Big update on smartwatches: ঘড়ি থেকেই কলিং মাত্র 1500 হাজার টাকায়? স্মার্টওয়াচ নিয়ে বড় আপডেট।আজকের দিনে অনেকেই স্মার্ট টেকনোলজির সঙ্গে পরিচিত হতে চান। কিন্তু অনেক সময় দেখা যায় পকেটে টান থাকায় দামি দামি জিনিস কিনতে পারেন না সাধারণ মানুষ। কিন্তু ইচ্ছে তো নিশ্চয়ই করে।
তা হলে সেক্ষেত্রে উপায় কী? আসলে মানুষের সুবিধার কথা মাথায় রেখে এবার আপনার হাতের কাছে আকর্ষণীয় লুকের স্লিক স্মার্টওয়াচ। দাম জানলে বিশ্বাস করতে পারবেন আদৌ এটা সম্ভব কীনা। Noise ColorFit Quad Call নামে ভারতে ফের সস্তার একটি স্মার্টওয়াচ লঞ্চ করা হল। এই স্মার্ট ওয়াচে রয়েছে দারুণ ফিচার। জেনে নিন বিস্তারিত।
স্মার্টওয়াচের সমস্ত আপডেট গুলো জেনে নিন:
দেখুন আজকের আলোচ্য প্রোডাক্টে রয়েছে 1.81 ইঞ্চির TFT ডিসপ্লে এবং মেটালিক ডিজ়াইন। আপনাকে আরও জানাই যে ভাইব্র্যান্ট ডিসপ্লে 240×280 পিক্সেল রেজ়োলিউশন দিতে পারে এই ওয়াচে। ব্রাইটনেস প্রায় 550 নিটস। এখানে ব্লুটুথ কলিং ফিচার রয়েছে ফলে ইউজ়াররা সরাসরি ডায়াল প্যাড থেকে কল করতে পারবেন। এই স্মার্টওয়াচ গুগল এবং সিরি ভয়েস অ্যাসিস্ট্যান্টও সাপোর্ট করে।
মানে আকর্ষণীয় লুকের স্লিক এই স্মার্টওয়াচে রয়েছেযাঁরা কম্প্যাক্ট এবং একটি ফ্যাশনেবল ওয়্যারেবলের সন্ধান করছেন যারা তাঁদের জন্য এই প্রোডাক্ট একদম পারফেক্ট। সবথেকে মজার ব্যাপার হল এই নতুন নয়েজ় কালারফিট স্মার্ট হাতঘড়ির দাম মাত্র 1,499 টাকা।
ভাবতে পারছেন, কী দুর্দান্ত অফার! জেট ব্ল্যাক, স্পেস ব্লু, রোজ় পিঙ্ক, সিলভার গ্রে এবং ডিপ ওয়াইন কালার কম্বিনেশনে পাবেন এটি। আপাতত জানা যাচ্ছে সংস্থার অফিসিয়াল সাইটের পাশাপাশি অ্যামাজ়ন থেকেও আপনি এই ফোন কিনতে পারবেন।
আরো পড়ুন – Nothing phone 2: সম্প্রতি লঞ্চ হতে চলেছে নাথিং ফোন 2? জেনে নিন ফিচারস সংক্রান্ত আরো আপডেট!
10টা কন্ট্যাক্ট সেভ করতে পারবেন এবং ঘড়ি থেকেই ফোন করার মতো আকর্ষণীয় ফিচারও পাবেন এতে। একটি ইনবিল্ট মাইক ও স্পিকার রয়েছে মানে সারা দিনে একটা স্মার্টওয়াচের মাধ্যমে যাঁরা ঝক্কিহীন কলিংয়ের সুবিধা নিতে চান, তাঁদের জন্য এটা দারুণ ব্যাপার।
আরো পড়ুন – ৮ থেকে ৯ হাজার টাকার মধ্যে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা ফোন, সাথে দারুন ফিচার্স!
এবার একটু ব্যাটারি সম্পর্কে জানা যাক। এই ফোনে শক্তিশালী একটি 260mAh ব্যাটারি রয়েছে মানে এক চার্জে এক সপ্তাহের ব্যাটারি ব্যাকআপ দিতে পারে। এই ফোনে Noise Health Suite-এর মতো ওয়েলনেস ফিচার পাবেন, হার্ট রেট মনিটরিং, SpO2 ট্র্যাকিং সিস্টেম রয়েছে।
আরো পড়ুন – বাজারে ফিরছে হিরো কারিশমা? খুব শীঘ্রই লঞ্চ হতে চলেছে Hero Karizma ZMR
এখানেই শেষ নয় মানুষের স্বাস্থ্য সুবিধার কথা মাথায় রেখে স্লিপ মনিটরিং থেকে শুরু করে স্ট্রেস মেজ়ারমেন্ট, ব্রিদ প্র্যাকটিস এবং ফিমেল সাইকেল ট্র্যাকারের মতো একাধিক উল্লেখযোগ্য ফিচার দিচ্ছে এই হাতঘড়ি। তাহলে নিজের জন্য বা প্রিয়জনকে উপহার হিসেবে দেওয়ার কথা ভাবতেই পারেন।