Breaking Bharat: করোনার উৎপত্তি নিয়ে কম জলঘোলা হয়নি। তবে কোভিড ১৯ ভাইরাসের উৎপত্তিস্থল যে চিনই, তা শোনা যায় মানুষের মুখে মুখে। এবার মানুষের দেহে বার্ড ফ্লুর আতঙ্কের উৎপত্তিস্থলও কি চিন? সূত্রের খবর, চিনে এই প্রথম মানবশরীরে এইচ৩এন৮ বার্ড ফ্লু শনাক্ত হয়েছে। (Bird flu in the human body)
এবার কি মানুষের শরীরেও বার্ড ফ্লু?
করোনার প্রকোপ কিছুটা স্তিমিত হলেও চতুর্থ ঢেউ নিয়ে ফের আশঙ্কা মানুষের মনে। এরই মধ্যে বার্ড ফ্লু নিয়ে নতুন করে সিঁদুরে মেঘ দেখছেন বিশেষজ্ঞরা। এবার কি মানুষের শরীরেও বার্ড ফ্লু? উঠছে প্রশ্ন।
সংবাদসূত্রে জানা গেছে, এই আতঙ্ক ছড়ানোর মূলে যে ঘটনাটি রয়েছে, অর্থাৎ মানব শরীরে বার্ড ফ্লু শনাক্ত করার ঘটনায় মাত্র চার বছর বয়সি এক শিশু আক্রান্ত হয়েছেন। তাহলে কি করোনা পরিস্থিতিতে এবার ঘুম কাড়বে বার্ড ফ্লু? যদিও স্বাস্থ্য দফতর বলছে, সাধারণের মধ্যে এই ফ্লুর ব্যাপক সংক্রমণের ঝুঁকি কম (risk of infection is low)।
বার্ড ফ্লু (bird flu) নিয়ে আলোচনা শুরু হয় প্রায় ২ দশকেরও বেশি সময় আগে। ঘটনাটি ঘটে উত্তর আমেরিকায়। এক ধরনের হাঁসে প্রথম শনাক্ত হয়েছিল। তার পরে ২০০২ সাল থেকে এভিয়ান ফ্লুর এইচ৩ এন৮ ধরনটি নানা জায়গায় ছড়াতে থাকে। এটি ঘোড়া, কুকুর ও সিলকেও সংক্রমিত করে বলে দেখা যায়।
আরো পড়ুন- সাপের কামড়ে আর মৃত্যু নয়! চলেছে সাপের কামড়ের রোগীদের চিকিৎসার ট্যাবলেটের ক্লিনিক্যাল ট্রায়াল
চিনে প্রথম মানবশরীরে বার্ড ফ্লু শনাক্ত হওয়ার পর সেই দেশের জাতীয় স্বাস্থ্য কমিশন মঙ্গলবার জানিয়েছে, মধ্যাঞ্চলের হেনান প্রদেশের চার বছর বয়সি শিশুর শরীরে ফ্লুর ধরনটি শনাক্ত হয়।
কী কী উপসর্গ দেখা গিয়েছিল ওই শিশুর শরীরে? চিনের তরফে দাবি করা হয়েছে, জ্বর ও অন্যান্য উপসর্গ নিয়ে চলতি মাসের শুরুতে ওই শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়।
আরো পড়ুন- নামী কলেজের ইংরেজির অধ্যাপক ১৪ বছর ধরে অটো চালাচ্ছেন! কেন জানেন ?
তবে কোত্থেকে ওই শিশুর শরীরে বার্ড ফ্লু এল? এই প্রশ্নের জবাবে অনেকেই চিনা স্বাস্থ্য কমিশনের বয়ান তুলে ধরছেন। সেখানে বলা হয়েছে, শিশুর পরিবারটি বাড়িতে মুরগি পালন করে। এছাড়া প্রচুর বুনো হাঁসও আছে, এমন এলাকায় তাদের বসবাস। কমিশনের দাবি, পাখি থেকে সরাসরি শিশুটি আক্রান্ত হয়েছে।
তবে এই বিষয়ে আশঙ্কা করার কিছু নেই বলেই জানিয়েছে কমিশন। মৃত ও অসুস্থ পাখি থেকে দূরে থাকতে হবে এবং জ্বর বা শ্বাসপ্রশ্বাসজনিত সমস্যা দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়ার নিদান দিয়েছে তারা।