুঝতে হবে এটা শুধু একটি খেলা। আমরা হয়তো বিভিন্ন দেশের হয়ে খেলছি। কিন্তু, আমরা একই সম্প্রদায়ের একটি অংশ। কোহলির ব্যাটিং বা তার অধিনায়কত্বের সমালোচনা করার অধিকার আপনার আছে। কিন্তু একজন ক্রিকেটারের পরিবারকে টার্গেট করার অধিকার কারও নেই। কিছুদিন আগে মহম্মদ সামির সঙ্গে এমনই ঘটনা ঘটেছিল। জয়–পরাজয় খেলার একটি অঙ্গ। কোহলির পরিবারকে আক্রমণ করতে দেখে আমি গভীরভাবে আহত হয়েছি।’